ETV Bharat / sports

বঙ্গ ক্রিকেটের তিন হুজুরের হাত ধরে পঞ্চমুকুটের স্বপ্নে বিভোর কালীঘাট - Bengal Cricket

Kalighat Cricket Club: প্রথম জীবনে কালীঘাটে একসঙ্গে খেলতেন ৷ কেরিয়ারের সায়াহ্নে এসে ফের এক জার্সিতে খেলবেন বঙ্গ ক্রিকেটের তিন কিংবদন্তি ৷ সিএবিতে একত্রে সই পর্ব সারলেন মনোজ-ঋদ্ধি-অনুষ্টুপ ৷

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 8, 2024, 12:50 PM IST

Updated : Sep 8, 2024, 1:10 PM IST

Kalighat Cricket Club
সিএবিতে একত্রে সই পর্ব সারলেন মনোজ-ঋদ্ধি-অনুষ্টুপ (ইটিভি ভারত)

কলকাতা, 8 সেপ্টেম্বর: নয়া মরশুমে কালীঘাট ক্লাবে তিন হুজুরের গল্প । বর্তমান বঙ্গ ক্রিকেটের তিন স্তম্ভ এবার একই ক্লাবের জার্সিতে খেলবেন । ক্রিকেট জীবনের সায়াহ্নে এই তিন ক্রিকেটারের নৈপুণ্যে কলকাতা ময়দানের অন্যতম পুরনো ক্লাব তার সোনালি অতীত ফিরে পাবে বলে আশা করছেন কর্তারা ।

বঙ্গ ক্রিকেটের তারকা ত্রয়ী ফের একসঙ্গে কালীঘাটের হয়ে মাঠে নামবেন । মনোজ তিওয়ারির সঙ্গী ঋদ্ধিমান সাহা ও অনুষ্টুপ মজুমদার । তিনজনই অতীতে যখন কালীঘাটে ক্লাবে একসঙ্গে খেলেছিলেন, তখন তাঁরা কেউই বাংলার ক্রিকেটার হননি । শনিবার দুপুরে সিএবিতে তিনজন একত্রে সই পর্ব সারলেন । তারপর ক্লাবকর্তাদের সঙ্গে সাংবাদিক সম্মেলন করলেন ।

মনোজ ইতিমধ্যে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিলেও এবছর ক্লাব ক্রিকেটের কিছু ম্যাচ খেলবেন । বাংলার হয়ে আর না-খেললেও ক্লাব ক্রিকেট চালিয়ে যেতে চান তিনি । মনোজ বলেন, “এটুকু বলতে পারি, তরুণরা লিগ পর্বের শুরুতে সব ম্যাচ খেলবে । আমরা তিনজন সিনিয়র ওদের গাইড করব । সবরকম সহযোগিতা করব । আর ক্লাবকে ট্রফি দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে মাঠে নামব । তখন কেউ আসতে না চাইলে (‌ঋদ্ধি, অনুষ্টুপকে ইঙ্গিত করে)‌ বাড়ি থেকে টেনে নিয়ে আসব ৷”

Kalighat Cricket Club
পঞ্চমুকুটের স্বপ্নে বিভোর কালীঘাট (ইটিভি ভারত)

একই সুর ঋদ্ধিরও । বাংলার স্টাম্পার-ব্যাটার বলেন, ‘‘দু’বছর আগে ‌বাংলা ছাড়ার সময় কালীঘাট ক্লাবেই খেলেছিলাম । তাই এবার ফিরে কালীঘাট থেকেই শুরু করতে চেয়েছিলাম ।’’ অনুষ্টুপের কথায়, ‘‘যখন কালীঘাটে খেলা শুরু করি, তখনও বাংলা দলে সুযোগ পাইনি । তারপর এখান থেকে অনেক কিছু পেয়েছি । এবার ক্রিকেটের মতো এই ক্লাবকেও কিছু ফিরিয়ে দিতে চাই । যে তরুণরা আগামীতে বাংলার ভবিষ্যৎ, তাঁদের মধ্যে এই ঐতিহ্যটাই ছড়িয়ে দিতে চাই ।’’

মনোজ অবসর নিয়ে বর্তমানে বাংলার ভিশন-এর কোচের দায়িত্বে । ফলে স্বার্থের সংঘাতের প্রশ্নও উঠেছে । যা নিয়ে মনোজের সাফ জবাব, ‘‘কোনও পারিশ্রমিক ছাড়াই এখানে খেলছি । শুধু তরুণদের সাহায্য করব বলে । যদি কেউ কোনওদিন প্রমাণ দিতে পারেন যে আমার কোনও স্বার্থ রয়েছে, সেদিনই ভিশনের দায়িত্ব ছেড়ে দেব ।’’

