ETV Bharat / sports

361 দিন পর আইএসএলে জয় ! নর্থইস্ট ‘বধে’ তিন পয়েন্ট এল লাল-হলুদে - EAST BENGAL WIN

নতুন করে দৌড় শুরু করল লাল-হলুদ । আইএসএলে নিজেদের মেলে ধরল বদলে যাওয়া ইস্টবেঙ্গল ৷

Etv Bharat
নর্থইস্ট বধে তিন পয়েন্ট এল লাল-হলুদে (ইস্টবেঙ্গল মিডিয়া)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 29, 2024, 9:31 PM IST

Updated : Nov 29, 2024, 10:50 PM IST

কলকাতা, 29 নভেম্বর: গত বছর আইএসএলে ঘরের মাঠে নর্থ-ইস্ট ইউনাইটেডকে পাঁচ শূন্য গোলে হারিয়েছিল । তারপর থেকে আর আইএসএল ম্যাচ জেতেনি লাল-হলুদ ৷ হারের বৃত্ত পেরিয়ে জয়ে ফিরতে ইস্টবেঙ্গলের লাগল 361 দিন ৷ যুবভারতীতে সেই নর্থইস্টকে হারিয়েই আইএসএল থেকে প্রথম তিন পয়েন্ট ঘরে তুলল অস্কার ব্রুঁজোর ছেলেরা ৷

ম্যাচের 23 মিনিটেই দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের দুরন্ত হেডে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল ৷ শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রাখলেন আনোয়ার আলি, হেক্টর ইউস্তেরা ৷ কার্ড সমস্যায় ছিলেন না নন্দকুমার এবং মহেশ নাওরেম সিং ৷ বদলে প্রথম একাদশে শুরু করেছিলেন পিভি বিষ্ণু ৷ গোটা ম্যাচে মাঠে ফুল ফোটালেন লাল-হলুদের তরুণ তুর্কী ৷ তাঁকে আটকাতে খেই হারিয়ে ফেললেন বেকে ওরাম ৷

আইএসএলে মিনি ডার্বিতে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ন’জন হয়ে গিয়েও মরিয়া লড়াই । ‘মিনি ডার্বি’তে মহমেডানকে আটকে দিয়েছিল ইস্টবেঙ্গলের জমাট ডিফেন্স ৷ যুবভারতী ক্রীড়াঙ্গনের ওই ম্যাচই অনুপ্রেরণা ছিল ইস্টবেঙ্গলের ৷ মহমেডান ম্যাচ যেখানে শেষ করেছিল, এদিন সেখান থেকেই ম্যাচটা খেলল লাল-হলুদ ৷

পরাজয়ের স্রোতে রাশ টেনে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অস্কার ব্রুজোর ছেলেরা । গোল করলেও তার সুবিধা ধরে রাখতে না-পারার রোগ ইস্টবেঙ্গলকে আইএসএলের ছ’ম্যাচে শূন্য হাতে ফিরিয়েছিল । সাত নম্বর ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে রক্ষণের অসাধারণ পারফরম্যান্সে পয়েন্ট না-পাওয়ার সেই ছন্দে বাধ দেওয়া গিয়েছিল । এদিন আক্রমণ এবং রক্ষণের তালমিলে জয়ের রেসিপি তৈরি করলেন সৌভিক চক্রবর্তী, আনোয়ার আলিরা ।

আরও পড়ুন

চেন্নাইয়িনকে হারালেই ফের মগডালে ! শনিবার মোহনবাগানের খেলা দেখা যাবে বিনা পয়সায়

কলকাতা, 29 নভেম্বর: গত বছর আইএসএলে ঘরের মাঠে নর্থ-ইস্ট ইউনাইটেডকে পাঁচ শূন্য গোলে হারিয়েছিল । তারপর থেকে আর আইএসএল ম্যাচ জেতেনি লাল-হলুদ ৷ হারের বৃত্ত পেরিয়ে জয়ে ফিরতে ইস্টবেঙ্গলের লাগল 361 দিন ৷ যুবভারতীতে সেই নর্থইস্টকে হারিয়েই আইএসএল থেকে প্রথম তিন পয়েন্ট ঘরে তুলল অস্কার ব্রুঁজোর ছেলেরা ৷

ম্যাচের 23 মিনিটেই দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের দুরন্ত হেডে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল ৷ শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রাখলেন আনোয়ার আলি, হেক্টর ইউস্তেরা ৷ কার্ড সমস্যায় ছিলেন না নন্দকুমার এবং মহেশ নাওরেম সিং ৷ বদলে প্রথম একাদশে শুরু করেছিলেন পিভি বিষ্ণু ৷ গোটা ম্যাচে মাঠে ফুল ফোটালেন লাল-হলুদের তরুণ তুর্কী ৷ তাঁকে আটকাতে খেই হারিয়ে ফেললেন বেকে ওরাম ৷

আইএসএলে মিনি ডার্বিতে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ন’জন হয়ে গিয়েও মরিয়া লড়াই । ‘মিনি ডার্বি’তে মহমেডানকে আটকে দিয়েছিল ইস্টবেঙ্গলের জমাট ডিফেন্স ৷ যুবভারতী ক্রীড়াঙ্গনের ওই ম্যাচই অনুপ্রেরণা ছিল ইস্টবেঙ্গলের ৷ মহমেডান ম্যাচ যেখানে শেষ করেছিল, এদিন সেখান থেকেই ম্যাচটা খেলল লাল-হলুদ ৷

পরাজয়ের স্রোতে রাশ টেনে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অস্কার ব্রুজোর ছেলেরা । গোল করলেও তার সুবিধা ধরে রাখতে না-পারার রোগ ইস্টবেঙ্গলকে আইএসএলের ছ’ম্যাচে শূন্য হাতে ফিরিয়েছিল । সাত নম্বর ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে রক্ষণের অসাধারণ পারফরম্যান্সে পয়েন্ট না-পাওয়ার সেই ছন্দে বাধ দেওয়া গিয়েছিল । এদিন আক্রমণ এবং রক্ষণের তালমিলে জয়ের রেসিপি তৈরি করলেন সৌভিক চক্রবর্তী, আনোয়ার আলিরা ।

আরও পড়ুন

চেন্নাইয়িনকে হারালেই ফের মগডালে ! শনিবার মোহনবাগানের খেলা দেখা যাবে বিনা পয়সায়

Last Updated : Nov 29, 2024, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.