স্টুটগার্ট, 19 জুন: স্কটল্যান্ডের বিরুদ্ধে পাঁচ গোলে জয়ে তাঁর অবদান ছিল একটি ৷ বুধবার হাঙ্গেরির বিরুদ্ধে দ্বিতীয় ম্য়াচেও স্কোরশিটে নাম তুললেন জার্মান ফুটবলের 'ওন্ডার কিড' জামাল মুসিয়ালা ৷ গোল করলেন অধিনায়ক ইকের গুন্দোয়ানও ৷ দুই অর্ধে দু'টি গোলে হাঙ্গেরিকে হারিয়ে ইউরো কাপের নক-আউট পর্বে পৌঁছে গেল জার্মানি ৷
প্রথম ম্যাচে সুইজারল্য়ান্ডের কাছে 1-3 গোলে হারের পর এদিন হাঙ্গেরির সামনে এদিন জার্মান চ্যালেঞ্জ ছিল কার্যত পাহাড় ডিঙানোর সামিল ৷ তবে প্রথম মিনিটেই গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল তারা ৷ ম্যানুয়েল ন্যুয়ের গোল ছেড়ে বেরিয়ে এসে পরিস্থিতি সামাল দেন ৷ প্রথমার্ধে এদিন বেশ কয়েকবার জার্মান দুর্গে অতর্কিতে হানা দিয়ে যায় হাঙ্গেরি ৷ কিন্তু ন্যুয়েরের বিশ্বস্ত দস্তানায় তাঁদের সমস্ত আক্রমণ প্রতিহত হয় ৷ এরইমধ্যে 22 মিনিটে গোল করে জার্মানিকে এগিয়ে দেন মুসিয়ালা ৷
তাঁর বাড়ানো বল ধরে গোলের খুব কাছে পৌঁছে গেলেও গোল করতে ব্যর্থ হন গুন্দোয়ান ৷ জটলার মধ্যে পুনরায় তা তিনি ফিরিয়ে দেন মুসিয়ালাকেই ৷ বিপক্ষ রক্ষণে ভুলের সুযোগ নিয়ে বল জালে রাখেন বায়ার্ন মিউনিখ তারকা ৷ প্রথমার্ধের সংযুক্তি সময়ে ফ্রি-কিক থেকে হাঙ্গেরির একটি গোল অফসাইডের কারণে বাতিল হলে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি ৷
দ্বিতীয়ার্ধজুড়ে অবশ্য একচেটিয়া দাপট জার্মানির ৷ হাঙ্গেরি গোলরক্ষক পিটার গুলাসি তৎপর না-হলে ব্যবধান আরও বাড়ত জার্মানির ৷ 66 মিনিটে জার্মানির দ্বিতীয় গোলের পিছনেও অবদান মুসিয়ালার ৷ বক্সের সামান্য বাইরে বল ধরে বায়ার্ন মিডফিল্ডার তা পাঠান মিটলস্ট্যাডের উদ্দেশে ৷ মিটলস্ট্য়াড বক্সের মধ্যে তা সাজিয়ে দেন গুন্দোয়ানের জন্য ৷ যা থেকে ব্যবধান দ্বিগুণ করতে ভুল করেননি দলের অধিনায়ক ৷ শেষ পর্যন্ত 2-0 জিতেই মাঠ ছাড়ে তিনবারের চ্যাম্পিয়নরা ৷
গ্রুপ 'এ'-র অন্য ম্যাচে স্কটল্যান্ড এবং সুইজারল্যান্ডের মধ্যে ম্যাচটি শেষ হয় 1-1 গোলে ৷ স্কট ম্যাকটোমিনের গোলে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি স্কটিশরা ৷ জারদান শাকিরির গোলে সমতায় ফেরে সুইশরা ৷