কলকাতা, 22 জুলাই: সের্গেই সাম্পের কি ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি। দলবদলের বাজারে স্প্যানিশ এই ফুটবলারের নাম জোরালোভাবে ঘোরাফেরা করছে। যদিও ইস্টবেঙ্গলের তরফে কোনও শব্দ ব্যয় করা হয়নি। শুধু বলা হচ্ছে নির্দিষ্ট সময়ে সামনে আসবে ষষ্ঠ বিদেশি।
এদিকে, শুক্রবারই ইস্টবেঙ্গল মাঠে বরণ করে নেওয়া হয়েছিল জিকসন সিংকে। তার আটচল্লিশ ঘণ্টার মধ্যেই রবিবার রাতে শহরে পা দিলেন গত বছরের আইএসএলে সোনার বুট জয়ী ফুটবলার দিমিত্রিয়স দিয়ামানতাকোস। বৃষ্টির মধ্যে বিমানবন্দরে উপস্থিত শ’য়ে শ’য়ে লাল-হলুদ সমর্থক তাঁকে স্বাগত জানান। তাঁদের ‘দিমি দিমি’ ধ্বনিতে গর্জে উঠেছিল কলকাতা বিমানবন্দর। মধ্যরাতে সমর্থকদের এই উন্মাদনায় আপ্লুত গ্রীসের স্ট্রাইকারও।
প্রসঙ্গত দু’বছরের জন্য ইস্টবেঙ্গলে চুক্তিবদ্ধ হয়েছেন দিয়ামানতাকোস। আইএসএলে কেরল ব্লাস্টার্স এফসিতে যোগ দেন ২০২২ সালে। গত মরসুমে ১৩টি গোল করে সবচেয়ে বেশি গোলদাতার সম্মানও অর্জন করেন। রবিবার ইস্টবেঙ্গলের সিনিয়র দলের অনুশীলন হয়নি। এ দিনই গ্রিক স্ট্রাইকারের মেডিকেল পরীক্ষা হয়।
চলতি মরসুমে মাধি তালাল, ডেভিড লালহানসাঙ্গা, জিকসন, প্রভাত লাকরা সহ দিয়ামানতাকোসকে-সই করিয়ে ইতিমধ্যে শক্তিশালী দল গঠন করেছে ইস্টবেঙ্গল। আইএসএলের পাশাপাশি চলতি বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি পর্বও খেলবে লাল-হলুদ। এ দিকে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে রেলওয়ে এফসির বিরুদ্ধে সোমবার ইস্টবেঙ্গলের খেলার কথা থাকলেও তা হবে আগামী বুধবার।
এদিকে, পাঁচ ম্যাচে 18 গোলের দৌলতে কলকাতা লিগে কামাল দেখাচ্ছে ইস্টবেঙ্গল । পুলিশ এসি-কে হাফ-ডজন গোলে উড়িয়ে কলকাতা লিগ-পয়েন্টের তালিকায় শার্ষে রয়েছে লাল-হলুদ বাহিনী । কাস্টমসের বিরুদ্ধে গোলশূন্য ম্যাচ শেষ হওয়ার পর দলের ক্লান্তির অজুহাত দিয়েছিলেন কোচ বিনো জর্জ । তবে ডার্বির জয়ের 72 ঘণ্টার ব্যবধানে ম্যাচ খেলল ইস্টবেঙ্গল ।