হায়দরাবাদ, 18 ফেব্রুয়ারি: চোট কাঁটায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন একাধিক তারকা ৷ প্রাথমিক স্কোয়াডে নাম থাকা সত্ত্বেও পিঠের চোটে ছিটকে গিয়েছেন ভারতের পেস বিভাগের প্রধান অস্ত্র জসপ্রীত বুমার ৷ টুর্নামেন্ট শুরুর 24 ঘণ্টা আগে চোটের কারণে ছিটকে গেলেন আরও এক তারকা পেসার ৷ তবে তিনি ভারতের নন ৷ পায়ের পাতায় চোট চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্নে কাঁটা হয়ে দাঁড়াল নিউজিল্যান্ড পেসার লকি ফার্গুসনের ৷ ইতিমধ্যে তাঁর পরিবর্তের নামও ঘোষণা করা হয়েছে কিউয়ি শিবিরের তরফে ৷
এই নিয়ে প্রাথমিক স্কোয়াডে নাম সত্ত্বেও নিউজিল্য়ান্ডের পেস বিভাগের দ্বিতীয় বোলার হিসেবে আইসিসি টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ফার্গুসন ৷ কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন পেসারের পরিবর্তে কাইল জেমিসনকে পরিবর্ত হিসেবে বেছে নিয়েছে নিউজিল্যান্ড ৷ ফার্গুসনের আগে হ্য়ামস্ট্রিংয়ের চোটে চ্য়াম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন বেন সিয়ার্স ৷ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে মঙ্গলবার ফার্গুসনের ছিটকে যাওয়ার খবরে সিলমোহর দেওয়া হয়েছে ৷ যা নিঃসন্দেহে বড় ধাক্কা 'ব্ল্যাক ক্য়াপস' শিবিরের জন্য ৷
সেদেশের ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, রবিবার করাচিতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রস্ততি ম্য়াচে বোলিংয়ের সময় ডানপায়ে ব্যথা অনুভব করেন ফার্গুসন ৷ মেডিক্য়াল টিম তাঁর চোটের মূল্য়ায়ণ করে জানিয়েছে যে, চ্য়াম্পিয়ন্স ট্রফিতে ফার্গুসনের পক্ষে অংশগ্রহণ কোনওভাবেই সম্ভব নয় ৷ এরপর তাঁকে রিহ্যাবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সম্প্রতি আইএলটি-20'তে বোলিংয়ের সময় ডান পায়েই চোট পেয়েছিলেন 2025 আইপিএল নিলামে পঞ্জাব কিংসে অন্তর্ভুক্ত বোলার ৷ ফলত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজেও খেলেননি তিনি ৷
Squad News | Fast bowler Lockie Ferguson has been ruled out of the ICC Champions Trophy 2025 with a foot injury and will be replaced by Kyle Jamieson. #ChampionsTrophyhttps://t.co/8FWL4qXfV8
— BLACKCAPS (@BLACKCAPS) February 18, 2025
ফার্গুসনের পরিবর্ত হিসেবে তিনবছর আগে 'ব্ল্য়াক ক্য়াপসে'র হয়ে শেষ ওডিআই খেলা জেমিসন কতটা সফল হন, সেটাই এখন দেখার ৷ ফার্গুসনের ছিটকে যাওয়াকে বড় ধাক্কা বলে উল্লেখ করেছেন নিউজিল্যান্ড কোচ গ্য়ারি স্টিড ৷ তিনি বলেন, "আমরা লকির জন্য হতাশ ৷ আমাদের বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ অংশ সে এবং বড় বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে ৷ আমরা ওর দ্রুত সুস্থতা কামনা করি ৷"