লন্ডন, 8 সেপ্টেম্বর: অবাক কাণ্ড ইংল্য়ান্ড বনাম শ্রীলঙ্কা তৃতীয় টেস্টে ৷ দ্য ওভালে শনিবার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন এমন এক বিরল ঘটনার সাক্ষী রইল, যাতে তাজ্জব নেটপাড়া ৷ স্টেডিয়ামে মন্দ আলোর কারণে আম্পায়ার জোরে বল করতে বারণ করায় বাধ্য হয়ে এদিন স্পিন করা শুরু করেন ইংরেজ পেসার ক্রিস ওকস ৷ যে ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায় ৷
ঘটনাটি ঘটে এদিন শ্রীলঙ্কার প্রথম ইনিংসের সপ্তম ওভারে প্রথম উইকেট পতনের পর ৷ দিমুথ করুণারত্নে রান-আউট হয়ে ফেরার পর মেঘাচ্ছন্ন দ্য ওভালে দৃশ্যমানতা কমে যায় একেবারে ৷ ফলত দৃশ্যমানতা পরীক্ষার পর দুই ফিল্ড আম্পায়ার জানান এই আলোয় জোরে বল সম্ভব নয় ৷ কিন্তু ওভারে তখনও দু'টি বল বাকি ওকসের ৷ কী করা যায়? অগত্যা পেস বোলিং ছেড়ে স্পিন ধরে নেন ইংরেজ পেসার ৷ যা অবাক করে সতীর্থ জো রুটকে ৷ পরবর্তীতে ওকসকে স্পিন করতে দেখে অবাক নেটিজেনরাও ৷
STOP WHAT YOU'RE DOING! ⚠️
— England Cricket (@englandcricket) September 7, 2024
Bad light means Chris Woakes is bowling spin 😆 pic.twitter.com/TPYSnwXiEN
পরে অবশ্য দৃশ্যমানতা ঠিক হলে পুনরায় পেস বোলিংয়ে ফিরে যান ওকস ৷ এমনকী কুশল মেন্ডিসকে আউট করতে খুব বেশি সময় নেননি তিনি ৷ একাদশ ওভারে তিনি সাজঘরে ফেরান বাঁ-হাতি ব্যাটারকে ৷ 64 রানে আউট হন ওপেনার পাথুম নিশাঙ্কা ৷ 93 রানে 5 উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় সফরকারী দল ৷ তবে ষষ্ঠ উইকেটে হাল ধরেন অধিনায়ক ধনঞ্জয় ডি'সিলভা ও এবং কামিন্দু মেন্ডিস ৷ দু'জনের অবিভক্ত 118 রানের জুটিতে দিনের শেষে শ্রীলঙ্কা 5 উইকেটে 211 ৷ প্রথম ইনিংসে ওলি পোপের শতরানে (154) ইংল্যান্ড করেছে 325 রান ৷
তবে ক্রিস ওকস এদিন যা করলেন, তা সবকিছু ছাপিয়ে শিরোনামে ৷ যদিও আন্তর্জাতিক ক্রিকেটে ওকস-ই প্রথম নন ৷ একই ম্যাচে পেস এবং স্পিন বোলিং করার তালিকায় রয়েছেন মনোজ প্রভাকর, কলিন মিলার, মার্নাস ল্যাবুশেন, সোহেল তনবীররা ৷