ETV Bharat / sports

‘নো অবজেকশন লেটার’ পেলেন আনোয়ার, লাল-হলুদ জার্সিতে কবে নামছেন ? - Anwar Ali in East Bengal

Anwar Ali Gets No Objection Certificate: প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির থেকে নো অবজেকশন লেটার পেলেন আনোয়ার আলি ৷ শুক্রবার কলকাতা লিগের ম্যাচে মহমেডানের বিরুদ্ধে দেখা যাবে জাতীয় দলের ডিফেন্ডার ৷

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 19, 2024, 10:59 PM IST

Anwar Ali Gets No Objection Letter
লাল-হলুদ জার্সিতে কবে নামছেন আনোয়ার ? (ইটিভি ভারত)

কলকাতা, 19 সেপ্টেম্বর: আনোয়ার আলির ফুটবল ভবিষ্যতে কি ফের আশার আলো ? বৃহস্পতিবার নো অবজেকশন লেটার দিল প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি । এর ফলে রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলের ম্যাচে তাঁর লাল-হলুদ জার্সি পড়ে নামার ওপর কোনও বাধা রইল না । যদি না মাঝের দু’দিনে বিরোধিতা করে কোনও চিঠি পেশ হয় এবং তার প্রেক্ষিতে ফেডারেশন কোনও সিদ্ধান্ত নেয় ৷

ইস্টবেঙ্গল রক্ষণের বেহাল দশা শুধরোতে কোচ কার্লেস কুয়াদ্রাতের কাছে আনোয়ারের উপস্থিতি কার্যত হাতে চাঁদ পাওয়ার মতো । তবে মানসিক দ্বন্দ্ব কাটিয়ে আনোয়ার কতটা খেলার চাপ নিতে পারেন, তার ওপর সবকিছু নির্ভর করবে । কারণ মাঝের সময়ের টানাপোড়েনের মানসিক দ্বন্দ্ব সামলাতে হয়েছে । ইস্টবেঙ্গল ক্লাব অবশ্য দলের সঙ্গেই আনোয়ারকে রেখেছে ৷ এমনকী দল বাইরে খেলতে গেলেও নিয়ে গিয়েছে ।

Anwar Ali
নো অবজেকশন লেটার পেলেন আনোয়ার (ইটিভি ভারত)

শুক্রবার যদি আনোয়ারকে কলকাতা লিগের ম্যাচে মহমেডানের বিরুদ্ধে দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না । কারণ আনোয়ার ইতিমধ্যে নথিভুক্ত ফুটবলার । অথচ চলতি সপ্তাহের মঙ্গলবার বিকেলেও আনোয়ার আলির ফুটবল ভবিষ্যৎ কোনপথে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল । কারণ ফেডারেশনের দু’দিন আগের অবস্থানের যে নির্যাস সামনে এসেছিল, তাতে বলা হচ্ছিল 13 সেপ্টেম্বরের দিল্লি হাইকোর্টের আদেশ অনুযায়ী, 10 সেপ্টেম্বরে এআইএফএফ’য়ের দেওয়া পিএসসি’র সব আদেশ বাতিল । পাশাপাশি এই সময়ের মধ্যে যেসব চিঠিপত্রের আদানপ্রদান হয়েছিল, তার কোনও প্রয়োজন নেই ।

এককথায় বললে আনোয়ার আলি বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলার । প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির দেওয়া যাবতীয় নির্দেশের কোনও বৈধতা নেই । দিল্লি আদালতের দেওয়া রায় মেনে নিয়েছে ফেডারেশনও । এক্ষেত্রে ফের আনোয়ার আলির দলবদল বিতর্ক শুরু হয়েছিল । ইতিমধ্যে আনোয়ার যে মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায়, তা পুরনো খবর । কারণ সংশ্লিষ্ট ফুটবলারের দলবদলের আবেদনকে মান্যতা দিয়েই প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি নো-অবজেকশন দেওয়ার নির্দেশ দিয়েছিল মোহনবাগানকে ৷

