ETV Bharat / sports

এর গুরুত্ব অনেক, 100 টেস্ট খেলা নিয়ে মন্তব্য জনি বেয়ারস্টোর

Jonny Bairstow On Playing 100th Test: ধরমশালায় ভারতের বিরুদ্ধে বৃহস্পতিবার সিরিজের পঞ্চম টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড ৷ এই ম্যাচ ইংল্যান্ডের মিডল-অর্ডার ব্যাটার জনি বেয়ারস্টোর একশোতম টেস্ট ৷ যা নিয়ে আবেগপ্রবণ দেখাল ডান হাতি ব্যাটারকে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 7:56 PM IST

ETV BHARAT
ETV BHARAT

ধরমশালা, 5 মার্চ: বৃহস্পতিবার ধর্মশালায় ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে কেরিয়ারের 100 তম টেস্ট খেলতে নামছেন জনি বেয়ারস্টো ৷ যা তাঁর গত কয়েক বছরের ক্রিকেট কেরিয়ারে অনেকবড় প্রাপ্তি বলে উল্লেখ করেছেন ইংল্যান্ডের উইকেট-কিপার ব্যাটার ৷ এর কারণ, কেরিয়ারের অনেকটা সময় তাঁকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে ৷ 34 বছরের বেয়ারস্টো ইংল্যান্ডের 17 নম্বর ক্রিকেটার হিসেবে একশো টেস্টে ম্যাচ খেলবেন ৷ এই পুরো সপ্তাহটা তাঁর জন্য খুবই আবেগ প্রবণ হতে চলেছে বলে জানান বেয়ারস্টো ৷

জনি বেয়ারস্টো বলেন, "এটার গুরুত্ব আমার কাছে অনেক বড় ৷ এটা আমার কাছে একটা আবেগ প্রবণ সপ্তাহ হতে চলেছে ৷" উল্লেখ্য, ছোটবেলাটা খুব একটা সহজ ছিল না জনি বোয়ারস্টোর জন্য ৷ ইংল্যান্ডের প্রয়াত প্রাক্তন উইকেট-কিপার ডেভিড বেয়ারস্টোর ছেলে জনি ৷ তাঁর যখন মাত্র 8 বছর, তখন ডেভিড আত্মঘাতী হয়েছিলেন ৷ সেই সময় জনির মা জ্যানেট পরিবারের হাল ধরেছিলেন ৷ ছেলেকে বড় করা ও পুরো পরিবারের খেয়াল রাখা ৷ সবটাই তিনি একার হাতে করেছিলেন ৷ পরবর্তী সময়ে দু’বার স্তন ক্যান্সারে আক্রান্ত হন জ্যানেট ৷ দু’বারই ক্যান্সারের সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছেন তিনি ৷

উল্লেখ্য, বিশ্বকাপের সময় ধরমশালার মাঠের ঘাস ও আউট ফিল্ড নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল ৷ শক্ত আউটফিল্ডে প্লেয়াররা ডাইভ দিতে ভয় পাচ্ছিলেন বিশ্বকাপের সময় ৷ ইংল্যান্ড অন্যতম দল ছিল, যাঁরা ধর্মশালার মাঠের সমালোচনা করেছিল ৷ কিন্তু, এদিন জনি বেয়ারস্টো ধর্মশালার মাঠ ও মাঠের কর্মীদের প্রশংসা করলেন ৷ তিনি বলেন, "ওয়ান-ডে বিশ্বকাপের সময় মাঠের যা পরিস্থিতি ছিল, সেখান থেকে গ্রাউন্ডসম্যানরা অসাধারণ কাজ করেছেন আউটফিল্ডে ৷ আর পিচ দেখে খুবই ভালো মনে হচ্ছে ৷ পেস বোলাররা এই পিচ থেকে সাহায্য অবশ্যই পাবেন ৷ দু’টো দলই সুবিধা নিতে পারবে পরিবেশের ৷"

আরও পড়ুন:

