ETV Bharat / sports

বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল, এক্ষেত্রে কোন দল ফাইনালে যাবে ? - T20 World Cup 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 3:10 PM IST

IND vs ENG: গায়ানায় আজ রাত আটটায় দ্বিতীয় সেমিফাইনালে নামছে ভারত ও ইংল্যান্ড ৷ বৃ্ষ্টি সেই ম্যাচ ভেস্তে দিতে পারে বলে আশঙ্কা রয়েছে ৷ তবে এই ম্যাচের জন্য কোনও রিজার্ভ-ডে রাখেনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। যদি বৃ্ষ্টি কাঁটা হয়, তাহলে ভারত পৌঁছবে টি20 বিশ্বকাপের মহারণে ৷

IND vs ENG
ভারত ও ইংল্যান্ড (এক্স হ্যান্ডেল)

গায়ানা, 27 জুন: ত্রিনিদাদে টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ-ডে রেখেছিল আইসিসি। কিন্তু গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালের কোনও রিজার্ভ-ডে রাখেনি। এর কারণ হিসাবে তুলে ধরা হচ্ছে ম্যাচের সময়সূচি। ইতিমধ্যেই বৃহস্পতিবার প্রথম সেমিতে আফগানিস্তানকে 9 উইকেটে হারিয়ে দক্ষিণ আফ্রিকা ফাইনালের টিকিট পেয়েছে ৷ গায়ানায় আজ রাত 8টায় ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ভেস্তে যাতে পারে বৃ্ষ্টিতে ৷ সেক্ষেত্রে সুপার এইটে গ্রুপ ওয়ানে শীর্যস্থানে শেষ করায় ফাইনালের টিকিট পেয়ে যাবে রোহিত অ্যান্ড কোং ৷

গত 10 বছরে টি-20 বিশ্বকাপের ফাইনালে ওঠেনি ভারত ৷ টিম ইন্ডিয়া শেষবার টি-20 বিশ্বকাপের ফাইনালের ওঠেছিল 2014 ৷ তবে, সেবার শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছিল 'মেন ইন ব্লু' ৷ এ পর্যন্ত টি-20 বিশ্বকাপ ভারত-ইংল্যান্ড মুখোমুখি হয়েছে চারবার ৷ দুই দলই দু'বার করে জিতেছে ৷ 2007 প্রথম টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডকে 18 রানে হারিয়েছিল ৷ তারপর 2009 বিশ্বকাপে ভারতকে 3 রানে হারায় ইংল্যান্ড ৷ তারপর 2012 বিশ্বকালে ইংরেজদের 90 রানে পর্যুদস্ত করে টিম ইন্ডিয়া ৷ তবে গত বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হারতে হয় ভারতকে ৷

  • সেমিফাইনাল ম্যাচের আবহাওয়ার পূর্বাভাস-

গায়ানায় এখনও পর্যন্ত টি-20 বিশ্বকাপে প্রাথমিক গ্রুপ পর্বের যে পাঁচটি ম্যাচের আয়োজন হয়েছিল তাতে বৃষ্টি বাধ সাধেনি ৷ স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল থেকে টানা 12 ঘণ্টা বৃষ্টি হয়েছে গায়ানায়। বৃহস্পতিবার প্রভিডেন্স স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ড ম্যাচ। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের এই ম্যাচ হবে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ, খেলা চলাকালীন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দিন ধরেই গায়ানায় বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে 60 শতাংশের কাছাকাছি ৷

  • বৃষ্টি হলে নিয়ম কী বলছে?

