ETV Bharat / sports

স্বল্পমেয়াদী কেরিয়ারে চিনিয়েছিলেন জাত, প্রয়াত 17 টেস্ট খেলা প্রাক্তন ইংরেজ পেসার - FORMER ENGLAND PACER DIES

1970-1975 ইংল্যান্ড জার্সিতে 17টি টেস্ট ম্য়াচ এবং 10টি ওডিআই খেলেছিলেন পিটার লিভার ৷ ঘরোয়া ক্রিকেটে 'জায়ান্ট' হিসেবে পরিচিত এই ক্রিকেটারের ঝুলিতে রয়েছে 796 উইকেট ৷

PETER LEVER DIES
পিটার লিভার (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : March 27, 2025 at 9:20 PM IST

2 Min Read

লন্ডন, 27 মার্চ: তখনও হেলমেট আসেনি ক্রিকেটে ৷ 1975 সালে তাঁর বাউন্সারের গুঁতোয় মাটিতে লুটিয়ে পড়েছিলেন নিউজিল্যান্ড ব্যাটার ইওয়েন চ্য়াটফিল্ড ৷ শোনা যায় ক্ষণিকের জন্য চ্যাটফিল্ডের হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল ৷ যমে-মানুষে টানাটানি শেষে দীর্ঘ চিকিৎসার পর স্বাভাবিক অবস্থায় ফিরেছিলেন চ্য়াটফিল্ড ৷ বৃহস্পতিবার প্রয়াত হলেন চ্যাটফিল্ডকে ছোড়া সেই বাউন্সারের মালিক পিটার লিভার ৷ স্বল্পমেয়াদী কেরিয়ারে ইংল্যান্ড জার্সিতে জাত চেনানো ক্রিকেটারের বয়স হয়েছিল 84 বছর ৷

এদিন ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে পিটার লিভারের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয় ৷ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সেদেশের ক্রিকেট বোর্ড জানায়, ইংল্যান্ড ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁর কীর্তি ছাপ রেখে গিয়েছে ৷ যা কখনও মোছার নয় ৷

ডানহাতি জোরে বোলার হলেও পিটার লিভার ব্যাটার হিসেবেও মন্দ ছিলেন না ৷ 1970-1975 ইংল্যান্ড জার্সিতে 17টি টেস্ট ম্য়াচ এবং 10টি ওডিআই খেলেছিলেন ৷ ঘরোয়া ক্রিকেটে 'জায়ান্ট' হিসেবে পরিচিত পিটার লিভারের ঝুলিতে রয়েছে 796 উইকেট ৷ ব্য়াট হাতে করেছেন 3,534 রান ৷ ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেছেন 301টি প্রথম শ্রেণির ম্য়াচ ৷

1970-71 অ্যাশেজ সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর ৷ আত্মপ্রকাশে দলের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন পিটার লিভার ৷ পরবর্তীতে খেলেছিলেন 1974-75 অ্যাশেজেও ৷ সেই সিরিজের ষষ্ঠ টেস্টে তাঁর 38 রানে ছয় উইকেট ইনিংসে জিততে সাহায্য করেছিল দলকে ৷ 1971 সালে ভারতের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচের অষ্টম উইকেটে রে ইলিংওর্থের সঙ্গে তাঁর 168 রানের রেকর্ড বহুদিন অক্ষত ছিল ৷ একই ম্য়াচে প্রথম ইনিংসে পাঁচ উইকেট এসেছিল লিভারের ঝুলিতে ৷ ইংল্যান্ড জার্সিতে 17 ম্যাচে 41টি টেস্ট উইকেট রয়েছে পিটার লিভারের নামের পাশে ৷

প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুতে শোকস্তব্ধ ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাব ৷ শোকবার্তায় তাঁরা লিখেছে, "1960-76 আমাদের হয়ে 301টি প্রথম শ্রেণির ম্য়াচে 796 উইকেট নেওয়ার পর গতবছরই পিটার হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন ৷ ওঁর পরিবার ও পরিজনদের প্রতি আমাদের সমবেদনা রইল ৷"

আরও পড়ুন:

লন্ডন, 27 মার্চ: তখনও হেলমেট আসেনি ক্রিকেটে ৷ 1975 সালে তাঁর বাউন্সারের গুঁতোয় মাটিতে লুটিয়ে পড়েছিলেন নিউজিল্যান্ড ব্যাটার ইওয়েন চ্য়াটফিল্ড ৷ শোনা যায় ক্ষণিকের জন্য চ্যাটফিল্ডের হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল ৷ যমে-মানুষে টানাটানি শেষে দীর্ঘ চিকিৎসার পর স্বাভাবিক অবস্থায় ফিরেছিলেন চ্য়াটফিল্ড ৷ বৃহস্পতিবার প্রয়াত হলেন চ্যাটফিল্ডকে ছোড়া সেই বাউন্সারের মালিক পিটার লিভার ৷ স্বল্পমেয়াদী কেরিয়ারে ইংল্যান্ড জার্সিতে জাত চেনানো ক্রিকেটারের বয়স হয়েছিল 84 বছর ৷

এদিন ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে পিটার লিভারের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয় ৷ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সেদেশের ক্রিকেট বোর্ড জানায়, ইংল্যান্ড ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁর কীর্তি ছাপ রেখে গিয়েছে ৷ যা কখনও মোছার নয় ৷

ডানহাতি জোরে বোলার হলেও পিটার লিভার ব্যাটার হিসেবেও মন্দ ছিলেন না ৷ 1970-1975 ইংল্যান্ড জার্সিতে 17টি টেস্ট ম্য়াচ এবং 10টি ওডিআই খেলেছিলেন ৷ ঘরোয়া ক্রিকেটে 'জায়ান্ট' হিসেবে পরিচিত পিটার লিভারের ঝুলিতে রয়েছে 796 উইকেট ৷ ব্য়াট হাতে করেছেন 3,534 রান ৷ ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেছেন 301টি প্রথম শ্রেণির ম্য়াচ ৷

1970-71 অ্যাশেজ সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর ৷ আত্মপ্রকাশে দলের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন পিটার লিভার ৷ পরবর্তীতে খেলেছিলেন 1974-75 অ্যাশেজেও ৷ সেই সিরিজের ষষ্ঠ টেস্টে তাঁর 38 রানে ছয় উইকেট ইনিংসে জিততে সাহায্য করেছিল দলকে ৷ 1971 সালে ভারতের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচের অষ্টম উইকেটে রে ইলিংওর্থের সঙ্গে তাঁর 168 রানের রেকর্ড বহুদিন অক্ষত ছিল ৷ একই ম্য়াচে প্রথম ইনিংসে পাঁচ উইকেট এসেছিল লিভারের ঝুলিতে ৷ ইংল্যান্ড জার্সিতে 17 ম্যাচে 41টি টেস্ট উইকেট রয়েছে পিটার লিভারের নামের পাশে ৷

প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুতে শোকস্তব্ধ ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাব ৷ শোকবার্তায় তাঁরা লিখেছে, "1960-76 আমাদের হয়ে 301টি প্রথম শ্রেণির ম্য়াচে 796 উইকেট নেওয়ার পর গতবছরই পিটার হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন ৷ ওঁর পরিবার ও পরিজনদের প্রতি আমাদের সমবেদনা রইল ৷"

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.