কলকাতা, 24 জুন: ইংল্যান্ড সফরে ভারতীয় দল যখন প্রথম টেস্টে জয়ের জন্য লড়াই করছে, ঠিক তখন ভারতীয় ক্রিকেটে নক্ষত্রপতন । প্রয়াত ধ্রুপদী ক্রিকেটের ধারক দিলীপ দোশি । 77 বছর বয়সে চলে গেলেন এই প্রাক্তন ভারতীয় টেস্ট ক্রিকেটার । মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা না-গেলেও যা খবর তাতে হৃদযন্ত্রের জটিলতার কারণেই মৃত্যু হয়েছে প্রাক্তন বাঁ-হাতি স্পিনারের ।
বহুবছর ধরে বিলেতই ছিল বাংলার হয়ে একদা ঘরোয়া ক্রিকেট খেলা প্রাক্তন ক্রিকেটারের । সম্প্রতি লর্ডসে ডব্লিউটিসি ফাইনালে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ দেখতেও গিয়েছিলেন তিনি । সোমবার লন্ডনেই প্রয়াত হন একশোরও বেশি আন্তর্জাতিক টেস্ট উইকেটের মালিক ।
1979 থেকে 1983 সাল পর্যন্ত তিনি ভারতের হয়ে 33টি টেস্ট ম্যাচের পাশাপাশি 15টি একদিনের ম্যাচ খেলেছেন । প্রয়াত বাঁ-হাতি স্পিনারে ঝুলিতে রয়েছে 114টি টেস্ট এবং 22টি ওডিআই উইকেট । নিয়ন্ত্রণ, নিখুঁত লেংথ এবং ক্লাসিক্যাল বাঁ-হাতি স্পিনে পারদর্শী ছিলেন দোশি । 1979 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল দিলীপ দোশির । বিষেণ সিং বেদী পরবর্তী সময়ে তিনি ছিলেন ধ্রুপদী ঘরানার অন্যতমে স্পিনার। 30 বছর বয়সে আর্ন্তজাতিক ক্রিকেটে অভিষেক হলেও স্বল্প সময়েই বাইশ গজে যথেষ্ট প্রভাব ফেলেছিলেন দোশি ।
The BCCI mourns the sad demise of former India spinner, Dilip Doshi, who has unfortunately passed away in London.
— BCCI (@BCCI) June 23, 2025
May his soul rest in peace 🙏 pic.twitter.com/odvkxV2s9a
বাংলা ছাড়াও সৌরাষ্ট্রের হয়েও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন দোশি । খেলেছেন ওয়ারউইকশায়ার ও নটিংহ্যামশায়ারের হয়েও। টেস্ট তাঁর সেরা বোলিং পারফরম্যান্স ছিল 102 রানে ছয় উইকেট । সেরা ম্যাচ পারফরম্যান্স 103 রানে আট উইকেট। টেস্ট কেরিয়ারে তিনি ছ'বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। ওয়ান-ডে'তেও তিনি ছিলেন একইরকম ধারাবাহিক। 15টি একদিনের ম্যাচে 23.81 গড়ে 22টি উইকেট নিয়েছেন বাঁ-হাতি স্পিনার। সেরা বোলিং 30 রানে চার উইকেট ।
বাংলার হয়ে কেবল প্রতিনিধিত্ব নয়, নেতৃত্বও দিয়েছেন দোশি। 1968 সাল থেকে 1986 সাল পর্যন্ত 238টি প্রথম শ্রেণির ম্যাচে 898টি উইকেট নিয়েছেন দোশি । 2023 সালে ভারতের মাটিতে বিশ্বকাপ চলাকালীন এসেছিলেন কলকাতায় । ইডেনে এসে সিএবি কর্তাদের সঙ্গে দেখা করে যান । সুভদ্র,সুবক্তা ক্রিকেটারের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট ।