ETV Bharat / sports

অশ্বিনের হাফ-ডজন, বাংলাদেশকে দুরমুশ করে সিরিজে এগোল ভারত - INDIA VS BANGLADESH TEST

INDIA BEAT BANGLADESH: চিপক টেস্টে 280 রানে বাংলাদেশকে দুরমুশ করল ভারত ৷ বাংলাদেশের বিরুদ্ধে রানের নিরিখে ভারতের সর্বাধিক ব্য়বধানে জয় এটাই ৷ প্রথম ইনিংস শতরানের পর দ্বিতীয় ইনিংসে 6 উইকেট নিয়ে ম্য়াচের সেরা রবি অশ্বিন ৷

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 22, 2024, 11:52 AM IST

Updated : Sep 22, 2024, 12:10 PM IST

INDIA BEAT BANGLADESH
চেন্নাই টেস্ট জিতল ভারত (AP Photo)

চেন্নাই, 22 সেপ্টেম্বর: ভারত যে ম্য়াচ জিতবে সেটা পরিষ্কারই ছিল ৷ কিন্তু কত তাড়াতাড়ি জিতবে, সেটাই ছিল দেখার ৷ তৃতীয়দিন খারাপ আলোর জন্য সময়ের বেশ কিছুটা আগেই বন্ধ হয়ে গিয়েছিল ম্যাচ ৷ চতুর্থদিন বাংলাদেশের বাকি 6 উইকেট তুলতে ভারত সময় নিল মর্নিং সেশনটুকু ৷ 280 রানে চিপক টেস্টে বাংলাদেশকে দুরমুশ করল ভারত ৷ সেইসঙ্গে দু'ম্য়াচের সিরিজে 1-0 লিড নিল রোহিত শর্মা ব্রিগেড ৷ রবিচন্দ্রন অশ্বিন নিলেন হাফ-ডজন উইকেট ৷ জাদেজার নামের পাশে তিন উইকেট ৷ দুই স্পিনারের ঘূর্ণিতে 515 রান তাড়া করতে নেমে 234 রানে গুটিয়ে গেল বাংলাদেশে ৷

মন্দ আলোর জন্য শনিবার খেলা যখন বন্ধ হয়, বাংলাদেশের রান তখন 4 উইকেটে 158 ৷ ক্রিজে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ছিলেন অভিজ্ঞ শাকিব আল হাসান ৷ ভারতের মাথাব্যথার সামান্য যদি কোনও কারণ ছিল, তাহলে এই জুটিটা ৷ কিন্তু দানা বাঁধেনি সেই জুটি ৷ শাকিবকে 25 রানে ফেরান অশ্বিন ৷ যেটুকু চেষ্টা করেছিলেন শান্ত ৷ কিন্তু টেল-এন্ডারদের কেউ সঙ্গ না-দিতে পারায় ব্য়র্থ হয় বাংলাদেশ অধিনায়কের লড়াই ৷

চতুর্থদিন সকালে রীতি মেনে স্পিনের আঁতুড়ঘরে পরিণত হওয়া চিপকে একে একে উইকেট তুলতে থাকেন অশ্বিন-জাদেজা জুটি ৷ 82 রানে অশ্বিনেরই শিকার হন শান্ত ৷ জাদেজা তুলে নেন লিটন দাস (1) ও হাসান মাহমুদকে (7) ৷ সবমিলিয়ে 62.1 ওভারে 234 রানেই গুটিয়ে যায় সফরকারী দল ৷ এই জয় রানের নিরিখে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সর্বাধিক ব্যবধানে জয় ৷

অলরাউন্ড পারফরম্যান্সে চতুর্থদিন চিপকে শেন ওয়ার্নের নজির ছুঁলেন অশ্বিন ৷ অজি কিংবদন্তিকে স্পর্শ করে লাল বলের ক্রিকেটে 37 বার পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন দক্ষিণী অলরাউন্ডার ৷ প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসে 6 উইকেট নিয়ে ম্যাচের সেরা নিঃসন্দেহে তিনিই ৷

চেন্নাই, 22 সেপ্টেম্বর: ভারত যে ম্য়াচ জিতবে সেটা পরিষ্কারই ছিল ৷ কিন্তু কত তাড়াতাড়ি জিতবে, সেটাই ছিল দেখার ৷ তৃতীয়দিন খারাপ আলোর জন্য সময়ের বেশ কিছুটা আগেই বন্ধ হয়ে গিয়েছিল ম্যাচ ৷ চতুর্থদিন বাংলাদেশের বাকি 6 উইকেট তুলতে ভারত সময় নিল মর্নিং সেশনটুকু ৷ 280 রানে চিপক টেস্টে বাংলাদেশকে দুরমুশ করল ভারত ৷ সেইসঙ্গে দু'ম্য়াচের সিরিজে 1-0 লিড নিল রোহিত শর্মা ব্রিগেড ৷ রবিচন্দ্রন অশ্বিন নিলেন হাফ-ডজন উইকেট ৷ জাদেজার নামের পাশে তিন উইকেট ৷ দুই স্পিনারের ঘূর্ণিতে 515 রান তাড়া করতে নেমে 234 রানে গুটিয়ে গেল বাংলাদেশে ৷

মন্দ আলোর জন্য শনিবার খেলা যখন বন্ধ হয়, বাংলাদেশের রান তখন 4 উইকেটে 158 ৷ ক্রিজে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ছিলেন অভিজ্ঞ শাকিব আল হাসান ৷ ভারতের মাথাব্যথার সামান্য যদি কোনও কারণ ছিল, তাহলে এই জুটিটা ৷ কিন্তু দানা বাঁধেনি সেই জুটি ৷ শাকিবকে 25 রানে ফেরান অশ্বিন ৷ যেটুকু চেষ্টা করেছিলেন শান্ত ৷ কিন্তু টেল-এন্ডারদের কেউ সঙ্গ না-দিতে পারায় ব্য়র্থ হয় বাংলাদেশ অধিনায়কের লড়াই ৷

চতুর্থদিন সকালে রীতি মেনে স্পিনের আঁতুড়ঘরে পরিণত হওয়া চিপকে একে একে উইকেট তুলতে থাকেন অশ্বিন-জাদেজা জুটি ৷ 82 রানে অশ্বিনেরই শিকার হন শান্ত ৷ জাদেজা তুলে নেন লিটন দাস (1) ও হাসান মাহমুদকে (7) ৷ সবমিলিয়ে 62.1 ওভারে 234 রানেই গুটিয়ে যায় সফরকারী দল ৷ এই জয় রানের নিরিখে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সর্বাধিক ব্যবধানে জয় ৷

অলরাউন্ড পারফরম্যান্সে চতুর্থদিন চিপকে শেন ওয়ার্নের নজির ছুঁলেন অশ্বিন ৷ অজি কিংবদন্তিকে স্পর্শ করে লাল বলের ক্রিকেটে 37 বার পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন দক্ষিণী অলরাউন্ডার ৷ প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসে 6 উইকেট নিয়ে ম্যাচের সেরা নিঃসন্দেহে তিনিই ৷

Last Updated : Sep 22, 2024, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.