কলকাতা, 16 মার্চ: প্রথমবার ফুটবলের মক্কা কলকাতায় অনুষ্ঠিত হতে পারে আইএসএল ফাইনাল ৷ তবে সেক্ষেত্রে গ্রুপ পর্বের মতই ধারাবাহিক হতে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে ৷ কারণ লিগ শিল্ডজয়ীরা ফাইনালে উঠলে তবেই ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে তিলোত্তমায় ৷ শনিবার আইএসএল প্লে-অফের সূচি ঘোষিত হয়েছে ৷ সূচি অনুযায়ী প্লে-অফ শুরু আগামী 29 মার্চ ৷ আইএসএল ফাইনালের দিন ধার্য হয়েছে আগামী 12 এপ্রিল।
ইতিমধ্যে আইএসএলের লিগ পর্যায়ের খেলা শেষ। এবার সুপার সিক্স বা প্লে-অফের মধ্যে দিয়ে দুই ফাইনালিস্ট খুঁজে নেবে দেশের টপ টিয়ার লিগ। মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি এবং মুম্বই সিটি এফসি প্লে-অফে তাঁদের জায়গা নিশ্চিত করেছে। বাগান এবং গোয়া শীর্ষে দু'টি স্থান দখল করায় তাঁরা সরাসরি সেমিতে চলে গিয়েছে ৷ শেষ চারে বাকি দু'টি জায়গা নিশ্চিত করার লক্ষ্যে বেঙ্গালুরু খেলবে মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে এবং নর্থ-ইস্ট ইউনাইটেড খেলবে জামেশেদপুরের বিরুদ্ধে ৷
সিঙ্গল লেগ নক-আউটেই নিশ্চিত হবে সেমির ভাগ্য ৷ এক্ষেত্রে লিগ টেবিলে উপরে থাকার সুবিধা পাবে বেঙ্গালুরু এবং নর্থ-ইস্ট ৷ কারণ তাঁদের ঘরের মাঠে আয়োজিত হবে নকআউট ম্য়াচদু'টি ৷ নর্থ-ইস্ট বনাম জামশেদপুর ম্য়াচের বিজয়ীর সঙ্গে সেমিতে মুখোমুখি হবে মোহনবাগান ৷ বেঙ্গালুরু বনাম মুম্বই ম্য়াচের বিজয়ীর সঙ্গে শেষ চারে খেলবে গোয়া ৷ সেমিফাইনালের ফলাফল অবশ্য নির্ধারিত হবে দু'টি লেগে ৷ 3 এপ্রিল ও 7 এপ্রিল সবুজ-মেরুনের সেমিফাইনালের লড়াই ৷
THE FINAL EPISODE! 🔥🏆
— Indian Super League (@IndSuperLeague) March 15, 2025
The road to glory kick-starts on 29th March, two do-or-die clashes, four Semi-Final battles, and one epic showdown on April 12! 📅
Click on the link to read more: https://t.co/DwYAOYAQ3Z#ISL #LetsFootball #ISLPlayoffs #ISLFinal pic.twitter.com/ldupCQDxuU
একনজরে প্লে-অফের সূচি:
- 29 মার্চ: নকআউট 1– বেঙ্গালুরু এফসি (হোম) বনাম মুম্বই সিটি এফসি
- 30 মার্চ: নকআউট 2– নর্থ-ইস্ট ইউনাইটেড (হোম) বনাম জামশেদপুর এফসি
- 2 এপ্রিল: প্রথম সেমিফাইনাল (প্রথম লেগ)– নকআউট 1-এর বিজয়ী (হোম) বনাম এফসি গোয়া
- 3 এপ্রিল: দ্বিতীয় সেমিফাইনাল (প্রথম লেগ)– নকআউট 2-এর বিজয়ী (হোম) বনাম মোহনবাগান সুপার জায়ান্ট
- 6 এপ্রিল: প্রথম সেমিফাইনাল (দ্বিতীয় লেগ)– এফসি গোয়া (হোম) বনাম নকআউট 1-এর বিজয়ী
- 7 এপ্রিল: দ্বিতীয় সেমিফাইনাল (দ্বিতীয় লেগ)– মোহনবাগান সুপার জায়ান্ট (হোম) বনাম নকআউট 2-এর বিজয়ী
12 এপ্রিল: ফাইনাল