ETV Bharat / sports

'এটাই ভারতীয় ফুটবলের আসল ছবি', বাংলাদেশের বিরুদ্ধে ড্র'য়ে বিস্ফোরক মানোলো - MANOLO MARQUEZ

বাংলাদেশের বিরুদ্ধে ড্র'য়ে অখুশি ভারতীয় দলের কোচ ৷ ম্য়াচের পর কী বললেন তিনি ?

MANOLO MARQUEZ
মানোলো মার্কুয়েজ (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : March 26, 2025 at 7:03 PM IST

2 Min Read

শিলং, 26 মার্চ: ফিফা ব়্যাংকিংয়ে প্রায় 60 ধাপ পিছনে বাংলাদেশ ৷ 2027 সৌদি আরবে অনুষ্ঠিত হতে চলা এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয়ের চূড়ান্ত পর্বের শুরুতে সেই বাংলাদেশের বিরুদ্ধেই হোঁচট ৷ ঘটা করে সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে ফিরিয়ে এনেছেন কোচ মানোলো মার্কুয়েজ ৷ অথচ মঙ্গলবার ম্য়াচে গোলের খাতা খুলতেই ব্যর্থ ভারতীয় দল ৷ ফলত বাংলাদেশের বিরুদ্ধে ড্র'য়ের পর কোচ হিসেবে মানোলোর বিচক্ষণতা নিয়ে অনুরাগীমহলে যেমন প্রশ্ন উঠছে, তেমনই ড্র করে ক্ষুব্ধ ভারতের কোচ স্বয়ং ৷ ম্যাচের পর স্প্য়ানিশ কোচ জানালেন, এটাই ভারতীয় ফুটবলের আসল ছবি ৷

গোলশূন্য ড্র'য়ের পর মঙ্গলবার ভারতের কোচ বলেন, "আমরা রক্ষণটাও আজ ঠিক করে সামলাতে পারিনি ৷ আমি ভীষণই ক্ষুব্ধ এবং হতাশ ৷ তবে প্রথম ম্য়াচের পর সব দলই একই মেরুতে, তাই শূন্য থেকে শুরু করার সুযোগ রয়েছে ৷" তাঁর সংযোজন, "এই খারাপ পারফরম্যান্সের কোনও ব্য়াখ্য়া আমার কাছে নেই ৷ বাঁ-দিকে লিস্টন একটু সপ্রতিভ ছিল, কিন্তু তা যথেষ্ট নয় ৷ হয়তো এটাই ভারতীয় ফুটবলের আসল ছবি ৷"

দিনকয়েক আগে মলদ্বীপকে প্রীতি ম্য়াচে 3-0 গোলে হারিয়েছিল ভারতীয় দল ৷ স্বাভাবিকভাবেই এশিয়ান কাপ কোয়ালিফায়ারে দলকে নিয়ে প্রত্য়াশা জন্মেছিল অনুরাগীদের ৷ কিন্তু এদিন নিরাশ করেন ব্র্যান্ডন ফার্নান্ডেজ, মনবীর সিং, লালিয়ানজুয়ালা ছাংতেহীন 'মেন ইন ব্লু' ৷ হতাশ মানোলোর কথায়, "আপনারা যদি আমাকে প্রশ্ন করেন তাহলে বলব আজ বোধহয় আমি জীবনের সবচেয়ে কঠিন সাংবাদিক সম্মেলনে বসে আছি ৷ আমার মাথায় এই মুহূর্তে যে সব কথাগুলো ঘুরছে সেগুলো বলতে চাই না ৷ আমরা একটা খারাপ ম্য়াচ খেলেছি, এটুকু বলতে পারি ৷ দ্বিতীয়ার্ধে আমরা চেষ্টা করেছি কিন্তু তা যথেষ্ট ছিল না ৷"

জুনে যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে ভারতীয় দল ৷ তারপর অক্টোবরে খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে ৷ হোম-অ্য়াওয়ে ভিত্তিতে ছ'ম্য়াচ পর গ্রুপের শীর্ষস্থানীয় দল পৌঁছে যাবে এশিয়ান কাপের মূলপর্বে ৷ ভারত কি পারবে ? মঙ্গলবারের পারফরম্য়ান্স তুলে দিল অনেক প্রশ্ন ৷ সিঙ্গাপুর বনাম হংকংয়ের মধ্যে গ্রুপের অন্য ম্য়াচও এদিন গোলশূন্য ড্র হয় ৷

