ETV Bharat / sports

আহত গিল ! পারথ টেস্টে যোগ দিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন পুজারা

বুড়ো আঙুলে চিড় ধরেছে শুভমন গিলের ৷ তারমধ্যেই সমর্থকদের জন্য সুখবর, পারথ টেস্টে অংশ নিতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন চেতেশ্বর পুজারা ৷

Cheteshwar Pujara
অস্ট্রেলিয়া যাচ্ছেন পুজারা (গেটি ইমেজেস)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 19, 2024, 3:20 PM IST

Updated : Nov 19, 2024, 3:46 PM IST

পার্থ, 19 নভেম্বর: সরফরাজ খান, বিরাট কোহলি ও কেএল রাহুলের পর শুভমন গিল ৷ চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়া সফরে গিয়ে চোটের কবলে পড়েছেন গিল ৷ বিসিসিআই সূত্র বলছে, অবস্থা এমনই যে সম্ভবত প্রথম টেস্টে নেই তিনি ৷ দ্বিতীয় সন্তান হওয়ায় পারথে রোহিত শর্মাকেও সম্ভবত পাচ্ছে না ভারত ৷ ফলে ক্রমশ কঠিন হচ্ছে টিম ইন্ডিয়ায় কাজটা ৷

নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে অজি সফরে অবিশ্বাস্য কাজ করতে হবে ভারতকে ৷ তার আগেই একের পর এক চোট-আঘাতে ক্রমশ গৌতম গম্ভীরের কপালে ভাঁজ দীর্ঘতর হচ্ছে ৷ বুড়ো আঙুলে চিড় ধরেছে শুভমন গিলের ৷ যা অবস্থা তাতে, দ্বিতীয় টেস্টের আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম ৷ তারমাঝেই এবার ভক্তদের জন্য সুখবর ৷ একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, পারথ টেস্টে অংশ নিতে এবার অস্ট্রেলিয়ায় যাচ্ছেন চেতেশ্বর পুজারা ৷

টেস্ট কেরিয়ারে অজিদের বিরুদ্ধে পুজারার ব্যাটে এসেছে 2074 রান ৷ 2013 হায়দরাবাদ টেস্টে 204 রানের ইনিংস খেলেছিলেন ৷ যদিও অজি সফরে ভারতীয় দলে নেই তিনি ৷ এবার তাঁকে দেখা যাবে সম্পূর্ণ নতুন ভূমিকায় ৷ সম্প্রচারকারী চ্যানেলের হয়ে ধারাভাষ্য দিতে ক্যাঙারুর দেশে গিয়েছেন ভারতের অন্যতম সেরা টেস্ট ব্যাটার ৷ হিন্দিতে ধারাভাষ্য দিতে দেখা যাবে তাঁকে ৷

বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজের সূচি

প্রথম টেস্ট: 22-26 নভেম্বর, পারথ

দ্বিতীয় টেস্ট: 6-10 ডিসেম্বর, অ্যাডিলেড গ্রাউন্ড

তৃতীয় টেস্ট: 14-18 ডিসেম্বর, ব্রিসবেন গ্রাউন্ড

চতুর্থ টেস্ট: 26-30 ডিসেম্বর, মেলবোর্ন

পঞ্চম টেস্ট: 3-7 জানুয়ারি, সিডনি

আরও পড়ুন

পার্থ, 19 নভেম্বর: সরফরাজ খান, বিরাট কোহলি ও কেএল রাহুলের পর শুভমন গিল ৷ চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়া সফরে গিয়ে চোটের কবলে পড়েছেন গিল ৷ বিসিসিআই সূত্র বলছে, অবস্থা এমনই যে সম্ভবত প্রথম টেস্টে নেই তিনি ৷ দ্বিতীয় সন্তান হওয়ায় পারথে রোহিত শর্মাকেও সম্ভবত পাচ্ছে না ভারত ৷ ফলে ক্রমশ কঠিন হচ্ছে টিম ইন্ডিয়ায় কাজটা ৷

নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে অজি সফরে অবিশ্বাস্য কাজ করতে হবে ভারতকে ৷ তার আগেই একের পর এক চোট-আঘাতে ক্রমশ গৌতম গম্ভীরের কপালে ভাঁজ দীর্ঘতর হচ্ছে ৷ বুড়ো আঙুলে চিড় ধরেছে শুভমন গিলের ৷ যা অবস্থা তাতে, দ্বিতীয় টেস্টের আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম ৷ তারমাঝেই এবার ভক্তদের জন্য সুখবর ৷ একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, পারথ টেস্টে অংশ নিতে এবার অস্ট্রেলিয়ায় যাচ্ছেন চেতেশ্বর পুজারা ৷

টেস্ট কেরিয়ারে অজিদের বিরুদ্ধে পুজারার ব্যাটে এসেছে 2074 রান ৷ 2013 হায়দরাবাদ টেস্টে 204 রানের ইনিংস খেলেছিলেন ৷ যদিও অজি সফরে ভারতীয় দলে নেই তিনি ৷ এবার তাঁকে দেখা যাবে সম্পূর্ণ নতুন ভূমিকায় ৷ সম্প্রচারকারী চ্যানেলের হয়ে ধারাভাষ্য দিতে ক্যাঙারুর দেশে গিয়েছেন ভারতের অন্যতম সেরা টেস্ট ব্যাটার ৷ হিন্দিতে ধারাভাষ্য দিতে দেখা যাবে তাঁকে ৷

বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজের সূচি

প্রথম টেস্ট: 22-26 নভেম্বর, পারথ

দ্বিতীয় টেস্ট: 6-10 ডিসেম্বর, অ্যাডিলেড গ্রাউন্ড

তৃতীয় টেস্ট: 14-18 ডিসেম্বর, ব্রিসবেন গ্রাউন্ড

চতুর্থ টেস্ট: 26-30 ডিসেম্বর, মেলবোর্ন

পঞ্চম টেস্ট: 3-7 জানুয়ারি, সিডনি

আরও পড়ুন

Last Updated : Nov 19, 2024, 3:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.