  1. ব্যর্থ বাবা ইন্দ্রজিথের লড়াই, শার্দূল-কতিয়ানের ব্যাটে রঞ্জি ফাইনালে মুম্বই
  2. প্রাক্তন নাইট তারকার হাতেই নেতৃত্বের ব্যাটন তুলে দিল সানরাইজার্স
  3. প্রথমশ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করে রঞ্জির সূচি নিয়ে বোর্ডকে দুষলেন শার্দূল

ধরমশালা, 5 মার্চ: বৃহস্পতিবার ধর্মশালায় ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে কেরিয়ারের 100 তম টেস্ট খেলতে নামছেন জনি বেয়ারস্টো ৷ যা তাঁর গত কয়েক বছরের ক্রিকেট কেরিয়ারে অনেকবড় প্রাপ্তি বলে উল্লেখ করেছেন ইংল্যান্ডের উইকেট-কিপার ব্যাটার ৷ এর কারণ, কেরিয়ারের অনেকটা সময় তাঁকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে ৷ 34 বছরের বেয়ারস্টো ইংল্যান্ডের 17 নম্বর ক্রিকেটার হিসেবে একশো টেস্টে ম্যাচ খেলবেন ৷ এই পুরো সপ্তাহটা তাঁর জন্য খুবই আবেগ প্রবণ হতে চলেছে বলে জানান বেয়ারস্টো ৷

জনি বেয়ারস্টো বলেন, "এটার গুরুত্ব আমার কাছে অনেক বড় ৷ এটা আমার কাছে একটা আবেগ প্রবণ সপ্তাহ হতে চলেছে ৷" উল্লেখ্য, ছোটবেলাটা খুব একটা সহজ ছিল না জনি বোয়ারস্টোর জন্য ৷ ইংল্যান্ডের প্রয়াত প্রাক্তন উইকেট-কিপার ডেভিড বেয়ারস্টোর ছেলে জনি ৷ তাঁর যখন মাত্র 8 বছর, তখন ডেভিড আত্মঘাতী হয়েছিলেন ৷ সেই সময় জনির মা জ্যানেট পরিবারের হাল ধরেছিলেন ৷ ছেলেকে বড় করা ও পুরো পরিবারের খেয়াল রাখা ৷ সবটাই তিনি একার হাতে করেছিলেন ৷ পরবর্তী সময়ে দু’বার স্তন ক্যান্সারে আক্রান্ত হন জ্যানেট ৷ দু’বারই ক্যান্সারের সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছেন তিনি ৷

উল্লেখ্য, বিশ্বকাপের সময় ধরমশালার মাঠের ঘাস ও আউট ফিল্ড নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল ৷ শক্ত আউটফিল্ডে প্লেয়াররা ডাইভ দিতে ভয় পাচ্ছিলেন বিশ্বকাপের সময় ৷ ইংল্যান্ড অন্যতম দল ছিল, যাঁরা ধর্মশালার মাঠের সমালোচনা করেছিল ৷ কিন্তু, এদিন জনি বেয়ারস্টো ধর্মশালার মাঠ ও মাঠের কর্মীদের প্রশংসা করলেন ৷ তিনি বলেন, "ওয়ান-ডে বিশ্বকাপের সময় মাঠের যা পরিস্থিতি ছিল, সেখান থেকে গ্রাউন্ডসম্যানরা অসাধারণ কাজ করেছেন আউটফিল্ডে ৷ আর পিচ দেখে খুবই ভালো মনে হচ্ছে ৷ পেস বোলাররা এই পিচ থেকে সাহায্য অবশ্যই পাবেন ৷ দু’টো দলই সুবিধা নিতে পারবে পরিবেশের ৷"

আরও পড়ুন:

  1. ব্যর্থ বাবা ইন্দ্রজিথের লড়াই, শার্দূল-কতিয়ানের ব্যাটে রঞ্জি ফাইনালে মুম্বই
  2. প্রাক্তন নাইট তারকার হাতেই নেতৃত্বের ব্যাটন তুলে দিল সানরাইজার্স
  3. প্রথমশ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করে রঞ্জির সূচি নিয়ে বোর্ডকে দুষলেন শার্দূল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.