ETV Bharat / sports

পুলিশের সাবধানবাণীকে বুড়ো আঙুল ! যুবভারতীতে ফুটবল প্রেমীদের 'বিচার চাই' স্লোগান - Football Lovers Protest

Football Supporters Protest near Yuba Bharati: বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হল, ডার্বি হলে স্টেডিয়ামে অশান্তি হতে পারত ৷ রবিবারের বিক্ষোভ জমায়েতেও সেই অশান্তির আশঙ্কা রয়েছে ৷ তাই এলাকায় 163 ধারা জারি করা হয়েছে ৷ তাকে উপেক্ষা করেই শুরু হল 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 18, 2024, 4:35 PM IST

Updated : Aug 18, 2024, 9:33 PM IST

bidhannagar police commissionerate press brief
বিধাননগর পুলিশ কমিশনারেটের সাংবাদিক বৈঠক (ইটিভি)

কলকাতা, 18 অগস্ট: যুবভারতীর সামনে ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকদের প্রতিবাদে অশান্তির ঘটনার ঘটতে পারে, ইনপুটের ভিত্তিতে আশঙ্কা করছে পুলিশ ৷ তাই এলাকায় বিএনএসএসের আওতায় 163 ধারা জারি করা হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানালেন বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকার ৷ তাঁর এই সতর্কবাণী সত্ত্বেও যুবভারতীর সামনে জড়ো হলেন লাল-হলুদ ও সবুজ-মেরুনের সমর্থকরা ৷ পুলিশের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি হলেও পরে পুলিশের অনুরোধে যুবভারতীর 200 মিটার দূরত্বে গিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে শুরু করেন ফুটবল প্রেমীরা ৷

পুলিশের কাছে আসা ইনপুট

অডিয়ো এক...
ওরা গ্যাস বোম ছুড়বে, আমরা অ্যাসিড বোম ছুড়ব ৷ সবাই আইসিড বোম রেডি করে রেখো ৷ কাদাপাড়া মোহনবাগান সমর্থকদের বলছি, তোমাদের সামনে হবে ৷ তাই তোমাদের বলছি অ্যাসিড বোম রেডি করে রেখো ৷ আমরা উলটোডাঙা থেকে আসব, যেটুকু পারব সঙ্গে নিয়ে আসব ৷

অডিয়ো দুই...

যত ছেলে আর মেয়ে যখন হাতে অস্ত্র নিয়ে নেবে না, তখন দেখবে পুলিশ যে বাড়াবাড়ি করছে না, সব ঠান্ডা হয়ে যাবে ৷ ওরা লাঠি চালাবে আমরা চালাব অস্ত্র, দেখি কার জোর কত ৷ অস্ত্র নিয়ে বেরতে হবে তরোয়াল, নেপালা এইসব অস্ত্র ৷ ভয় পেলে চলবে না ৷

রবিবার বিধাননগর কমিশনারেট দাবি করে, এই দু'টি অডিয়ো তারা হাতে পেয়েছে ৷ এই ইন্টেলিজেন্সের সূত্রেই তারা যুবভারতীর সামনে প্রতিবাদ-বিক্ষোভ না-করার আবেদন জানাচ্ছে ৷ যদিও প্রতিবাদ ও বিক্ষোভ নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ সবদিক থেকে প্রস্তুত বলে খবর ৷

কলকাতা, 18 অগস্ট: যুবভারতীর সামনে ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকদের প্রতিবাদে অশান্তির ঘটনার ঘটতে পারে, ইনপুটের ভিত্তিতে আশঙ্কা করছে পুলিশ ৷ তাই এলাকায় বিএনএসএসের আওতায় 163 ধারা জারি করা হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানালেন বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকার ৷ তাঁর এই সতর্কবাণী সত্ত্বেও যুবভারতীর সামনে জড়ো হলেন লাল-হলুদ ও সবুজ-মেরুনের সমর্থকরা ৷ পুলিশের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি হলেও পরে পুলিশের অনুরোধে যুবভারতীর 200 মিটার দূরত্বে গিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে শুরু করেন ফুটবল প্রেমীরা ৷

পুলিশের কাছে আসা ইনপুট

অডিয়ো এক...
ওরা গ্যাস বোম ছুড়বে, আমরা অ্যাসিড বোম ছুড়ব ৷ সবাই আইসিড বোম রেডি করে রেখো ৷ কাদাপাড়া মোহনবাগান সমর্থকদের বলছি, তোমাদের সামনে হবে ৷ তাই তোমাদের বলছি অ্যাসিড বোম রেডি করে রেখো ৷ আমরা উলটোডাঙা থেকে আসব, যেটুকু পারব সঙ্গে নিয়ে আসব ৷

অডিয়ো দুই...

যত ছেলে আর মেয়ে যখন হাতে অস্ত্র নিয়ে নেবে না, তখন দেখবে পুলিশ যে বাড়াবাড়ি করছে না, সব ঠান্ডা হয়ে যাবে ৷ ওরা লাঠি চালাবে আমরা চালাব অস্ত্র, দেখি কার জোর কত ৷ অস্ত্র নিয়ে বেরতে হবে তরোয়াল, নেপালা এইসব অস্ত্র ৷ ভয় পেলে চলবে না ৷

রবিবার বিধাননগর কমিশনারেট দাবি করে, এই দু'টি অডিয়ো তারা হাতে পেয়েছে ৷ এই ইন্টেলিজেন্সের সূত্রেই তারা যুবভারতীর সামনে প্রতিবাদ-বিক্ষোভ না-করার আবেদন জানাচ্ছে ৷ যদিও প্রতিবাদ ও বিক্ষোভ নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ সবদিক থেকে প্রস্তুত বলে খবর ৷

Last Updated : Aug 18, 2024, 9:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.