মঙ্গলবারের পরে ফেডারেশনের প্লেয়ার্স কমিটি ফের আলোচনায় বসে । সেখানে আনোয়ারের ইচ্ছের মর্যাদা পাওয়ার কথা ছিল এবং তা পেল। কিন্তু তিনি কি বল পায়ে নামতে পারবেন ? বলা হচ্ছে, এক্ষেত্রে আনোয়ারের নামতে অসুবিধা নেই । ফলে রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে লাল-হলুদ জার্সিতে আনোয়ার নামতে পারেন ।

আরও পড়ুন:

কলকাতা, 19 সেপ্টেম্বর: আনোয়ার আলির ফুটবল ভবিষ্যতে কি ফের আশার আলো ? বৃহস্পতিবার নো অবজেকশন লেটার দিল প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি । এর ফলে রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলের ম্যাচে তাঁর লাল-হলুদ জার্সি পড়ে নামার ওপর কোনও বাধা রইল না । যদি না মাঝের দু’দিনে বিরোধিতা করে কোনও চিঠি পেশ হয় এবং তার প্রেক্ষিতে ফেডারেশন কোনও সিদ্ধান্ত নেয় ৷

ইস্টবেঙ্গল রক্ষণের বেহাল দশা শুধরোতে কোচ কার্লেস কুয়াদ্রাতের কাছে আনোয়ারের উপস্থিতি কার্যত হাতে চাঁদ পাওয়ার মতো । তবে মানসিক দ্বন্দ্ব কাটিয়ে আনোয়ার কতটা খেলার চাপ নিতে পারেন, তার ওপর সবকিছু নির্ভর করবে । কারণ মাঝের সময়ের টানাপোড়েনের মানসিক দ্বন্দ্ব সামলাতে হয়েছে । ইস্টবেঙ্গল ক্লাব অবশ্য দলের সঙ্গেই আনোয়ারকে রেখেছে ৷ এমনকী দল বাইরে খেলতে গেলেও নিয়ে গিয়েছে ।

Anwar Ali
নো অবজেকশন লেটার পেলেন আনোয়ার (ইটিভি ভারত)

শুক্রবার যদি আনোয়ারকে কলকাতা লিগের ম্যাচে মহমেডানের বিরুদ্ধে দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না । কারণ আনোয়ার ইতিমধ্যে নথিভুক্ত ফুটবলার । অথচ চলতি সপ্তাহের মঙ্গলবার বিকেলেও আনোয়ার আলির ফুটবল ভবিষ্যৎ কোনপথে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল । কারণ ফেডারেশনের দু’দিন আগের অবস্থানের যে নির্যাস সামনে এসেছিল, তাতে বলা হচ্ছিল 13 সেপ্টেম্বরের দিল্লি হাইকোর্টের আদেশ অনুযায়ী, 10 সেপ্টেম্বরে এআইএফএফ’য়ের দেওয়া পিএসসি’র সব আদেশ বাতিল । পাশাপাশি এই সময়ের মধ্যে যেসব চিঠিপত্রের আদানপ্রদান হয়েছিল, তার কোনও প্রয়োজন নেই ।

এককথায় বললে আনোয়ার আলি বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলার । প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির দেওয়া যাবতীয় নির্দেশের কোনও বৈধতা নেই । দিল্লি আদালতের দেওয়া রায় মেনে নিয়েছে ফেডারেশনও । এক্ষেত্রে ফের আনোয়ার আলির দলবদল বিতর্ক শুরু হয়েছিল । ইতিমধ্যে আনোয়ার যে মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায়, তা পুরনো খবর । কারণ সংশ্লিষ্ট ফুটবলারের দলবদলের আবেদনকে মান্যতা দিয়েই প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি নো-অবজেকশন দেওয়ার নির্দেশ দিয়েছিল মোহনবাগানকে ৷

মঙ্গলবারের পরে ফেডারেশনের প্লেয়ার্স কমিটি ফের আলোচনায় বসে । সেখানে আনোয়ারের ইচ্ছের মর্যাদা পাওয়ার কথা ছিল এবং তা পেল। কিন্তু তিনি কি বল পায়ে নামতে পারবেন ? বলা হচ্ছে, এক্ষেত্রে আনোয়ারের নামতে অসুবিধা নেই । ফলে রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে লাল-হলুদ জার্সিতে আনোয়ার নামতে পারেন ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.