লিডস, 24 জুন: প্রথম সেশনেই কার্যত পরিষ্কার হয়ে গিয়েছিল চিত্রটা । মাথা কুটেও যখন ভারতীয় বোলারদের ভাঁড়ার শূন্য, উল্টোদিকে তখন 96 রান তুলে জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল ইংল্যান্ড শিবির । ভারতীয় শিবিরে তখন ভরসার আরেক নাম ইন্দ্রদেব । দ্বিতীয় সেশনে বৃষ্টির কারণে বিঘ্নিতও হল খেলা । কিন্তু তা শুভমন গিলের নতুন ভারতকে বাঁচাতে পারল না । লিডস টেস্টে পাঁচ উইকেটে জিতে পাঁচম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড । অন্যদিকে দুই ইনিংস মিলিয়ে 835 রান, পাঁচ-পাঁচটি শতরান সত্ত্বেও হার দিয়ে শুরু হল গিল-জমানা ।
চতুর্থ ইনিংসে ইংল্যান্ডকে 371 টার্গেট দেওয়া সত্ত্বেও ভারতকে হারিয়ে দিলেন বিপক্ষের দুই ওপেনার বেন ডাকেট এবং জ্যাক ক্রলি । হেডিংলেতে দেশের হয়ে দু'জনের সর্বাধিক 188 রানের ওপেনিং জুটিই জয়ের যাবতীয় পথ বন্ধ করে দিল ভারতের । ডাকেট খেললেন 170 বলে 149 রানের ঝকঝকে ইনিংস । মারলেন 21টি চার এবং একটি ছয় । আর ক্রলির ব্যাট থেকে এল মূল্যবান 65 রান । শেষে 53 রানে অপরাজিত থেকে বৈতরণী পার করলেন জো রুট ।
হেডিংলেতে চতুর্থ ইনিংসে সর্বাধিক রান তাড়া করে জয় পেল ইংরেজরা । আর সার্বিকভাবে টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জয় এটা । দ্বিতীয় সেশনে অবশ্য ক্ষণিকের বৃষ্টি একটা সময় আশা জুগিয়েছিল ভারতীয় দলকে । মিনিট পনেরোর সেই বৃষ্টি দীর্ঘস্থায়ী না-হলেও এরপরই অবশ্য দ্রুত ইংল্যান্ডের জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচে খানিকটা ফিরেছিল ভারত । কিন্তু প্রতিপক্ষের ব্যাটাররা ইংল্যান্ডকে কখনোই ম্যাচ থেকে হারিয়ে যেতে দেননি ।
🏴 ENGLAND WIN! 🏴
— England Cricket (@englandcricket) June 24, 2025
Root and Smith finish off a monster chase at Headingley to put us 1-0 up in the series!!! pic.twitter.com/G0IbjA3pEC
প্রথমে ক্রলি (65) এবং ওলি পোপকে (8) রানে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণা । পরবর্তীতে চা-পানের আগে বেন ডাকেট (149) এবং হ্যারি ব্রুককে (0) পরপর দু'বলে ফিরিয়ে ম্যাচে প্রাণ ফেরান শার্দূল ঠাকুর । তবে ম্যাচের ভাগ্য ঝুঁকে ছিল ইংল্যান্ডের দিকেই । চার উইকেটে 269 রান তুলে চা-বিরতিতে যায় হোম টিম । অর্থাৎ, অন্তিম সেশনে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল 102 রান, অন্যদিকে ভারতের দরকার ছিল ছয় উইকেটে ।
বৃষ্টির জেরে তৃতীয় তথা টেস্টের অন্তিম সেশনের খেলা শুরু হতে সামান্য দেরি হয় । তবে ভারতের পক্ষে লাভের লাভ হয়নি । ইংরেজ অধিনায়ক বেন স্টোকসকে রবীন্দ্র জাদেজা 33 রানে ফেরালেও ইংল্যান্ডকে স্মরণীয় জয় এনে দেন কিংবদন্তি রুট এবং স্টাম্পার-ব্যাটার জেমি স্মিথ । 84 বল বাকি থাকতেই হেডিংলেতে সর্বাধিক রান তাড়া করে জয়ের নজির গড়ে ফেলে 'থ্রি-লায়ন্স' ব্রিগেড । 82 ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য 373 রান তুলে নেয় ইংল্যান্ড । উল্লেখ্য, 2022 সালে বার্মিংহ্যামে টিম ইন্ডিয়ার বিরুদ্ধেই টেস্টে সর্বাধিক 378 রান তাড়া করে জিতেছিল ব্রিটিশরা ।