ETV Bharat / sports

গাড়ি দুর্ঘটনার পর প্রকাশ্যে ফ্লিনটফের ছবি, চিনতেই পারবেন না প্রাক্তন ইংল্যান্ড তারকাকে - Andrew Flintoff Accident

Ex-England Superstar Andrew Flintoff: ভয়ংকর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন প্রাক্তন ইংরেজ অল-রাউন্ডার অ্যান্ড্রিউ ফ্লিনটফ ৷ এবার প্রকাশ্যে এল সে সময়ের ছবি ৷ যা দেখে চোখে জল আসবে ক্রিকেট ভক্তদের ৷

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 16, 2024, 7:20 PM IST

Updated : Aug 16, 2024, 7:29 PM IST

Ex England superstar Andrew Flintoff
প্রাক্তন ইংরেজ অল-রাউন্ডার অ্যান্ড্রিউ ফ্লিনটফ (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 16 অগস্ট: গাড়ি দুর্ঘটনায় প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরেছেন ঋষভ পন্ত ৷ সুস্থ হয়ে ফের বাইশ গজে প্রত্যাবর্তন করেছেন ‘মেন ইন ব্লু’র স্টাম্পার-ব্যাটার ৷ ঠিক একই সময়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন প্রাক্তন ইংরেজ অল-রাউন্ডার অ্যান্ড্রিউ ফ্লিনটফ ৷ এবার সামনে এল একটি ভিডিয়ো ৷ সেখানে দেখা যাচ্ছে, অ্যাক্সিডেন্টের কবলে পড়ে কার্যত মুখাবয়বই বদলে গিয়েছে ৷

2022 সালে বিবিসি’র টপ গিয়ার অনুষ্ঠানের শুটিংয়ে আহত হন ফ্লিনটফ ৷ ভয়ংকর গাড়ি দুর্ঘটনার পর থেকে সবসময় তাঁকে তাড়া করে বেরিয়েছে আতঙ্ক ৷ ফ্রেডি ফ্লিনটফের ‘ফিল্ড অফ ড্রিমস অন ট্যুর’ সিরিজে, -পরবর্তী অভিজ্ঞতার বিষয়ে মুখ খুলেছেন থ্রি লায়ন্সের প্রাক্তন ক্রিকেট তারকা ৷ ফ্লিনটফের কথা শুনে চোখে জল এসেছে ভক্তদের ৷

ফ্লিনটফ জানিয়েছেন, দীর্ঘদিন হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হয়েছে ৷ নাকে, গালে ভয়াবহ চোট লেগেছিল ৷ শরীরের একাধিক হাড় ভেঙেছিল ৷ তার থেকেও বড় হয়ে দাঁড়িয়েছিল আতঙ্ক ৷ যার চোটে দীর্ঘদিন বাড়ি থেকেই বেরতে পারেননি ৷ এমনকী বিবিসি’কে টপ গিয়ার অনুষ্ঠানের শুটিংও বন্ধ রাখতে হয়েছিল ৷ যদিও ক্ষতিপূরণ বাবদ 9 মিলিয়ন পাউন্ড পেয়েছিলেন 46 বছর বয়সি ফ্লিনটফ ৷

Andrew Flintoff Accident Video
গাড়ি দুর্ঘটনার পর প্রকাশ্যে ফ্লিনটফের ছবি (ইটিভি ভারত)

প্রাক্তন তারকা বলেন. ‘‘আমার ওই ঘটনার পর এখানে থাকারই কথা নয় ৷ আমি দ্বিতীয়বার জীবন ফিরে পেয়েছি ৷ নিজের জন্য দুঃখিত হতে চাই না ৷ সহানুভূতি চাই না ৷ আমি আতঙ্কের বিরুদ্ধে লড়াই করেছি, এটি মোকাবিলা করা কঠিন ৷ সে সময়ের কথা মনে পড়লেই কান্না পায় ৷ আমাকে ইতিবাচক দিকগুলি দেখতে হবে, আমি আরও একটি সুযোগ পেয়েছি ৷’’

হায়দরাবাদ, 16 অগস্ট: গাড়ি দুর্ঘটনায় প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরেছেন ঋষভ পন্ত ৷ সুস্থ হয়ে ফের বাইশ গজে প্রত্যাবর্তন করেছেন ‘মেন ইন ব্লু’র স্টাম্পার-ব্যাটার ৷ ঠিক একই সময়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন প্রাক্তন ইংরেজ অল-রাউন্ডার অ্যান্ড্রিউ ফ্লিনটফ ৷ এবার সামনে এল একটি ভিডিয়ো ৷ সেখানে দেখা যাচ্ছে, অ্যাক্সিডেন্টের কবলে পড়ে কার্যত মুখাবয়বই বদলে গিয়েছে ৷

2022 সালে বিবিসি’র টপ গিয়ার অনুষ্ঠানের শুটিংয়ে আহত হন ফ্লিনটফ ৷ ভয়ংকর গাড়ি দুর্ঘটনার পর থেকে সবসময় তাঁকে তাড়া করে বেরিয়েছে আতঙ্ক ৷ ফ্রেডি ফ্লিনটফের ‘ফিল্ড অফ ড্রিমস অন ট্যুর’ সিরিজে, -পরবর্তী অভিজ্ঞতার বিষয়ে মুখ খুলেছেন থ্রি লায়ন্সের প্রাক্তন ক্রিকেট তারকা ৷ ফ্লিনটফের কথা শুনে চোখে জল এসেছে ভক্তদের ৷

ফ্লিনটফ জানিয়েছেন, দীর্ঘদিন হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হয়েছে ৷ নাকে, গালে ভয়াবহ চোট লেগেছিল ৷ শরীরের একাধিক হাড় ভেঙেছিল ৷ তার থেকেও বড় হয়ে দাঁড়িয়েছিল আতঙ্ক ৷ যার চোটে দীর্ঘদিন বাড়ি থেকেই বেরতে পারেননি ৷ এমনকী বিবিসি’কে টপ গিয়ার অনুষ্ঠানের শুটিংও বন্ধ রাখতে হয়েছিল ৷ যদিও ক্ষতিপূরণ বাবদ 9 মিলিয়ন পাউন্ড পেয়েছিলেন 46 বছর বয়সি ফ্লিনটফ ৷

Andrew Flintoff Accident Video
গাড়ি দুর্ঘটনার পর প্রকাশ্যে ফ্লিনটফের ছবি (ইটিভি ভারত)

প্রাক্তন তারকা বলেন. ‘‘আমার ওই ঘটনার পর এখানে থাকারই কথা নয় ৷ আমি দ্বিতীয়বার জীবন ফিরে পেয়েছি ৷ নিজের জন্য দুঃখিত হতে চাই না ৷ সহানুভূতি চাই না ৷ আমি আতঙ্কের বিরুদ্ধে লড়াই করেছি, এটি মোকাবিলা করা কঠিন ৷ সে সময়ের কথা মনে পড়লেই কান্না পায় ৷ আমাকে ইতিবাচক দিকগুলি দেখতে হবে, আমি আরও একটি সুযোগ পেয়েছি ৷’’

Last Updated : Aug 16, 2024, 7:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.