ETV Bharat / sports

সুয়োমোটো দায়ের করে সরকারের রিপোর্ট চাইল হাইকোর্ট, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের অভিযোগ - STAMPEDE AT CHINNASWAMY

বৃহস্পতিবার দুপুর আড়াইটের পর মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ ৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হল অভিযোগ ৷

STAMPEDE AT CHINNASWAMY
স্টেডিয়ামের বাইরে দুর্ঘটনার পরের ছবি (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : June 5, 2025 at 1:18 PM IST

2 Min Read

বেঙ্গালুরু, 5 জুন: চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে 11 জন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সমর্থকের মৃত্যুর ঘটনায় বড়সড় পদক্ষেপ করল কর্ণাটক হাইকোর্ট ৷ সুয়োমোটো মামলা দায়ের করে কর্ণাটক সরকারের থেকে দুর্ঘটনা সংক্রান্ত যাবতীয় রিপোর্ট চাইল হাইকোর্ট ৷

সংবাদসংস্থা আইএএনএসের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার দুপুর 2টো 30 মিনিটের পর প্রধান বিচারপতি ভি কামেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে ৷ বিধান সৌধে বুধবার আরসিবি ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠানের সময় উল্টোদিকেই অবস্থিত হাইকোর্ট বিল্ডিংয়ে সাধারণ মানুষ উঠে পড়েছিলেন ৷ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর তুলে ধরে সমস্ত রিপোর্ট ইতিমধ্যেই পেশ করা হয়েছে দুই বর্ষীয়ান আইনজীবী হেমন্ত রাজ এবং জিআর মোহনের তরফে ৷

এগারো জন সমর্থকের মৃত্যুর ঘটনায় কাব্বন পার্ক থানার পুলিশের তরফে 11টি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ৷ যা বিতর্কের জন্ম দিয়েছে ৷ কারণ পুলিশের কাছে কর্ণাটক (স্টেট) ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট ইভেন্ট ম্য়ানেজমেন্ট কোম্পানিকে অভিযুক্ত করার বিষয়টি খোলা থাকলেও তা করা হয়নি ৷ পরবর্তীতে উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ মেনেই এই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে ৷

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এবং কর্ণাটক (স্টেট) ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিভিন্ন আধিকারিকদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন সমাজবিদ স্নেহময়ী কৃষ্ণ ৷ 106 ধারায় সকলের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য আবেদন করেছেন তিনি ৷ শুধু তাই নয়, পিটিশনের কপি প্রধান বিচারপতির বেঞ্চেও পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ঘটনার গুরুত্ব অনুধাবন করে দোষীদের অবিলম্বে শাস্তির আবেদনও করেছেন স্নেহময়ী কৃষ্ণ ৷

হাসপাতালে নিহত 11 জন সমর্থকের মৃতদেহ ময়নাতদন্তের পর বৃহস্পতিবার তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই মৃতদের পরিবারবর্গকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ চিন্নাস্বামী বিপর্যয়ের বিচারবিভাগীয় তদন্ত হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷

আরও পড়ুন:

বেঙ্গালুরু, 5 জুন: চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে 11 জন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সমর্থকের মৃত্যুর ঘটনায় বড়সড় পদক্ষেপ করল কর্ণাটক হাইকোর্ট ৷ সুয়োমোটো মামলা দায়ের করে কর্ণাটক সরকারের থেকে দুর্ঘটনা সংক্রান্ত যাবতীয় রিপোর্ট চাইল হাইকোর্ট ৷

সংবাদসংস্থা আইএএনএসের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার দুপুর 2টো 30 মিনিটের পর প্রধান বিচারপতি ভি কামেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে ৷ বিধান সৌধে বুধবার আরসিবি ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠানের সময় উল্টোদিকেই অবস্থিত হাইকোর্ট বিল্ডিংয়ে সাধারণ মানুষ উঠে পড়েছিলেন ৷ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর তুলে ধরে সমস্ত রিপোর্ট ইতিমধ্যেই পেশ করা হয়েছে দুই বর্ষীয়ান আইনজীবী হেমন্ত রাজ এবং জিআর মোহনের তরফে ৷

এগারো জন সমর্থকের মৃত্যুর ঘটনায় কাব্বন পার্ক থানার পুলিশের তরফে 11টি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ৷ যা বিতর্কের জন্ম দিয়েছে ৷ কারণ পুলিশের কাছে কর্ণাটক (স্টেট) ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট ইভেন্ট ম্য়ানেজমেন্ট কোম্পানিকে অভিযুক্ত করার বিষয়টি খোলা থাকলেও তা করা হয়নি ৷ পরবর্তীতে উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ মেনেই এই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে ৷

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এবং কর্ণাটক (স্টেট) ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিভিন্ন আধিকারিকদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন সমাজবিদ স্নেহময়ী কৃষ্ণ ৷ 106 ধারায় সকলের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য আবেদন করেছেন তিনি ৷ শুধু তাই নয়, পিটিশনের কপি প্রধান বিচারপতির বেঞ্চেও পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ঘটনার গুরুত্ব অনুধাবন করে দোষীদের অবিলম্বে শাস্তির আবেদনও করেছেন স্নেহময়ী কৃষ্ণ ৷

হাসপাতালে নিহত 11 জন সমর্থকের মৃতদেহ ময়নাতদন্তের পর বৃহস্পতিবার তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই মৃতদের পরিবারবর্গকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ চিন্নাস্বামী বিপর্যয়ের বিচারবিভাগীয় তদন্ত হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.