ইংল্যান্ড এবং ভারতের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনও রিজার্ভ-ডে রাখেনি আইসিসি ৷ যদিও নির্ধারিত দিন অর্থাৎ বৃহস্পতিবার (আজ রাত আটটা) ম্যাচটি শেষ করার জন্য অতিরিক্ত 250 মিনিট রয়েছে অর্থাৎ 4 ঘণ্টারও বেশি সময় বরাদ্দ করেছে আইসিসি ৷ যদি খারাপ আবহাওয়া, ভেজা মাঠ কিংবা বৃষ্টির কারণে খেলাটি সম্পূর্ণ করা না-যায়, তাহলে ভারত তাদের সুপার এইটে গ্রুপ ওয়ানের শীর্ষে থাকার কারণে এগিয়ে যাবে। সেক্ষেত্রে শনিবার টি-20 বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত৷

নিরাশ করলেন রশিদরা, সেমির গেরো কাটিয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গায়ানা, 27 জুন: ত্রিনিদাদে টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ-ডে রেখেছিল আইসিসি। কিন্তু গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালের কোনও রিজার্ভ-ডে রাখেনি। এর কারণ হিসাবে তুলে ধরা হচ্ছে ম্যাচের সময়সূচি। ইতিমধ্যেই বৃহস্পতিবার প্রথম সেমিতে আফগানিস্তানকে 9 উইকেটে হারিয়ে দক্ষিণ আফ্রিকা ফাইনালের টিকিট পেয়েছে ৷ গায়ানায় আজ রাত 8টায় ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ভেস্তে যাতে পারে বৃ্ষ্টিতে ৷ সেক্ষেত্রে সুপার এইটে গ্রুপ ওয়ানে শীর্যস্থানে শেষ করায় ফাইনালের টিকিট পেয়ে যাবে রোহিত অ্যান্ড কোং ৷

গত 10 বছরে টি-20 বিশ্বকাপের ফাইনালে ওঠেনি ভারত ৷ টিম ইন্ডিয়া শেষবার টি-20 বিশ্বকাপের ফাইনালের ওঠেছিল 2014 ৷ তবে, সেবার শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছিল 'মেন ইন ব্লু' ৷ এ পর্যন্ত টি-20 বিশ্বকাপ ভারত-ইংল্যান্ড মুখোমুখি হয়েছে চারবার ৷ দুই দলই দু'বার করে জিতেছে ৷ 2007 প্রথম টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডকে 18 রানে হারিয়েছিল ৷ তারপর 2009 বিশ্বকাপে ভারতকে 3 রানে হারায় ইংল্যান্ড ৷ তারপর 2012 বিশ্বকালে ইংরেজদের 90 রানে পর্যুদস্ত করে টিম ইন্ডিয়া ৷ তবে গত বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হারতে হয় ভারতকে ৷

  • সেমিফাইনাল ম্যাচের আবহাওয়ার পূর্বাভাস-

গায়ানায় এখনও পর্যন্ত টি-20 বিশ্বকাপে প্রাথমিক গ্রুপ পর্বের যে পাঁচটি ম্যাচের আয়োজন হয়েছিল তাতে বৃষ্টি বাধ সাধেনি ৷ স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল থেকে টানা 12 ঘণ্টা বৃষ্টি হয়েছে গায়ানায়। বৃহস্পতিবার প্রভিডেন্স স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ড ম্যাচ। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের এই ম্যাচ হবে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ, খেলা চলাকালীন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দিন ধরেই গায়ানায় বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে 60 শতাংশের কাছাকাছি ৷

  • বৃষ্টি হলে নিয়ম কী বলছে?

ইংল্যান্ড এবং ভারতের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনও রিজার্ভ-ডে রাখেনি আইসিসি ৷ যদিও নির্ধারিত দিন অর্থাৎ বৃহস্পতিবার (আজ রাত আটটা) ম্যাচটি শেষ করার জন্য অতিরিক্ত 250 মিনিট রয়েছে অর্থাৎ 4 ঘণ্টারও বেশি সময় বরাদ্দ করেছে আইসিসি ৷ যদি খারাপ আবহাওয়া, ভেজা মাঠ কিংবা বৃষ্টির কারণে খেলাটি সম্পূর্ণ করা না-যায়, তাহলে ভারত তাদের সুপার এইটে গ্রুপ ওয়ানের শীর্ষে থাকার কারণে এগিয়ে যাবে। সেক্ষেত্রে শনিবার টি-20 বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত৷

নিরাশ করলেন রশিদরা, সেমির গেরো কাটিয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.