কলকাতা, 21 জুন: ট্রান্সফার নিষেধাজ্ঞার গেরোয় শুরুর দিকে চুপচাপ থাকলেও সময় যত এগোচ্ছে চর্চা বাড়ছে আসন্ন মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টের দলবদল নিয়ে ৷ আশিক কুরুনিয়ান যে সবুজ-মেরুন শিবির ছেড়ে পুনরায় বেঙ্গালুরু এফসি'তে যোগ দিচ্ছেন, সে খবর ইতিমধ্যেই জেনে গিয়েছেন অনুরাগীরা ৷ কিন্তু নতুন যোগ দিচ্ছেন কোন ফুটবলার ? জানতে উদগ্রীব ছিল মোহন জনতা ৷ যা শোনা যাচ্ছে তাতে সব ঠিক থাকলে কলকাতা জায়ান্টরা ফের দলে ফেরাচ্ছে তাঁদের পুরনো সৈনিক কিয়ান নাসিরিকে ৷
2021-22 আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্য়াটট্রিক করে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন ময়দানের প্রাক্তন দিকপাল ফুটবলার জামশিদ নাসিরির পুত্র কিয়ান ৷ কনিষ্ঠ হিসেবে বড় ম্য়াচে হ্য়াটট্রিকের নজির গড়া এই ফরোয়ার্ড অবশ্য গত মরশুমের শুরুতে ছেড়ে দিয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট ৷ কলকাতা ছেড়ে তাঁর নতুন ঠিকানা ছিল চেন্নাইয়িন এফসি ৷ 2027 পর্যন্ত চেন্নাইয়িন এফসি'র তাঁর সঙ্গে চুক্তি থাকলেও সেই চুক্তি ভেঙেই ফের তরুণ ফুটবলারকে দলে ফেরাতে উদ্যোগী বাগান ৷ সেই লক্ষ্যে তাঁরা সফলও বলা চলে ৷
এ ব্যাপারে তরফে সরকারি কোনও ঘোষণা না-এলেও দু'পক্ষের মধ্যে সংশ্লিষ্ট ট্রান্সফারের বিষয়ে সমঝোতা হয়ে গিয়েছে বলেই খবর ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ মার্কাস মারগুলহাওয়ের তরফে ৷ তিনি জানিয়েছেন, সবকিছু পাকা ৷ কিয়ান নাসিরির মোহনবাগানে ফেরা এখন কেবল সময়ের অপেক্ষা ৷ দু-একদিনের মধ্যে চুক্তিটি পাকাপাকি হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি ৷ গত মরশুমে ফ্রি-এজেন্ট হিসেবে চেন্নাইয়িন এফসি'তে যোগ দিয়েছিলেন জামশিদ-পুত্র ৷ কিন্তু এক্ষেত্রে কিয়ান চেন্নাইয়িনের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় গ্যাঁটের কড়ি ঢালতে হচ্ছে সুপার জায়ান্টকে ৷
Chennaiyin FC have accepted in principle a bid from Mohun Bagan Super Giant for the transfer of Kiyan Nassiri. Deal expected to be completed in the next two or three days. #IndianFootball #ISL #Transfers
— Marcus Mergulhao (@MarcusMergulhao) June 21, 2025
উল্লেখ্য, মোহনবাগান ছেড়ে চেন্নাইয়িন এফসি'তে গিয়েও অবশ্য গত মরশুমে সেই অর্থে গেম-টাইম পাননি কিয়ান ৷ মূলত পরিবর্ত হিসেবে মাঠে নেমে গত আইএসএলে সর্বসাকুল্যে 500 মিনিট মত মাঠে ছিলেন এই ফরোয়ার্ড ৷ তার মধ্যে একটি অ্য়াসিস্ট ছিল কিয়ানের নামে ৷ যা একেবারেই আশাব্যঞ্জক নয় ৷ বাগানে ফিরে কি পর্যাপ্ত খেলার সময় তিনি পাবেন ? সেই প্রশ্নের উত্তর অজানা থাকলেও কিয়ানের 'ঘরওয়াপসি' একপ্রকার নিশ্চিত বলেই ধরে নেওয়া যায় ৷ 2022 সালের জানুয়ারিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আইএসএলে চতুর্থ ডার্বিতে বাগান জার্সিতে দুর্ধর্ষ হ্যাটট্রিক করেছিলেন কিয়ান ৷ পরিবর্ত হিসেবে মাঠে নেমে তিন-তিনটি গোল করেছিলেন লাল-হলুদ কিংবদন্তি জামশিদ নাসিরির পুত্র ৷ সবুজ-মেরুন 3-1 গোলে জিতেছিল সেই বড় ম্য়াচ ৷