হায়দরাবাদ, 23 মার্চ: চলতি আইএসএলের প্রথম কয়েকটি ম্যাচে ইস্টবেঙ্গলের ডাগ-আউটে বসার পর দায়িত্ব ছেড়েছিলেন ব্যর্থতার দায় নিয়ে ৷ সেপ্টেম্বরের শেষদিকে লাল-হলুদের দায়িত্ব ছেড়ে ফিরে গিয়েছিলেন দেশে ৷ ছ'মাস পর বিরতি নেওয়ার পর ফের কোচিংয়ে ফিরলেন স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ ক্লাব নয়, এবার ফিলিপিন্স জাতীয় দলের দায়িত্ব এলেন তিনি ৷ সম্প্রতি সোশাল মিডিয়া পোস্টে নিজেই সে কথা জানিয়েছেন কুয়াদ্রাত ৷
তবে হেড কোচ নন ৷ ফিলিপিন্সের সহকারি কোচ নিযুক্ত হলেন অতীতে ভারতের মাটিতে আইএসএল এবং সুপার কাপ জয়ী কোচ ৷ আসন্ন এএফসি এশিয়ান কাপে ফিলিপিন্সকে যোগ্যতা অর্জন করানোর দায়িত্ব কুয়াদ্রাতের কাঁধে ৷ সোশাল মিডিয়া পোস্টে প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ লেখেন, "2027 সালে সৌদি আরবে অনুষ্ঠিত হতে চলা এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের লক্ষ্যে ফিলিপিন্স জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত ৷ আগামী 25 মার্চ মলদ্বীপের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্য়াচের জন্য প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে ৷"
এই প্রথম নয়, অতীতেও একাধিক জাতীয় দলের দায়িত্বে ছিলেন গত মরশুমে 12 বছর পর লাল-হলুদকে সর্বভারতীয় ট্রফি এনে দেওয়া কোচ ৷ সৌদি আরব এবং এল সালভাদোর জাতীয় দলে কোচিংয়ের দায়িত্ব অতীতে সামলেছেন এই স্প্য়ানিশ কোচ ৷ 2014 বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা সৌদি আরবের কন্ডিশনিং কোচ ছিলেন কুয়াদ্রাত ৷ পাশাপাশি এল সালভাদোর জাতীয় দলে তিনি ছিলেন সহকারি কোচ ৷ ফিলিপিন্স জাতীয় দলে এবার কুয়াদ্রাত সহায়তা করবেন হেড কোচ অ্যালবার্ট ক্যাপেলাসকে ৷
2023-24 মরশুমের শুরুতে ইস্টবেঙ্গল কোচ করে এনেছিল বেঙ্গালুরু এফসি'র হয়ে আইএসএল জয়ের অভিজ্ঞতা সম্পন্ন কার্লেস কুয়াদ্রাতকে ৷ প্রথম মরশুমে ইস্টবেঙ্গলকে দেশের টপ-টিয়ার ফুটবল লিগের সুপার সিক্সে পৌঁছে দিতে না-পারলেও সুপার কাপ জিতিয়েছিলেন স্প্যানিশ কোচ ৷ যার ফলে অনেক বছর বাদে চলতি মরশুমে মহাদেশীয় প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছিল লাল-হলুদ ৷ 2023 সালে দলকে ডুরান্ড কাপের ফাইনালেও নিয়ে গিয়েছিলেন তিনি ৷ সেই মরশুমে ডুরান্ডে তাঁর কোচিংয়েই চার বছর পর কলকাতা ডার্বিতে মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল ৷