বেঙ্গালুরু, 5 জুন: চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে 11 জন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সমর্থকের মৃত্যুর ঘটনায় বড়সড় পদক্ষেপ করল কর্ণাটক হাইকোর্ট ৷ সুয়োমোটো মামলা দায়ের করে কর্ণাটক সরকারের থেকে দুর্ঘটনা সংক্রান্ত যাবতীয় রিপোর্ট চাইল হাইকোর্ট ৷
সংবাদসংস্থা আইএএনএসের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার দুপুর 2টো 30 মিনিটের পর প্রধান বিচারপতি ভি কামেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে ৷ বিধান সৌধে বুধবার আরসিবি ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠানের সময় উল্টোদিকেই অবস্থিত হাইকোর্ট বিল্ডিংয়ে সাধারণ মানুষ উঠে পড়েছিলেন ৷ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর তুলে ধরে সমস্ত রিপোর্ট ইতিমধ্যেই পেশ করা হয়েছে দুই বর্ষীয়ান আইনজীবী হেমন্ত রাজ এবং জিআর মোহনের তরফে ৷
এগারো জন সমর্থকের মৃত্যুর ঘটনায় কাব্বন পার্ক থানার পুলিশের তরফে 11টি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ৷ যা বিতর্কের জন্ম দিয়েছে ৷ কারণ পুলিশের কাছে কর্ণাটক (স্টেট) ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট ইভেন্ট ম্য়ানেজমেন্ট কোম্পানিকে অভিযুক্ত করার বিষয়টি খোলা থাকলেও তা করা হয়নি ৷ পরবর্তীতে উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ মেনেই এই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে ৷
BREAKING NEWS!
— Bar and Bench (@barandbench) June 5, 2025
The Karnataka High Court has agreed to hear later today a case concerning the stampede that took place outside the Chinnaswamy Stadium at Bengaluru yesterday, which had led to the death of 11 people.
The Court said it would take up the matter at 2.30 PM today.… pic.twitter.com/rMQxmmPIgx
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এবং কর্ণাটক (স্টেট) ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিভিন্ন আধিকারিকদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন সমাজবিদ স্নেহময়ী কৃষ্ণ ৷ 106 ধারায় সকলের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য আবেদন করেছেন তিনি ৷ শুধু তাই নয়, পিটিশনের কপি প্রধান বিচারপতির বেঞ্চেও পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ঘটনার গুরুত্ব অনুধাবন করে দোষীদের অবিলম্বে শাস্তির আবেদনও করেছেন স্নেহময়ী কৃষ্ণ ৷
হাসপাতালে নিহত 11 জন সমর্থকের মৃতদেহ ময়নাতদন্তের পর বৃহস্পতিবার তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই মৃতদের পরিবারবর্গকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ চিন্নাস্বামী বিপর্যয়ের বিচারবিভাগীয় তদন্ত হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