কলকাতা, 7 জুন: ইস্টবেঙ্গলের তিন ক্রিকেটার সূরজ সিন্ধু জয়সওয়াল, ঋত্বিক চট্টোপাধ্যায়, আকাশ ঘটক এবং ভবানীপুরের একমাত্র শাকির হাবিব গান্ধি । বিতর্কিত কলকাতা লিগ ফাইনালের ঝামেলায় দোষী সাব্যস্ত দুই দলের এই চার ক্রিকেটার । আম্পায়ার এবং ম্যাচ রেফারির পাঠানো রিপোর্টের ভিত্তিতে চার ক্রিকেটারকে অভিযুক্ত করা হয়েছে ।
সূত্রের খবর, তাঁরা আচরণবিধির লেভেল-তিন সংক্রান্ত নিয়ম ভেঙেছেন । এতে তিন থেকে ছয় ম্যাচের শাস্তি হয় । তবে শাস্তির সিদ্ধান্ত শনিবার নাও হতে পারে । সিএবির প্রথম ডিভিশন লিগ ফাইনাল ঘটনাবহুল । যা লাঞ্ছিত করেছে ক্রিকেটকে । যুযুধান দুই দল ইস্টবেঙ্গল এবং ভবানীপুর দোষারোপের খেলায় মাতলেও সিএবি প্রেসিডেন্ট তার ক্ষোভপ্রকাশ করেছিলেন । কড়া শাস্তির ইঙ্গিত দিয়েছিলেন । তাই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হলেও কলকাতা লিগ ফাইনাল যেন শেষ হয়েও হইল না শেষ ।
বৃহস্পতিবার শেষ দিনে ইস্টবেঙ্গল ও ভবানীপুর দু'দলের ক্রিকেটারদের মধ্যে হাতাহাতি হয় । দু'দলকেই যুগ্ম জয়ী ঘোষণা করা হয় । আজ শনিবার আয়োজক কমিটির তরফে এক বৈঠক ডাকা হয়েছে সিএবি-তে । সূত্রের খবর, সেখানে হাজির থাকবেন আম্পায়ার্স কমিটি, ট্যুর ফিক্সচার কমিটি এবং অবজার্ভার কমিটির কর্তারা । থাকবেন সিএবি-র পদাধিকারীরা ।
বৃহস্পতিবারই ইডেনে ক্রিকেটীয় সভ্যতার অপমৃত্যুর প্রতিবাদে কঠোর শাস্তির কথা তুলেছিলেন ক্রিকেটপ্রেমীরা । সূত্রের খবর, সেই মতো শনিবার উপরোক্ত তিন কমিটি ছাড়াও আম্পায়ার এবং পরিদর্শকদেরও ডাকা হয়েছে । ইতিমধ্যে রিপোর্ট জমা পড়েছে । আরও বিস্তারিতভাবে জানার জন্যই ডাকা হয়েছে তাঁদের । তবে এই প্রেক্ষাপটে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অনু দত্তর ভূমিকাও আতস কাচের তলায় ।
কারণ অভিযোগ টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পালন করছে ট্যুর ফিক্সচার কমিটি, অবজার্ভারস কমিটি এবং আম্পায়ারস কমিটি । টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান না কি প্রথম দু'দিন শহরের বাইরে ছিলেন । তিনি না থাকাতেই সিএবি প্রেসিডেন্ট এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে দুই দলের ঝামেলা মেটাতে নামতে হয়েছিল । অথচ এই কাজ করার কথা টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের । সমস্যার কারণ খতিয়ে দেখতে রেফারির রিপোর্ট অবশ্যই বড় হাতিয়ার । সেই মিটিং ডাকবে টুর্নামেন্ট কমিটি । যা শনিবার বিকেল পাঁচটায় ডাকা হয়েছে ।