ETV Bharat / sports

শুরুতেই 286 সানরাইজার্সের, আইপিএলের প্রথম শতরান হাঁকালেন 'অবাধ্য' ঈশান - IPL 2025

2025 আইপিএলে প্রথম শতরান করলেন মুম্বই থেকে হায়দরাবাদে আসা ঈশান কিষাণ ৷ আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান তুলল সানরাইজার্স ৷

ISHAN KISHAN
চলতি আইপিএলের প্রথম শতরান ঈশানের (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : March 23, 2025 at 5:59 PM IST

2 Min Read

হায়দরাবাদ, 23 মার্চ: অল্পের জন্য ট্রফি ছোঁয়া না-হলেও গত মরশুমে সানরাইজার্সের দুর্ধর্ষ ব্যাটিং ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে ৷ কেবল গত সংস্করণেই তিন-তিনবার আড়াইশোর গণ্ডি পার করেছিল নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি ৷ যার মধ্যে ছিল আইপিএলের ইতিহাসে সর্বাধিক 287 রানের স্কোর ৷ গতবছর যেখানে শেষ করেছিল, 2025 আইপিএলে সেখান থেকেই শুরু করল সানরাইজার্স হায়দরাবাদ ৷ চলতি আইপিএলের প্রথম ম্য়াচে টুর্নামেন্ট ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক রান করল তাঁরা ৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রবিবার ডাবল-হেডারের প্রথম ম্য়াচে অরেঞ্জ ব্রিগেড তুলল ছয় উইকেটে 286 রান ৷ যা টুর্নামেন্টের সর্বাধিক স্কোরের থেকে এক রান কম ৷

সৌজন্যে অবশ্যই ঈশান কিষাণের দুরন্ত শতরান ৷ 45 বলে চলতি আইপিএলের প্রথম শতরানটি পূর্ণ করলেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া 'অবাধ্য' ক্রিকেটার ৷ শেষ পর্যন্ত 47 বলে 106 রানে অপরাজিত থাকলেন হায়দরাবাদের সওয়া 11 কোটির ক্রিকেটার ৷ মারলেন 11টি চার ও ছ'টি ছক্কা ৷ ঈশানের এই শতরান আইপিএলের ইতিহাসে অষ্টম দ্রুততম ৷

হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে হোম টিমকে এদিন ব্য়াট করতে পাঠান রাজস্থানের স্ট্যান্ড-ইন অধিনায়ক রিয়ান পরাগ ৷ মারমুখী মেজাজে শুরু করেন দুই ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা ৷ অভিষেক 24 রানে ফিরলেও হেডের ব্য়াট থেকে আসে 31 বলে বিধ্বংসী 67 রানের ইনিংস ৷ অজি ব্য়াটার মারেন ন'টি চার, তিনটি ছয় ৷ দ্বিতীয় উইকেটে ঈশান কিষাণের সঙ্গে জুটিতে 85 রান করেন হেড ৷ পরবর্তীতে অজি ব্যাটারকে তুষার দেশপাণ্ডে ফেরালেও ঈশানের মারমুখী ব্য়াটিংয়ের কোনও উত্তর ছিল না রয়্যালসের কাছে ৷

নীতীশ রেড্ডির 15 বলে 30 রান এবং হেনরিক ক্লাসেনের 14 বলে 34 রান দ্বিতীয় সর্বাধিক রানে পৌঁছতে সাহায্য করে হায়দরাবাদকে ৷ রয়্য়ালস বোলারদের মধ্যে সবচেয়ে খারাপ পারফরম্য়ান্স জোফ্রা আর্চারের ৷ আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি 76 রান এদিন চার ওভারে খরচ করলেন ইংরেজ বোলার ৷ শেষ পর্যন্ত 20 ওভারে ছয় উইকেটে 286 রান তোল এসআরএইচ ৷ আইপিএলে প্রথম পাঁচ সর্বাধিক স্কোরের মধ্যে চারটিই এখন তাঁদের দখলে ৷ উল্লেখ্য, গতবছর রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে 287 রান তুলেছিল হায়দরাবাদ ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 23 মার্চ: অল্পের জন্য ট্রফি ছোঁয়া না-হলেও গত মরশুমে সানরাইজার্সের দুর্ধর্ষ ব্যাটিং ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে ৷ কেবল গত সংস্করণেই তিন-তিনবার আড়াইশোর গণ্ডি পার করেছিল নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি ৷ যার মধ্যে ছিল আইপিএলের ইতিহাসে সর্বাধিক 287 রানের স্কোর ৷ গতবছর যেখানে শেষ করেছিল, 2025 আইপিএলে সেখান থেকেই শুরু করল সানরাইজার্স হায়দরাবাদ ৷ চলতি আইপিএলের প্রথম ম্য়াচে টুর্নামেন্ট ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক রান করল তাঁরা ৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রবিবার ডাবল-হেডারের প্রথম ম্য়াচে অরেঞ্জ ব্রিগেড তুলল ছয় উইকেটে 286 রান ৷ যা টুর্নামেন্টের সর্বাধিক স্কোরের থেকে এক রান কম ৷

সৌজন্যে অবশ্যই ঈশান কিষাণের দুরন্ত শতরান ৷ 45 বলে চলতি আইপিএলের প্রথম শতরানটি পূর্ণ করলেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া 'অবাধ্য' ক্রিকেটার ৷ শেষ পর্যন্ত 47 বলে 106 রানে অপরাজিত থাকলেন হায়দরাবাদের সওয়া 11 কোটির ক্রিকেটার ৷ মারলেন 11টি চার ও ছ'টি ছক্কা ৷ ঈশানের এই শতরান আইপিএলের ইতিহাসে অষ্টম দ্রুততম ৷

হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে হোম টিমকে এদিন ব্য়াট করতে পাঠান রাজস্থানের স্ট্যান্ড-ইন অধিনায়ক রিয়ান পরাগ ৷ মারমুখী মেজাজে শুরু করেন দুই ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা ৷ অভিষেক 24 রানে ফিরলেও হেডের ব্য়াট থেকে আসে 31 বলে বিধ্বংসী 67 রানের ইনিংস ৷ অজি ব্য়াটার মারেন ন'টি চার, তিনটি ছয় ৷ দ্বিতীয় উইকেটে ঈশান কিষাণের সঙ্গে জুটিতে 85 রান করেন হেড ৷ পরবর্তীতে অজি ব্যাটারকে তুষার দেশপাণ্ডে ফেরালেও ঈশানের মারমুখী ব্য়াটিংয়ের কোনও উত্তর ছিল না রয়্যালসের কাছে ৷

নীতীশ রেড্ডির 15 বলে 30 রান এবং হেনরিক ক্লাসেনের 14 বলে 34 রান দ্বিতীয় সর্বাধিক রানে পৌঁছতে সাহায্য করে হায়দরাবাদকে ৷ রয়্য়ালস বোলারদের মধ্যে সবচেয়ে খারাপ পারফরম্য়ান্স জোফ্রা আর্চারের ৷ আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি 76 রান এদিন চার ওভারে খরচ করলেন ইংরেজ বোলার ৷ শেষ পর্যন্ত 20 ওভারে ছয় উইকেটে 286 রান তোল এসআরএইচ ৷ আইপিএলে প্রথম পাঁচ সর্বাধিক স্কোরের মধ্যে চারটিই এখন তাঁদের দখলে ৷ উল্লেখ্য, গতবছর রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে 287 রান তুলেছিল হায়দরাবাদ ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.