বুসান, 21 ফেব্রুয়ারি: বুধবার দক্ষিণ কোরিয়ার বুসানে আয়োজিত বিশ্ব টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপে ইতালিকে দাপটের সঙ্গে হারাল ভারতীয় মহিলা দল ৷ 3-0 ব্যবধান জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন মণিকা বাত্রা, ঐহিকা মুখোপাধ্যায়রা ৷ ইতালির বিরুদ্ধে এদিন রাউন্ড 32-তে শুরু থেকেই দাপট দেখায় ভারতের মেয়েরা ৷
এদিন প্রথম ম্যাচে বিশ্ব ব়্যাংকিংয়ে 49 নম্বরে থাকা শ্রীজা আকুলা নিকোলেট স্টেফানোভাকে স্ট্রেট গেমে হারিয়েছেন ৷ শ্রীজা 12-10, 11-6, 11-7 স্ট্রেট গেমে প্রথম ম্যাচটি জেতেন ৷ মাত্র 20 মিনিটে তিনি ভারতকে 1-0 লিড এনে দেন ৷ দ্বিতীয় ম্যাচে ইতালির জর্জিয়া পিক্কোলিনকে স্ট্রেট গেমে হারান সিনিয়র প্যাডলার তথা বিশ্ব ব়্যাংকিংয়ে 36 নম্বরে থাকা মণিকা বাত্রা ৷ তিনি 12-10, 11-6, 11-5 স্ট্রেট গেমে ম্যাচ জেতেন ৷ শ্রীজার থেকে 3 মিনিট বেশি অর্থাৎ, 23 মিনিটে দ্বিতীয় ম্যাচ জিতে ভারতকে 2-0 লিড দেন মণিকা ৷
উল্লেখ্য, গত অলিম্পিকসে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মণিকা বাত্রাকে সাসপেন্ড করেছিল ভারতীয় টিটি অ্যাসোসিয়েশন ৷ সাসপেনশন ওঠার পর, এটাই মণিকার প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল ৷ সেখানে তিনি দেখিয়ে দিলেন, কেন তিনি ভারতের অন্যতম সেরা প্যাডলার ৷ রাউন্ড 32-র তৃতীয় ম্যাচে বাংলার ঐহিকা মুখোপাধ্যায়ের প্রতিপক্ষ ছিলেন ইতালির মোনফারদিনি ৷ যিনি তৃতীয় গেমটি 13-15 স্কোরে জেতেন ৷ আজকের ম্যাচের দীর্ঘতম রাউন্ড ছিল সেটি ৷ তবে, ঐহিকা প্রথম রাউন্ডে 15-13 পয়েন্টে জিতেছে ৷ তবে, দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ প্যাডলারকে বিশেষ কোনও সুযোগ দেননি ৷ তৃতীয় ম্যাচটি 15-13, 11-9, 13-15, 11-8 গেমে জিতে ভারতের রাউন্ড-16 এ কোয়ালিফাই নিশ্চিত করেন ঐহিকা ৷
বুধবারই ভারতীয় মহিলা দল বিশ্ব টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার খেলতে নামবে ৷ যেখানে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের চতুর্থ বাছাই চিনা-তাইপেই ৷ এই রাউন্ডে জিতলেই 2024 প্যারিস অলিম্পিকসের যোগ্যতা অর্জন করে নেবে ৷
আরও পড়ুন: