কলকাতা, 24 মার্চ: খাতায়-কলমে প্রতিপক্ষ বাংলাদেশের থেকে যোজন এগিয়ে ভারত। 'শেষের কবিতা'র শহরে তাই ভারতীয় দল দাদাগিরি করবে, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই ৷ তবুও মঙ্গলে ভারত বনাম বাংলাদেশ ফুটবল ম্যাচে অঘোষিত যুদ্ধের আবহ ৷ কারণ, সাম্প্রতিক অতীতের রাজনৈতিক পরিস্থিতি এবং দু'দেশের কূটনৈতিক সম্পর্ক। আগামিকাল শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে 2027 এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে 'মেন ইন ব্লু'। মলদ্বীপের বিরুদ্ধে প্রীতি ম্যাচে অনায়াস জয় মানোলো মার্কুয়েজের ছেলেদের আত্মবিশ্বাসী করে তুলেছে ৷
ম্যাচের দু'দিন আগে থেকে ভারতীয় দল মিডিয়ার দৃষ্টি এড়িয়ে অনুশীলন সারছে। ইপিএল তারকা হামজা চৌধুরী সমৃদ্ধ বাংলাদেশকে বোকা বানাতে নীল-নকশায় কোনও খামতি রাখতে চান না মার্কুয়েজ। ফিটনেস ট্রেনিং, সিচ্যুয়েশন এবং সেটপিস অনুশীলনে জোর দেওয়া হয়েছে। অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে পাশে নিয়ে ভারতের কোচ বললেন, "আমরা একটা শক্তিশালী ও সংগঠিত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে যাচ্ছি। বাংলাদেশ গত কয়েকবছরে উন্নতি করেছে এবং ওরা আমাদের কঠিন লড়াই ছুঁড়ে দিতে পারে। তবে আমরাও আত্মবিশ্বাসী ও প্রস্তুত।"
সন্দেশ ঝিঙ্গান প্রতিপক্ষ বাংলাদেশ সম্পর্কে সচেতন। সমীহ তাঁর গলাতেও। তিনি বলেন, "বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ সবসময়ই উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। আমরা আমাদের কৌশল ঠিক করে রেখেছি এবং কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই। সমর্থকদের জন্য আমরা সেরা পারফরম্যান্স উপহার দিতে প্রস্তুত।"
It’s time for the #AsianCup2027 Qualifiers! 🏆
— Indian Football Team (@IndianFootball) March 24, 2025
Catch 🇮🇳🆚🇧🇩 LIVE only on @JioHotstar & @StarSportsIndia 3
🕖 19:00 IST
🗓️ March 25#INDBAN #ACQ2027 #BlueTigers 🐯 #IndianFootball ⚽️ pic.twitter.com/4XDsOniv4q
সুনীল ছেত্রীর প্রত্যাবর্তনে ভারতীয় সাজঘরের আবহাওয়া বদলে গিয়েছে। সুনীলের উপস্থিতি যে দলের প্রেরণা তা মলদ্বীপ ম্যাচের পারফরম্যান্সে প্রমাণিত। সুনীল নিজেও প্রত্যাবর্তনেই গোল পেয়েছেন। কোচ মার্কুয়েজের অনুরোধে সুনীল অবসর ভেঙেছেন। স্প্যানিশ কোচ আরও একবার সুনীলের হয়ে ব্যাট ধরে বললেন, "সুনীল ছেত্রীর অভিজ্ঞতা এবং নেতৃত্বগুণ আমাদের দলের অমূল্য সম্পদ। তাঁর প্রত্যাবর্তন দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে এবং তরুণদের অনুপ্রাণিত করবে। আমরা ওর থেকে গুরুত্বপূর্ণ মুহূর্তে দারুণ কিছু আশা করছি।"
তবে আগামিকালের ম্য়াচে শিলংয়ের আবহাওয়া ফ্যাক্টর হতে পারে। শিলংয়ের ঠাণ্ডা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ফুটবলারদের জন্য কিছুটা চ্যালেঞ্জের। এই স্টেডিয়ামে প্রথমবারের জন্য ভারতের সিনিয়র দলের আন্তর্জাতিক ম্যাচের আয়োজন হচ্ছে। 15,100 দর্শক খেলা দেখতে পারেন একসঙ্গে ৷ কোচের পাশে বসে সন্দেশ ঝিঙ্গান জানান, শিলংয়ের আবহাওয়ার জন্য তাঁরা বিশেষ প্রস্তুতি নিয়েছেন ৷ বাংলাদেশের কাছেও শিলংয়ের আবহাওয়া নতুন অভিজ্ঞতা হতে পারে। সবমিলিয়ে প্রস্তুতিতে কোনও ফাঁক না-রেখেই হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া সমৃদ্ধ বাংলাদেশ হার্ডল পেরোতে প্রস্তুত মানোলোর ভারত।