চেন্নাই, 11 এপ্রিল: দিন বদলের হাওয়া চেন্নাই সুপার কিংসে । কনুইয়ের চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড় ৷ সিএসকে নেতৃত্বের ব্যাটন ফের মহেন্দ্র সিং ধোনির হাতে । এই ব্যাটন বদলের কয়েক ঘণ্টা আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, নেতা ধোনি অনেক বেশি ভয়ঙ্কর । 43 বছর বয়সেও মাঠ পার করার জোর ধোনির কব্জিতে রয়েছে ৷
26 মে 2024 । দিনটা কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা কখনও কি ভুলতে পারবেন ? মনে হয় না । চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে সেই রাতে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে দিয়ে তিন নম্বর আইপিএল খেতাব জিতে নেয় কেকেআর। খেতাব জয়ের মাঠে আজ নেতা ধোনির সামনে নাইটরা।

মাঝের সময়ে অনেক কিছু বদলেছে । নাইটদের সেই চ্যাম্পিয়ন দলটাও বদলেছে । শ্রেয়স আইয়ারের পরিবর্তে আজিঙ্ক রাহানে এখন কেকেআর-এর নেতা । তাঁর নেতৃত্বে দল হিসেবে এখনও গুছিয়ে উঠতে পারেনি নাইটরা। চলতি আইপিএলেই তার প্রমাণ মিলেছে বারবার । সঙ্গে রয়েছে পিচ নিয়ে তুলকালাম বিতর্ক, নাইট শিবিরও খুব একটা স্বস্তিতে নেই । চেন্নাই ম্যাচে জয়ের লক্ষ্যে প্রথম একাদশে একটি পরিবর্তন করতে চলেছে কেকেআর। চিপকের মন্থর, স্পিন-সহায়ক বাইশ গজে স্পেন্সার জনসনের বদলে মইন আলিকে দেখা যেতে পারে।
মহেন্দ্র সিং ধোনি এমন একটা সময়ে ফের দলের দায়িত্ব নিয়েছেন, যখন পাঁচ ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নয় নম্বরে দাঁড়িয়ে হাঁসফাঁস অবস্থা সিএসকে-র । মাহির স্পর্শে ছবিটা কি বদলে যাবে ? চেন্নাই কি জয়ের সরণিতে ফিরবে ? কেকেআর অধিনায়ক রাহানে ও নাইট সংসারের ইংরেজ অলরাউন্ডার মইন আলি দীর্ঘসময় চেন্নাইয়ের হয়ে খেলেছেন। নাইটদের বর্তমান মেন্টর ডোয়েন ব্র্যাভো একসময় ধোনির দলের 'নিউক্লিয়াস' ছিলেন। ফলে তিনিও অধিনায়ক ধোনি ও সিএসকের সম্পর্কে অনেক কিছু জানেন। একই সঙ্গে বিলক্ষণ জানেন, কুড়ি-বিশের ক্রিকেটে মাহির মস্তিষ্ক কতটা ক্ষুরধার। তাছাড়া ক্যাপ্টেন কুলের সিদ্ধান্ত, তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে শুরু করে 43 বছর বয়সেও ছক্কা হাঁকানোর স্কিল নাইট সংসারে 'অশনি সংকেত' হয়ে দেখা দিতেই পারে ।

বৃহস্পতিবার চিপকে প্র্যাকটিসের সময় কোচ স্টিফেন ফ্লেমিং সিএসকের নেতৃত্ব বদলের কথা ঘোষণা করেন। আর তারপর থেকে আজকের ম্যাচ কার্যত হয়ে দাঁড়িয়েছে কেকেআর বনাম মাহি । ফিনিশার ধোনি কি শেষ হয়ে গিয়েছেন ? চলতি আইপিএলে বারবার উঠেছে প্রশ্নটা। ব্যাটিং-অর্ডারে তাঁকে শেষ দিকে নামানো নিয়েও উঠেছে প্রশ্ন ৷
ঘরের মাঠে সম্প্রতি টানা দু'টি ম্যাচ হেরেছে সিএসকে । আজ কেকেআরের বিরুদ্ধে হার মানে, ঘরের মাঠে পরাজয়ের হ্যাটট্রিক হবে ধোনিদের। অধিনায়ক মাহি অবশ্য দলের পারফরমেন্সের এমন বেহাল দশা নিয়ে ওয়াকিবহাল। আজ চিপকে কেকেআর বনাম সিএসকে ম্যাচের আরও একটি দিক রয়েছে । স্পিন বনাম স্পিন। চেন্নাইয়ের ছেলে বরুণ চক্রবর্তীর রহস্য স্পিন যদি নাইটদের 'তুরুপের তাস' হয়। তাহলে চেন্নাইয়ের অভিজ্ঞ তথা ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিনের অফস্পিন ও ক্যারম বলের চ্যালেঞ্জও থাকবে নাইট ব্যাটারদের জন্য।
কেকেআর সংসারে ওপেনার সুনীল নারিন ও কুইন্টন ডি'ককের ধারাবাহিকতার অভাব ও আন্দ্রে রাসেলের চূড়ান্ত অফ ফর্ম যেমন নাইটদের দুশ্চিন্তা। তেমনই সিএসকে শিবিরেও রয়েছে ব্যাটিং নিয়ে উদ্বেগ। রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ের জুটি এখনও জমেনি। রাহুল ত্রিপাঠী (প্রাক্তন নাইট) তিন নম্বরে এখনও পর্যন্ত চূড়ান্ত ব্যর্থ । শিবম দুবের ব্যাটেও রান নেই । ফলে চাপ বাড়ছে রবীন্দ্র জাদেজা ও ধোনির উপর। নেতৃত্বে ফিরে মাহি কীভাবে চাপ সামলে নাইটদের জন্য দুঃস্বপ্নের রাত উপহার দিতে পারেন, না নাইটরা চেন্নাইতে জয়ের রাস্তা খুঁজে পান, সেটাই এখন দেখার।
একনজরে দেখে নেওয়া যাক:
কেকেআর বনাম সিএসকে
মোট ম্যাচ 30
সিএসকের জয় পেয়েছে 19টি ম্যাচে
কেকেআরের জিতেছে 10টি ম্যাচ
একটি ম্যাচের ফয়সালা হয়নি
2024 সালে চ্যাম্পিয়ান হলেও চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ হেরেছিল কেকেআর ৷