ETV Bharat / sports

কলকাতা লিগের সুপার সিক্সে লাল-হলুদ, ইস্টবেঙ্গলের ধাক্কায় 'লাইনচ্যুত' রেল - East Bengal in CFL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 24, 2024, 8:06 PM IST

East Bengal bags win against Railway FC: দুই প্রধান যখন খানিক নড়বড়ে, সেখানে উজ্জ্বল ইস্টবেঙ্গল ৷ কলকাতা লিগের সুপার সিক্সে উঠে গেল লাল-হলুদ ৷

East Bengal in CFL 2024
কলকাতা লিগের সুপার সিক্সে লাল-হলুদ (ইটিভি ভারত)

কলকাতা, 24 জুলাই: রেল টপকে কলকাতা লিগের বি-গ্রুপের শীর্ষে ইস্টবেঙ্গল । ঘরের মাঠে রেলওয়ে এফসি’কে 2-0 গোলে হারাল বিনো জর্জের ছেলেরা । গোলদাতা মহম্মদ মোশারফ এবং আদিল অমল । চলতি লিগে বাকি দুই প্রধান যখন পয়েন্ট নষ্টকে অভ্যাসে পরিণত করেছে, তখন লাল-হলুদ ব্রিগেড দূর্বার গতিতে এগিয়ে চলেছে ।

ইস্টবেঙ্গলের ডেভলপমেন্ট দল বাকি দুই প্রধানের তুলনায় অনেক বেশি সম্ভাবনায় ভরা । যারা লিগে বাকি দলগুলোর সিনিয়র টিমের সামনে কুঁকড়ে যায় না । চোখে চোখ রেখে দাপুটে জয় তুলে নেয় । 6 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করে ফেলল ইস্টবেঙ্গল ।

26 তারিখ ইংল্যান্ডে নেক্স জেন কাপ খেলতে যাচ্ছে ইস্টবেঙ্গলের ডেভেলপমেন্ট দল । তাই দলের নিয়মিত ফুটবলারদের নামাননি বিনো জর্জ । এর সঙ্গে চোট-আঘাতের সমস্যাও রয়েছে । তা সত্ত্বেও ইস্টবেঙ্গলের দাপট অব্যাহত ৷ কারণ ডাগ-আউটের গভীরতা । বিরতির মিনিট খানেক আগে ইস্টবেঙ্গলের প্রথম গোল । বাঁ-দিক থেকে মহম্মদ মোশারফের ভাসানো সেন্টার দ্বিতীয় পোস্ট দিয়ে গোলে ঢুকে যায় । রেল গোলরক্ষক শুভঙ্কর দত্ত সারা ম্যাচে একাধিক নিশ্চিত গোল বাঁচালেও মোশারফের ভাসানো সেন্টারের ফ্লাইট বুঝতে না-পেরে গোল হজম করেন । প্রথম গোলের আগে অন্তত দু’টি নিশ্চিত গোল প্রতিহত করেন শুভঙ্কর ।

East Bengal
ইস্টবেঙ্গলের ধাক্কায় লাইনচ্যুত রেল (ইটিভি ভারত)

বিরতির পরে আজাদ শামীম, বিজয় মুর্মু, সুব্রত মুর্মুকে নামান বিনো জর্জ । এই বদলে ইস্টবেঙ্গল অনেক বেশি ঝলমলে । জেসিন টিকে এবং আমন সিকে আরও বেশি ক্ষুরধার । ফলে একের পর এক লাল-হলুদ আক্রমণ রেলের রক্ষণে আছড়ে পড়তে থাকে । যা সামলানোর ক্ষমতা রেল ডিফেন্ডারদের ছিল না । ফলশ্রুতিতে জেসিন টিকের বাড়ানো বল থেকে দলের দ্বিতীয় গোল আদিল অমলের । ম্যাচের সেরা জেসিন টিকে ।

খেলার শেষে সমর্থকদের নিজস্বীর আবদার মেটালেন জেসিন ৷ কলকাতা লিগে ছোটদের দাপুটে জয়ের দিনে অবশ্য সিনিয়র দল প্র্যাকটিস ম্যাচে আর্মি রেডের কাছে পরাজিত ।

কলকাতা, 24 জুলাই: রেল টপকে কলকাতা লিগের বি-গ্রুপের শীর্ষে ইস্টবেঙ্গল । ঘরের মাঠে রেলওয়ে এফসি’কে 2-0 গোলে হারাল বিনো জর্জের ছেলেরা । গোলদাতা মহম্মদ মোশারফ এবং আদিল অমল । চলতি লিগে বাকি দুই প্রধান যখন পয়েন্ট নষ্টকে অভ্যাসে পরিণত করেছে, তখন লাল-হলুদ ব্রিগেড দূর্বার গতিতে এগিয়ে চলেছে ।

ইস্টবেঙ্গলের ডেভলপমেন্ট দল বাকি দুই প্রধানের তুলনায় অনেক বেশি সম্ভাবনায় ভরা । যারা লিগে বাকি দলগুলোর সিনিয়র টিমের সামনে কুঁকড়ে যায় না । চোখে চোখ রেখে দাপুটে জয় তুলে নেয় । 6 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করে ফেলল ইস্টবেঙ্গল ।

26 তারিখ ইংল্যান্ডে নেক্স জেন কাপ খেলতে যাচ্ছে ইস্টবেঙ্গলের ডেভেলপমেন্ট দল । তাই দলের নিয়মিত ফুটবলারদের নামাননি বিনো জর্জ । এর সঙ্গে চোট-আঘাতের সমস্যাও রয়েছে । তা সত্ত্বেও ইস্টবেঙ্গলের দাপট অব্যাহত ৷ কারণ ডাগ-আউটের গভীরতা । বিরতির মিনিট খানেক আগে ইস্টবেঙ্গলের প্রথম গোল । বাঁ-দিক থেকে মহম্মদ মোশারফের ভাসানো সেন্টার দ্বিতীয় পোস্ট দিয়ে গোলে ঢুকে যায় । রেল গোলরক্ষক শুভঙ্কর দত্ত সারা ম্যাচে একাধিক নিশ্চিত গোল বাঁচালেও মোশারফের ভাসানো সেন্টারের ফ্লাইট বুঝতে না-পেরে গোল হজম করেন । প্রথম গোলের আগে অন্তত দু’টি নিশ্চিত গোল প্রতিহত করেন শুভঙ্কর ।

East Bengal
ইস্টবেঙ্গলের ধাক্কায় লাইনচ্যুত রেল (ইটিভি ভারত)

বিরতির পরে আজাদ শামীম, বিজয় মুর্মু, সুব্রত মুর্মুকে নামান বিনো জর্জ । এই বদলে ইস্টবেঙ্গল অনেক বেশি ঝলমলে । জেসিন টিকে এবং আমন সিকে আরও বেশি ক্ষুরধার । ফলে একের পর এক লাল-হলুদ আক্রমণ রেলের রক্ষণে আছড়ে পড়তে থাকে । যা সামলানোর ক্ষমতা রেল ডিফেন্ডারদের ছিল না । ফলশ্রুতিতে জেসিন টিকের বাড়ানো বল থেকে দলের দ্বিতীয় গোল আদিল অমলের । ম্যাচের সেরা জেসিন টিকে ।

খেলার শেষে সমর্থকদের নিজস্বীর আবদার মেটালেন জেসিন ৷ কলকাতা লিগে ছোটদের দাপুটে জয়ের দিনে অবশ্য সিনিয়র দল প্র্যাকটিস ম্যাচে আর্মি রেডের কাছে পরাজিত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.