ETV Bharat / sports

পরের মরশুমে লড়াই কঠিন, চ্যাম্পিয়ন হয়েই আগামী'র লক্ষ্য স্থির মোলিনার - MOLINA ON ISL CUP TRIUMPH

আইএসএলে দ্বি-মুকুট জয়ের পর আগামীর লক্ষ্য স্থির করে দিলেন হোসে মোলিনা ৷ কিন্তু পরের মরশুমে তিনি কি হেডস্যর থাকছেন ?

MBSG ISL CUP TRIUMPH
বাগান ফুটবলারদের ট্রফিতে চুম্বন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Sports Team

Published : April 13, 2025 at 2:13 PM IST

3 Min Read

কলকাতা, 13 এপ্রিল: মধ্যরাতেও গমগমে যুবভারতী ৷ মোহনবাগান সমর্থকরা বাড়ি যাওয়ার কথা ভুলে স্টেডিয়ামেই উৎসবে মাতলেন ৷ এরই মধ্যে দলের সঙ্গে আইএসএল কাপ জয়ের উৎসব সেরে সাংবাদিকদের সামনে সুপার জায়ান্ট কোচ হোসে মোলিনা।

স্বাভাবিকভাবে প্রশ্নবাণ ধেয়ে এল বাগান কোচের দিকে ৷ মাইলফলকের পরে মোলিনা বলেন, “কোচিং জীবনে এটাই আমার সেরা সময় কি না, জানি না। প্রতি দিনই আমি শিখি, কোচ হিসেবে নিজেক উন্নত করে তোলার চেষ্টা করি। আমি আশা করি, ভবিষ্যতে আরও ভালো কোচ হয়ে উঠতে পারব ৷ আরও সাফল্য অর্জন করব। জানি না, আমার কোচিংয়ে এটাই সবচেয়ে দাপুটে দল কি না। আমি হংকংয়ে ছিলাম এক বছর ৷ সেখানে তিনটি ট্রফি জিতেছিলাম । আসলে আমি সব কিছুর মধ্যে তুলনা করি না । তবে আইএসএল শিল্ড ও কাপ জয় অবশ্যই বড় সাফল্য । সে জন্য আমি খুশি । দলের সতীর্থদের সবাইকে সেজন্য ধন্যবাদ ৷"

মোহনবাগান সুপার জায়ান্ট পুরো দলটাই মরশুমে মেশিনের মত দৌড়েছে ৷ একাধিক ভালো ফুটবলারের সমাবেশ ৷ ফলে সাজঘরের পরিবেশ শান্ত রাখাই চ্যালেঞ্জ ৷ কারণ সুখী সাজঘরে সাফল্যের পথ গড়ে দেয় । সাফল্যের রহস্য নিয়ে অকপট সবুজ মেরুন হেডস্যার বলেন, “কোনও রহস্য নেই। যত পারো পরিশ্রম কর এবং সবাই মিলে পরিশ্রম কর। সমর্থক থেকে শুরু করে ক্লাবের ম্যানেজার সবাই যদি পরিশ্রম করে, তা হলে সুফল আসবেই। তা সত্ত্বেও কেউ নিশ্চিত হতে পারে না যে, সে প্রতি ম্যাচে জিততে পারবে । আমরা মরশুম শুরুর আগে কখনও ভাবতে পারিনি যে আমরা কাপ, শিল্ড দুটোই জিতব । আসল কথা হল ফুটবলটা উপভোগ করা । এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ৷"

Molina on ISL Cup triumph
চ্যাম্পিয়ন হয়েই আগামী'র লক্ষ্য স্থির মোলিনার (নিজস্ব চিত্র)

সাফল্যর আলোয় মরশুম শেষ ৷ এবার নতুন মরশুমের প্রত্যাশা। যা আকাশচুম্বী। স্বাভাবিকভাবে দলের পরিমার্জনের প্রশ্ন উঠবেই ৷ তেমনই কোচ হোসে মোলিনা কি থাকছেন ? সেই প্রশ্নও রয়েছে ৷ সবুজ-মেরুন ডাগ-আউটে থাকা নিয়ে মোলিনা বলেন, “শিল্ড জেতার পরেই আমি বলেছিলাম ক্লাবের সঙ্গে আমার এক বছরের চুক্তি রয়েছে । কিন্তু যদি শিল্ড বা কাপ জিতি, তাহলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়তে পারে ৷ এখন আমাকে ম্যানেজমেন্টের সঙ্গে বসতে হবে ৷ তারা যদি আমাকে থেকে যেতে বলে, থাকব। না-চাইলে থাকব না”।

তবে পরের মরশুম যে আরও কঠিন হতে চলেছে, এই নিয়ে তিনি নিশ্চিত । মোলিনা বলেন, “পরের মরশুম আরও কঠিন হবে। পরের মারশুমে আরও ভালো খেলতে হবে আমাদের। আইএসএলে প্রতিটা ম্যাচ কঠিন হয়। আমি যদি এখানে থাকি, তাহলে একই নীতিতে কাজ করব এবং খেলোয়াড়দের একইভাবে প্রশিক্ষণ দেব। সমর্থকদের খুশি করার জন্য তো যা করা দরকার, করতেই হবে ৷"

