ETV Bharat / sports

'পদকজয়ীর মতই সম্মানিত হবেন ফোগত', হরিয়ানা সরকারের ঘোষণাকে সাধুবাদ মহাবীরের - PARIS OLYMPICS 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 8, 2024, 3:06 PM IST

HARYANA GOVT ON VINESH PHOGAT: বীরের সম্মান দেওয়া হবে ভিনেশ ফোগতকে ৷ একজন রৌপ্যপদকজয়ী অ্যাথলিট যা যা পেয়ে থাকেন, সব পাবেন ভিনেশ ফোগত ৷ ঘোষণা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি ৷

HARYANA GOVT ON VINESH PHOGAT
ভিনেশকে নিয়ে ঘোষণা হরিয়ানার সরকারের (AP Photo)

চণ্ডীগড়, 8 অগস্ট: পদক জিতলে যে আড়ম্বর নিয়ে সম্মান জানানো হত, এক্ষেত্রেও তেমনই বীরের সংবর্ধনা দেওয়া ভিনেশ ফোগতকে ৷ বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি ৷ একজন রুপোজয়ী অ্যাথলিটকে সরকার যে সকল পুরস্কারে পুরস্কৃত করে থাকে, ভিনেশের ক্ষেত্রেও ঠিক তাই হবে বলে জানান সে রাজ্যের মুখ্যমন্ত্রী ৷

বৃহস্পতিবার সকালে এক টুইটে নায়েব সাইনি লেখেন, "হরিয়ানার সাহসী কন্যা ভিনেশ ফোগত দারুণ পারফর্ম করে অলিম্পিক্স ফাইনালে পৌঁছেছিল ৷ কোনও কারণবশত তাঁর ফাইনালে খেলা হয়নি বটে কিন্তু ও আমাদের সকলের কাছে চ্যাম্পিয়ন ৷" মুখ্যমন্ত্রী টুইটে যোগ করেন, "আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে একজন পদকজয়ীর মতই সম্মান জানানো হবে তাঁকে ৷ যে সকল সম্মান, পুরস্কার এবং সুবিধার ব্যবস্থা হরিয়ানা সরকারের তরফে একজন পদকজয়ীকে দেওয়া হয়, ভিনেশের ক্ষেত্রেও তাই করা হবে ৷"

মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি ভিনেশের কাকা মহাবীর সিং ফোগত ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে আমার পূর্ণ সমর্থন রয়েছে ৷ আমি হরিয়ানা সরকারকে ধন্যবাদ জানাই, ভিনেশ যে একজন রুপোজয়ী সেটা তাঁদের বোধগম্য হওয়ায় ৷ সরকারের এই পদক্ষেপ আগামীর অ্যাথলিটদের অনুপ্রেরণা জোগাবে ৷" একইসঙ্গে মহাবীর ফোগত জানিয়ে দেন, ভিনেশের ঘটনায় থেমে যাবেন না; বরং যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ পরিবারের আগামী প্রজন্মকে অলিম্পিক্সের জন্য প্রস্তুত করে যাবেন ৷

বুধবারের ঘটনার পর ইতিমধ্যেই কুস্তিকে বিদায় জানিয়েছেন ভিনেশ ফোগত ৷ এক্স হ্যান্ডলে এদিন সকালে হরিয়ানার পালোয়ান লেখেন, "মা, কুস্তি জিতে গিয়েছে, আমি হেরে গিয়েছি ৷ আমায় ক্ষমা করে দিও ৷ তোমার স্বপ্ন, আমার সাহস সব ভেঙেচুরে গিয়েছে ৷ আর শক্তি নেই আমার ৷ কুস্তিকে বিদায় 2001-2024 ৷ আমি সকলের কাছে ঋণী, ক্ষমাপ্রার্থী ৷"

চণ্ডীগড়, 8 অগস্ট: পদক জিতলে যে আড়ম্বর নিয়ে সম্মান জানানো হত, এক্ষেত্রেও তেমনই বীরের সংবর্ধনা দেওয়া ভিনেশ ফোগতকে ৷ বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি ৷ একজন রুপোজয়ী অ্যাথলিটকে সরকার যে সকল পুরস্কারে পুরস্কৃত করে থাকে, ভিনেশের ক্ষেত্রেও ঠিক তাই হবে বলে জানান সে রাজ্যের মুখ্যমন্ত্রী ৷

বৃহস্পতিবার সকালে এক টুইটে নায়েব সাইনি লেখেন, "হরিয়ানার সাহসী কন্যা ভিনেশ ফোগত দারুণ পারফর্ম করে অলিম্পিক্স ফাইনালে পৌঁছেছিল ৷ কোনও কারণবশত তাঁর ফাইনালে খেলা হয়নি বটে কিন্তু ও আমাদের সকলের কাছে চ্যাম্পিয়ন ৷" মুখ্যমন্ত্রী টুইটে যোগ করেন, "আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে একজন পদকজয়ীর মতই সম্মান জানানো হবে তাঁকে ৷ যে সকল সম্মান, পুরস্কার এবং সুবিধার ব্যবস্থা হরিয়ানা সরকারের তরফে একজন পদকজয়ীকে দেওয়া হয়, ভিনেশের ক্ষেত্রেও তাই করা হবে ৷"

মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি ভিনেশের কাকা মহাবীর সিং ফোগত ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে আমার পূর্ণ সমর্থন রয়েছে ৷ আমি হরিয়ানা সরকারকে ধন্যবাদ জানাই, ভিনেশ যে একজন রুপোজয়ী সেটা তাঁদের বোধগম্য হওয়ায় ৷ সরকারের এই পদক্ষেপ আগামীর অ্যাথলিটদের অনুপ্রেরণা জোগাবে ৷" একইসঙ্গে মহাবীর ফোগত জানিয়ে দেন, ভিনেশের ঘটনায় থেমে যাবেন না; বরং যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ পরিবারের আগামী প্রজন্মকে অলিম্পিক্সের জন্য প্রস্তুত করে যাবেন ৷

বুধবারের ঘটনার পর ইতিমধ্যেই কুস্তিকে বিদায় জানিয়েছেন ভিনেশ ফোগত ৷ এক্স হ্যান্ডলে এদিন সকালে হরিয়ানার পালোয়ান লেখেন, "মা, কুস্তি জিতে গিয়েছে, আমি হেরে গিয়েছি ৷ আমায় ক্ষমা করে দিও ৷ তোমার স্বপ্ন, আমার সাহস সব ভেঙেচুরে গিয়েছে ৷ আর শক্তি নেই আমার ৷ কুস্তিকে বিদায় 2001-2024 ৷ আমি সকলের কাছে ঋণী, ক্ষমাপ্রার্থী ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.