ETV Bharat / sports

সত্যি হল জল্পনা, নাতাশার সঙ্গে বিচ্ছেদ ঘোষণা হার্দিকের - HARDIK PANDYA SEPARATION

Hardik-Natasha Parts Ways: জল্পনা সত্যি করে বৃহস্পতিবার নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের ঘোষণা করলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ৷ চার বছর একসঙ্গে থাকার পর হার্দিক এবং নাতাশা একযোগে সোশাল মিডিয়া পোস্টে জানালেন সবটা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 10:01 PM IST

Updated : Jul 18, 2024, 10:34 PM IST

Hardik-Natasha Divorce
হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচের বিবাহ বিচ্ছেদ (ছবি সৌজন্য়: হার্দিক পান্ডিয়ার এক্স হ্যান্ডেল)

মুম্বই, 18 জুলাই: কয়েকমাস ধরে দু'জনের তলানিতে ঠেকা সম্পর্ক নিয়ে সংবাদ পরিবেশিত হয়েছে বিভিন্ন মাধ্যমে ৷ জল্পনাকে সঙ্গী করেই টি-20 বিশ্বকাপ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছিলেন হার্দিক ৷ বৃহস্পতিবার জল্পনাকে সত্যি করেই নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের ঘোষণা করলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ৷ হার্দিক এবং নাতাশা একযোগে সোশাল মিডিয়া পোস্টে জানালেন, চার বছর ধরে একসঙ্গে থাকার পর দু'জনের সম্মতিতেই হয়েছে সবটা ৷

হার্দিক এদিন ইনস্টাগ্রামে লেখেন, "4 বছর একসঙ্গে থাকার পর নাতাশা এবং আমি সর্বসম্মতিতেই সরে আসার সিদ্ধান্ত নিয়েছি ৷ আমরা নিজেদের সেরাটা একসঙ্গে দিয়েছি এবং সবটা দিয়েছি ৷ তারপরেও আমরা বিশ্বাস করি, এই সিদ্ধান্তটা আমাদের দু'জনের স্বার্থেই সবচেয়ে ভালো সিদ্ধান্ত ৷ নিঃসন্দেহে কঠিন একটা সিদ্ধান্ত ছিল ৷ আনন্দ, পারস্পরিক সম্মান এবং একে অপরের সঙ্গ আমরা চুটিয়ে উপভোগ করেছি ৷ একইসঙ্গে পরিবার হিসেবেই বেড়ে উঠেছি ৷"

এরপর হার্দিক লেখেন, "অগস্ত্যকে পেয়ে আমরা আশীর্বাদধন্য ৷ ওকে ঘিরেই দু'জনের জীবন আবর্তিত হবে ৷ বিচ্ছেদ হলেও ওর খুশির জন্য মা-বাবা হিসেবে আমরা ওকে সবকিছু দিতে প্রস্তুত ৷ কঠিন সময়ে আমরা আপনাদের সমর্থন এবং ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি ৷"

2020 সালে বিয়ে সেরেছিলেন হার্দিক-নাতাশা ৷ কিন্তু জল্পনা দানা বেঁধেছিল বিশ্বকাপ শুরুর আগে ইনস্টাগ্রাম বায়োতে পান্ডিয়া পদবি সরিয়ে নেওয়ার পর থেকে ৷ এমনকী বিয়ের সমস্ত ছবিও সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে সরিয়ে নিয়েছিলেন সার্বিয়ান মডেল-অভিনেত্রী ৷ জল্পনাকে সঙ্গী করেই বিশ্বকাপে গিয়েছিলেন হার্দিক ৷ সহঅধিনায়কত্বের দায়িত্ব দুর্দান্তভাবে সামলে দেশকে বিশ্বসেরা করতে সাহায্য করেছিলেন ৷ কিন্তু বিচ্ছেদ জল্পনা ফিকে হয়নি তাতে ৷ সম্প্রতি ছেলে অগস্ত্যকে নিয়ে নাতাশা দেশ ছাড়ায় আরও তীব্র হয়েছিল জল্পনা ৷ শেষমেশ বৃহস্পতিবার বিচ্ছেদ ঘোষণা করলেন দু'জনে ৷

মুম্বই, 18 জুলাই: কয়েকমাস ধরে দু'জনের তলানিতে ঠেকা সম্পর্ক নিয়ে সংবাদ পরিবেশিত হয়েছে বিভিন্ন মাধ্যমে ৷ জল্পনাকে সঙ্গী করেই টি-20 বিশ্বকাপ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছিলেন হার্দিক ৷ বৃহস্পতিবার জল্পনাকে সত্যি করেই নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের ঘোষণা করলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ৷ হার্দিক এবং নাতাশা একযোগে সোশাল মিডিয়া পোস্টে জানালেন, চার বছর ধরে একসঙ্গে থাকার পর দু'জনের সম্মতিতেই হয়েছে সবটা ৷

হার্দিক এদিন ইনস্টাগ্রামে লেখেন, "4 বছর একসঙ্গে থাকার পর নাতাশা এবং আমি সর্বসম্মতিতেই সরে আসার সিদ্ধান্ত নিয়েছি ৷ আমরা নিজেদের সেরাটা একসঙ্গে দিয়েছি এবং সবটা দিয়েছি ৷ তারপরেও আমরা বিশ্বাস করি, এই সিদ্ধান্তটা আমাদের দু'জনের স্বার্থেই সবচেয়ে ভালো সিদ্ধান্ত ৷ নিঃসন্দেহে কঠিন একটা সিদ্ধান্ত ছিল ৷ আনন্দ, পারস্পরিক সম্মান এবং একে অপরের সঙ্গ আমরা চুটিয়ে উপভোগ করেছি ৷ একইসঙ্গে পরিবার হিসেবেই বেড়ে উঠেছি ৷"

এরপর হার্দিক লেখেন, "অগস্ত্যকে পেয়ে আমরা আশীর্বাদধন্য ৷ ওকে ঘিরেই দু'জনের জীবন আবর্তিত হবে ৷ বিচ্ছেদ হলেও ওর খুশির জন্য মা-বাবা হিসেবে আমরা ওকে সবকিছু দিতে প্রস্তুত ৷ কঠিন সময়ে আমরা আপনাদের সমর্থন এবং ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি ৷"

2020 সালে বিয়ে সেরেছিলেন হার্দিক-নাতাশা ৷ কিন্তু জল্পনা দানা বেঁধেছিল বিশ্বকাপ শুরুর আগে ইনস্টাগ্রাম বায়োতে পান্ডিয়া পদবি সরিয়ে নেওয়ার পর থেকে ৷ এমনকী বিয়ের সমস্ত ছবিও সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে সরিয়ে নিয়েছিলেন সার্বিয়ান মডেল-অভিনেত্রী ৷ জল্পনাকে সঙ্গী করেই বিশ্বকাপে গিয়েছিলেন হার্দিক ৷ সহঅধিনায়কত্বের দায়িত্ব দুর্দান্তভাবে সামলে দেশকে বিশ্বসেরা করতে সাহায্য করেছিলেন ৷ কিন্তু বিচ্ছেদ জল্পনা ফিকে হয়নি তাতে ৷ সম্প্রতি ছেলে অগস্ত্যকে নিয়ে নাতাশা দেশ ছাড়ায় আরও তীব্র হয়েছিল জল্পনা ৷ শেষমেশ বৃহস্পতিবার বিচ্ছেদ ঘোষণা করলেন দু'জনে ৷

Last Updated : Jul 18, 2024, 10:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.