আরও পড়ুন:

শিলং, 26 মার্চ: ফিফা ব়্যাংকিংয়ে প্রায় 60 ধাপ পিছনে বাংলাদেশ ৷ 2027 সৌদি আরবে অনুষ্ঠিত হতে চলা এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয়ের চূড়ান্ত পর্বের শুরুতে সেই বাংলাদেশের বিরুদ্ধেই হোঁচট ৷ ঘটা করে সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে ফিরিয়ে এনেছেন কোচ মানোলো মার্কুয়েজ ৷ অথচ মঙ্গলবার ম্য়াচে গোলের খাতা খুলতেই ব্যর্থ ভারতীয় দল ৷ ফলত বাংলাদেশের বিরুদ্ধে ড্র'য়ের পর কোচ হিসেবে মানোলোর বিচক্ষণতা নিয়ে অনুরাগীমহলে যেমন প্রশ্ন উঠছে, তেমনই ড্র করে ক্ষুব্ধ ভারতের কোচ স্বয়ং ৷ ম্যাচের পর স্প্য়ানিশ কোচ জানালেন, এটাই ভারতীয় ফুটবলের আসল ছবি ৷

গোলশূন্য ড্র'য়ের পর মঙ্গলবার ভারতের কোচ বলেন, "আমরা রক্ষণটাও আজ ঠিক করে সামলাতে পারিনি ৷ আমি ভীষণই ক্ষুব্ধ এবং হতাশ ৷ তবে প্রথম ম্য়াচের পর সব দলই একই মেরুতে, তাই শূন্য থেকে শুরু করার সুযোগ রয়েছে ৷" তাঁর সংযোজন, "এই খারাপ পারফরম্যান্সের কোনও ব্য়াখ্য়া আমার কাছে নেই ৷ বাঁ-দিকে লিস্টন একটু সপ্রতিভ ছিল, কিন্তু তা যথেষ্ট নয় ৷ হয়তো এটাই ভারতীয় ফুটবলের আসল ছবি ৷"

দিনকয়েক আগে মলদ্বীপকে প্রীতি ম্য়াচে 3-0 গোলে হারিয়েছিল ভারতীয় দল ৷ স্বাভাবিকভাবেই এশিয়ান কাপ কোয়ালিফায়ারে দলকে নিয়ে প্রত্য়াশা জন্মেছিল অনুরাগীদের ৷ কিন্তু এদিন নিরাশ করেন ব্র্যান্ডন ফার্নান্ডেজ, মনবীর সিং, লালিয়ানজুয়ালা ছাংতেহীন 'মেন ইন ব্লু' ৷ হতাশ মানোলোর কথায়, "আপনারা যদি আমাকে প্রশ্ন করেন তাহলে বলব আজ বোধহয় আমি জীবনের সবচেয়ে কঠিন সাংবাদিক সম্মেলনে বসে আছি ৷ আমার মাথায় এই মুহূর্তে যে সব কথাগুলো ঘুরছে সেগুলো বলতে চাই না ৷ আমরা একটা খারাপ ম্য়াচ খেলেছি, এটুকু বলতে পারি ৷ দ্বিতীয়ার্ধে আমরা চেষ্টা করেছি কিন্তু তা যথেষ্ট ছিল না ৷"

জুনে যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে ভারতীয় দল ৷ তারপর অক্টোবরে খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে ৷ হোম-অ্য়াওয়ে ভিত্তিতে ছ'ম্য়াচ পর গ্রুপের শীর্ষস্থানীয় দল পৌঁছে যাবে এশিয়ান কাপের মূলপর্বে ৷ ভারত কি পারবে ? মঙ্গলবারের পারফরম্য়ান্স তুলে দিল অনেক প্রশ্ন ৷ সিঙ্গাপুর বনাম হংকংয়ের মধ্যে গ্রুপের অন্য ম্য়াচও এদিন গোলশূন্য ড্র হয় ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.