ETV Bharat / sports

আনোয়ার বিতর্কে সাবধানী ইস্টবেঙ্গল, স্পোর্টস ডে-তে সম্মানিত হবেন লিয়েন্ডার - Anwar Ali Controversy

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 10, 2024, 9:49 PM IST

East Bengal on Anwar Ali Controversy: আনোয়ার আলি ইস্যু নিয়ে কোনও তাড়াহুড়োর মধ্যে যেতে চাইছে না ইস্টবেঙ্গল ক্লাব ৷ এখনও প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি আনোয়ার নিয়ে কোনও রায় দেয়নি ৷ ফলে এই ইস্যুতে কিছুই মন্তব্য করতে নারাজ ইস্টবেঙ্গল ৷

East Bengal on Anwar Ali Controversy
আনোয়ার আলি বিতর্কে সাবধানী ইস্টবেঙ্গল ৷ (ফাইল চিত্র)

কলকাতা, 10 অগস্ট: আনোয়ার আলি বিতর্ক শেষ হয়েও, যেন শেষ হচ্ছে না ৷ শনিবার আনোয়ার ইস্যুতে বক্তব্য পেশ করার জন্য মোহনবাগান সুপার জায়ান্ট, দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলকে ডাকা হয়েছিল ৷ সেখানেও কোনও সুরাহা সামনে আসেনি বলে জানা গিয়েছে ৷ প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি সবার বক্তব্য শোনার পরেই সিদ্ধান্ত নেবে ৷ এখন দেখার আনোয়ার নিয়ে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি কবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় !

আনোয়ার আলি বিতর্কে সাবধানী ইস্টবেঙ্গল ৷ (ইটিভি ভারত)

ইতিমধ্যে, দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজ তাঁর এক্স হ্যান্ডেলে মোহনবাগান সুপার জায়ান্টের সমালোচনা করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, "আনোয়ারকে 'সুইট কিড' বলা ক্লাব শাস্তির জন্য সরব হয়েছে ৷ নির্বাসনের জন্য সরব হয়েছে ৷" অভিযোগ করেছেন, দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কার্যত চুপ থেকেছেন মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিনিধিরা ৷ একই সঙ্গে তাঁর বক্তব্যে ইঙ্গিত আনোয়ারের নো-অবজেকশন পাওয়া সময়ের অপেক্ষা ৷ তার পরেই ভারতীয় ডিফেন্ডার তাঁর পছন্দের ক্লাবে যেতে পারবেন ৷ আনোয়ারের দলবদল বিতর্ক নিয়ে, প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি কবে সিদ্ধান্ত জানাবে, তা সময় বলবে ৷ তবে, ইস্টবেঙ্গল এখনই কোনও মন্তব্য করতে রাজি নয় ৷

ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, “আমাদের কাছে কোনও আপডেট নেই ৷ এটা দিল্লি এবং মোহনবাগানের বিষয় ৷ ভার্চুয়াল মিটিংয়ে আমাদের আইনজীবী ছিলেন ৷ আমরা পনেরো দিনের মধ্যে বক্তব্য পেশ করার কথা বলেছি, তা দিয়ে দেব ৷ আনোয়ারের শাস্তি হবে, নাকি জরিমানা হবে, সে সম্বন্ধে আমার কোনও ধারণা নেই ৷ আমি সম্পূর্ণ অজ্ঞ মানুষ এই ব্যাপারে ৷ ” মোহনবাগান সচিব দেবাশিস দত্তও বলছেন, "পুরো বিষয়টি নিয়ে কাগজপত্র হাতে আসার পরেই বক্তব্য জানানো সম্ভব ৷

এদিকে ইস্টবেঙ্গল এফসি তাদের ষষ্ঠ বিদেশি ইউস্তের দলে যোগদানের ব্যাপারে অন্ধকারে ৷ শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, ভিসা সমস্যায় রয়েছেন ইউস্তে ৷ এএফসি কাপে তাঁকে যে পাওয়া যাবে না ৷ বিদেশি ফুটবলার নিয়ে আসার ক্ষেত্রে এই সমস্যা হয়ে থাকে বলে তাঁর মত ৷ বেশ কয়েকজন ভারতীয় ফুটবলার নেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি ৷