ডাবল জয়ে ইতিহাসে মোহনবাগান সুপার জায়ান্ট। দল মালিক বলছেন নতুন সাফল্যের শৃঙ্গ জয়ের কথা। নতুন মরশুমের দল গঠনে আরও উন্নত শক্তিশালী দল গঠন পাখির চোখ। এই অবস্থায় মোলিনার আরও একবছর থাকা প্রশ্নে একটাই উত্তর, “আপনি থাকছেন স্যর।"

কলকাতা, 13 এপ্রিল: মধ্যরাতেও গমগমে যুবভারতী ৷ মোহনবাগান সমর্থকরা বাড়ি যাওয়ার কথা ভুলে স্টেডিয়ামেই উৎসবে মাতলেন ৷ এরই মধ্যে দলের সঙ্গে আইএসএল কাপ জয়ের উৎসব সেরে সাংবাদিকদের সামনে সুপার জায়ান্ট কোচ হোসে মোলিনা।

স্বাভাবিকভাবে প্রশ্নবাণ ধেয়ে এল বাগান কোচের দিকে ৷ মাইলফলকের পরে মোলিনা বলেন, “কোচিং জীবনে এটাই আমার সেরা সময় কি না, জানি না। প্রতি দিনই আমি শিখি, কোচ হিসেবে নিজেক উন্নত করে তোলার চেষ্টা করি। আমি আশা করি, ভবিষ্যতে আরও ভালো কোচ হয়ে উঠতে পারব ৷ আরও সাফল্য অর্জন করব। জানি না, আমার কোচিংয়ে এটাই সবচেয়ে দাপুটে দল কি না। আমি হংকংয়ে ছিলাম এক বছর ৷ সেখানে তিনটি ট্রফি জিতেছিলাম । আসলে আমি সব কিছুর মধ্যে তুলনা করি না । তবে আইএসএল শিল্ড ও কাপ জয় অবশ্যই বড় সাফল্য । সে জন্য আমি খুশি । দলের সতীর্থদের সবাইকে সেজন্য ধন্যবাদ ৷"

মোহনবাগান সুপার জায়ান্ট পুরো দলটাই মরশুমে মেশিনের মত দৌড়েছে ৷ একাধিক ভালো ফুটবলারের সমাবেশ ৷ ফলে সাজঘরের পরিবেশ শান্ত রাখাই চ্যালেঞ্জ ৷ কারণ সুখী সাজঘরে সাফল্যের পথ গড়ে দেয় । সাফল্যের রহস্য নিয়ে অকপট সবুজ মেরুন হেডস্যার বলেন, “কোনও রহস্য নেই। যত পারো পরিশ্রম কর এবং সবাই মিলে পরিশ্রম কর। সমর্থক থেকে শুরু করে ক্লাবের ম্যানেজার সবাই যদি পরিশ্রম করে, তা হলে সুফল আসবেই। তা সত্ত্বেও কেউ নিশ্চিত হতে পারে না যে, সে প্রতি ম্যাচে জিততে পারবে । আমরা মরশুম শুরুর আগে কখনও ভাবতে পারিনি যে আমরা কাপ, শিল্ড দুটোই জিতব । আসল কথা হল ফুটবলটা উপভোগ করা । এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ৷"

Molina on ISL Cup triumph
চ্যাম্পিয়ন হয়েই আগামী'র লক্ষ্য স্থির মোলিনার (নিজস্ব চিত্র)

সাফল্যর আলোয় মরশুম শেষ ৷ এবার নতুন মরশুমের প্রত্যাশা। যা আকাশচুম্বী। স্বাভাবিকভাবে দলের পরিমার্জনের প্রশ্ন উঠবেই ৷ তেমনই কোচ হোসে মোলিনা কি থাকছেন ? সেই প্রশ্নও রয়েছে ৷ সবুজ-মেরুন ডাগ-আউটে থাকা নিয়ে মোলিনা বলেন, “শিল্ড জেতার পরেই আমি বলেছিলাম ক্লাবের সঙ্গে আমার এক বছরের চুক্তি রয়েছে । কিন্তু যদি শিল্ড বা কাপ জিতি, তাহলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়তে পারে ৷ এখন আমাকে ম্যানেজমেন্টের সঙ্গে বসতে হবে ৷ তারা যদি আমাকে থেকে যেতে বলে, থাকব। না-চাইলে থাকব না”।

তবে পরের মরশুম যে আরও কঠিন হতে চলেছে, এই নিয়ে তিনি নিশ্চিত । মোলিনা বলেন, “পরের মরশুম আরও কঠিন হবে। পরের মারশুমে আরও ভালো খেলতে হবে আমাদের। আইএসএলে প্রতিটা ম্যাচ কঠিন হয়। আমি যদি এখানে থাকি, তাহলে একই নীতিতে কাজ করব এবং খেলোয়াড়দের একইভাবে প্রশিক্ষণ দেব। সমর্থকদের খুশি করার জন্য তো যা করা দরকার, করতেই হবে ৷"

ডাবল জয়ে ইতিহাসে মোহনবাগান সুপার জায়ান্ট। দল মালিক বলছেন নতুন সাফল্যের শৃঙ্গ জয়ের কথা। নতুন মরশুমের দল গঠনে আরও উন্নত শক্তিশালী দল গঠন পাখির চোখ। এই অবস্থায় মোলিনার আরও একবছর থাকা প্রশ্নে একটাই উত্তর, “আপনি থাকছেন স্যর।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.