একবার কলকাতা ক্রিকেটে পঞ্চমুকুট জিতেছিল কালীঘাট । এবার ফের একই ইতিহাসের পুনরাবৃত্তি চায় তারা । সব মিলিয়ে তিন হুজুরের গল্পে কলকাতার ক্লাব ক্রিকেট নতুনভাবে চ্যালেঞ্জ ছুঁড়তে তৈরি হচ্ছে কালীঘাট ।

আরও পড়ুন:

কলকাতা, 8 সেপ্টেম্বর: নয়া মরশুমে কালীঘাট ক্লাবে তিন হুজুরের গল্প । বর্তমান বঙ্গ ক্রিকেটের তিন স্তম্ভ এবার একই ক্লাবের জার্সিতে খেলবেন । ক্রিকেট জীবনের সায়াহ্নে এই তিন ক্রিকেটারের নৈপুণ্যে কলকাতা ময়দানের অন্যতম পুরনো ক্লাব তার সোনালি অতীত ফিরে পাবে বলে আশা করছেন কর্তারা ।

বঙ্গ ক্রিকেটের তারকা ত্রয়ী ফের একসঙ্গে কালীঘাটের হয়ে মাঠে নামবেন । মনোজ তিওয়ারির সঙ্গী ঋদ্ধিমান সাহা ও অনুষ্টুপ মজুমদার । তিনজনই অতীতে যখন কালীঘাটে ক্লাবে একসঙ্গে খেলেছিলেন, তখন তাঁরা কেউই বাংলার ক্রিকেটার হননি । শনিবার দুপুরে সিএবিতে তিনজন একত্রে সই পর্ব সারলেন । তারপর ক্লাবকর্তাদের সঙ্গে সাংবাদিক সম্মেলন করলেন ।

মনোজ ইতিমধ্যে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিলেও এবছর ক্লাব ক্রিকেটের কিছু ম্যাচ খেলবেন । বাংলার হয়ে আর না-খেললেও ক্লাব ক্রিকেট চালিয়ে যেতে চান তিনি । মনোজ বলেন, “এটুকু বলতে পারি, তরুণরা লিগ পর্বের শুরুতে সব ম্যাচ খেলবে । আমরা তিনজন সিনিয়র ওদের গাইড করব । সবরকম সহযোগিতা করব । আর ক্লাবকে ট্রফি দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে মাঠে নামব । তখন কেউ আসতে না চাইলে (‌ঋদ্ধি, অনুষ্টুপকে ইঙ্গিত করে)‌ বাড়ি থেকে টেনে নিয়ে আসব ৷”

Kalighat Cricket Club
পঞ্চমুকুটের স্বপ্নে বিভোর কালীঘাট (ইটিভি ভারত)

একই সুর ঋদ্ধিরও । বাংলার স্টাম্পার-ব্যাটার বলেন, ‘‘দু’বছর আগে ‌বাংলা ছাড়ার সময় কালীঘাট ক্লাবেই খেলেছিলাম । তাই এবার ফিরে কালীঘাট থেকেই শুরু করতে চেয়েছিলাম ।’’ অনুষ্টুপের কথায়, ‘‘যখন কালীঘাটে খেলা শুরু করি, তখনও বাংলা দলে সুযোগ পাইনি । তারপর এখান থেকে অনেক কিছু পেয়েছি । এবার ক্রিকেটের মতো এই ক্লাবকেও কিছু ফিরিয়ে দিতে চাই । যে তরুণরা আগামীতে বাংলার ভবিষ্যৎ, তাঁদের মধ্যে এই ঐতিহ্যটাই ছড়িয়ে দিতে চাই ।’’

মনোজ অবসর নিয়ে বর্তমানে বাংলার ভিশন-এর কোচের দায়িত্বে । ফলে স্বার্থের সংঘাতের প্রশ্নও উঠেছে । যা নিয়ে মনোজের সাফ জবাব, ‘‘কোনও পারিশ্রমিক ছাড়াই এখানে খেলছি । শুধু তরুণদের সাহায্য করব বলে । যদি কেউ কোনওদিন প্রমাণ দিতে পারেন যে আমার কোনও স্বার্থ রয়েছে, সেদিনই ভিশনের দায়িত্ব ছেড়ে দেব ।’’

একবার কলকাতা ক্রিকেটে পঞ্চমুকুট জিতেছিল কালীঘাট । এবার ফের একই ইতিহাসের পুনরাবৃত্তি চায় তারা । সব মিলিয়ে তিন হুজুরের গল্পে কলকাতার ক্লাব ক্রিকেট নতুনভাবে চ্যালেঞ্জ ছুঁড়তে তৈরি হচ্ছে কালীঘাট ।

আরও পড়ুন:

Last Updated : Sep 8, 2024, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.