এদিকে 13 অগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্পোর্টস ডে-র অনুষ্ঠানে ভারত গৌরব লিয়েন্ডার পেজকে টেনিস হল অব ফেমে জায়গা পাওয়ার জন্য সম্মানিত করা হবে ৷ বছরের সেরা অ্যাথলিট হিসেবে কর্ণ বাগ, ঝুমা বসুকে সম্মানিত করা হবে ৷ সেরা হকি খেলোয়াড়ের সম্মান পাচ্ছেন প্রদীপ সিং মোরকে ৷ সম্মান জানান হবে, প্রাক্তন ক্লাব সভাপতি এবং সচিব ডাক্তার প্রণব দাশগুপ্ত এবং কল্যাণ মজুমদারকে ৷

কলকাতা, 10 অগস্ট: আনোয়ার আলি বিতর্ক শেষ হয়েও, যেন শেষ হচ্ছে না ৷ শনিবার আনোয়ার ইস্যুতে বক্তব্য পেশ করার জন্য মোহনবাগান সুপার জায়ান্ট, দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলকে ডাকা হয়েছিল ৷ সেখানেও কোনও সুরাহা সামনে আসেনি বলে জানা গিয়েছে ৷ প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি সবার বক্তব্য শোনার পরেই সিদ্ধান্ত নেবে ৷ এখন দেখার আনোয়ার নিয়ে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি কবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় !

আনোয়ার আলি বিতর্কে সাবধানী ইস্টবেঙ্গল ৷ (ইটিভি ভারত)

ইতিমধ্যে, দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজ তাঁর এক্স হ্যান্ডেলে মোহনবাগান সুপার জায়ান্টের সমালোচনা করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, "আনোয়ারকে 'সুইট কিড' বলা ক্লাব শাস্তির জন্য সরব হয়েছে ৷ নির্বাসনের জন্য সরব হয়েছে ৷" অভিযোগ করেছেন, দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কার্যত চুপ থেকেছেন মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিনিধিরা ৷ একই সঙ্গে তাঁর বক্তব্যে ইঙ্গিত আনোয়ারের নো-অবজেকশন পাওয়া সময়ের অপেক্ষা ৷ তার পরেই ভারতীয় ডিফেন্ডার তাঁর পছন্দের ক্লাবে যেতে পারবেন ৷ আনোয়ারের দলবদল বিতর্ক নিয়ে, প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি কবে সিদ্ধান্ত জানাবে, তা সময় বলবে ৷ তবে, ইস্টবেঙ্গল এখনই কোনও মন্তব্য করতে রাজি নয় ৷

ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, “আমাদের কাছে কোনও আপডেট নেই ৷ এটা দিল্লি এবং মোহনবাগানের বিষয় ৷ ভার্চুয়াল মিটিংয়ে আমাদের আইনজীবী ছিলেন ৷ আমরা পনেরো দিনের মধ্যে বক্তব্য পেশ করার কথা বলেছি, তা দিয়ে দেব ৷ আনোয়ারের শাস্তি হবে, নাকি জরিমানা হবে, সে সম্বন্ধে আমার কোনও ধারণা নেই ৷ আমি সম্পূর্ণ অজ্ঞ মানুষ এই ব্যাপারে ৷ ” মোহনবাগান সচিব দেবাশিস দত্তও বলছেন, "পুরো বিষয়টি নিয়ে কাগজপত্র হাতে আসার পরেই বক্তব্য জানানো সম্ভব ৷

এদিকে ইস্টবেঙ্গল এফসি তাদের ষষ্ঠ বিদেশি ইউস্তের দলে যোগদানের ব্যাপারে অন্ধকারে ৷ শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, ভিসা সমস্যায় রয়েছেন ইউস্তে ৷ এএফসি কাপে তাঁকে যে পাওয়া যাবে না ৷ বিদেশি ফুটবলার নিয়ে আসার ক্ষেত্রে এই সমস্যা হয়ে থাকে বলে তাঁর মত ৷ বেশ কয়েকজন ভারতীয় ফুটবলার নেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি ৷

এদিকে 13 অগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্পোর্টস ডে-র অনুষ্ঠানে ভারত গৌরব লিয়েন্ডার পেজকে টেনিস হল অব ফেমে জায়গা পাওয়ার জন্য সম্মানিত করা হবে ৷ বছরের সেরা অ্যাথলিট হিসেবে কর্ণ বাগ, ঝুমা বসুকে সম্মানিত করা হবে ৷ সেরা হকি খেলোয়াড়ের সম্মান পাচ্ছেন প্রদীপ সিং মোরকে ৷ সম্মান জানান হবে, প্রাক্তন ক্লাব সভাপতি এবং সচিব ডাক্তার প্রণব দাশগুপ্ত এবং কল্যাণ মজুমদারকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.