ETV Bharat / sports

ডিপিএলের মঞ্চে বোলার ঋষভের আত্মপ্রকাশ, এক বলেই শেষ করলেন ম্যাচ - Rishabh Pant Bowls in DPL T20

Rishabh Pant Bowls in DPL T20: বলহাতে ঋষভ পন্ত ! এমনই ছবি দেখা গেল দিল্লি প্রিমিয়ার লিগের প্রথম সিজনে ৷ ভারতীয় দলের উইকেট-কিপার ব্যাটার, ডিপিএলে পুরানি দিল্লি-6 দলের অধিনায়ক ৷ ম্যাচের শেষ ওভার করতে এসেছিলেন তিনি ৷

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 18, 2024, 3:44 PM IST

Rishabh Pant Bowls in DPL T20
ঋষভ পন্ত ৷ (ছবি- আইএএনএস)

নয়াদিল্লি, 18 অগস্ট: উইকেটের পিছনে গ্লাভস হাতে নয় ৷ বরং ব্যাটারের সামনে বল হাতে দেখা গেল ঋষভ পন্তকে ৷ দিল্লি প্রিমিয়ার লিগের প্রথম মরশুমে বোলার ঋষভ পন্তের আবির্ভাব হল ৷ মরশুমের প্রথম ম্যাচে শনিবার মুখোমুখি হয়েছিল পুরানি দিল্লি-6 এবং সাউথ দিল্লি সুপারস্টারস ৷ যে ম্যাচে আয়ূষ বাদোনির সাউথ দিল্লি ঋষভের পুরানি দিল্লিকে 3 উইকেটে হারিয়েছে ৷

শনিবার থেকে শুরু হয়েছে দিল্লি প্রিমিয়ার লিগ ৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচে টস জিতে বোলিং নেন সাউথ দিল্লি সুপারস্টারসের অধিনায়ক আয়ূষ বাদোনি ৷ প্রথমে ব্যাট করে ঋষভের দল 20 ওভারে 3 উইকেট হারিয়ে 197 রান তোলে ৷ যেখানে অর্পিত রানা (59 রান), ঋষভ পন্ত (35 রান), ললিত যাদব (34 রানে অপরাজিত) এবং বংশ বেদি (47 রানে অপরাজিত) পুরানি দিল্লি-6 এর হয়ে রান করেন ৷

সেই রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল সাউথ দিল্লি সুপারস্টারস ৷ দুই ওপেনার প্রিয়াংশ আর্য (57 রান) এবং সার্থক রায় (41 রান) প্রথম উইকেটে 87 রানে পার্টনারশিপ করেন ৷ অধিনায়ক আয়ূষ বাদোনি 57 রানে ইনিংস খেলেন ৷ কিন্তু, টপ-অর্ডারের তিন ব্যাটার ফিরতেই ধসে পড়ে সাউথ দিল্লি ৷ তা সত্ত্বেও 19 ওভার শেষে সাউথ দিল্লি সুপারস্টারসের মাত্র 1 রান বাকি ছিল জিততে ৷

এই অবস্থায় পুরানি দিল্লি-6 এর অধিনায়ক ঋষভ পন্ত তাঁর বোলিং দক্ষতা দেখাতে নেমে পড়েন ৷ উইকেট কিপিং গ্লাভস খুলে সোজা বল হাতে উইকেটের উলটোদিকে চলে আসেন ৷ কিন্তু, তাঁর প্রথম বলেই সাউথ দিল্লি দলের দ্বিগবেশ রাঠি সিঙ্গল নিয়ে ম্যাচ জিতিয়ে দেন ৷ ডিপিএলের প্রথম সিজনের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করেছে ঋষভ পন্তের দল ৷ মোট 6 দলের এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে ৷

নয়াদিল্লি, 18 অগস্ট: উইকেটের পিছনে গ্লাভস হাতে নয় ৷ বরং ব্যাটারের সামনে বল হাতে দেখা গেল ঋষভ পন্তকে ৷ দিল্লি প্রিমিয়ার লিগের প্রথম মরশুমে বোলার ঋষভ পন্তের আবির্ভাব হল ৷ মরশুমের প্রথম ম্যাচে শনিবার মুখোমুখি হয়েছিল পুরানি দিল্লি-6 এবং সাউথ দিল্লি সুপারস্টারস ৷ যে ম্যাচে আয়ূষ বাদোনির সাউথ দিল্লি ঋষভের পুরানি দিল্লিকে 3 উইকেটে হারিয়েছে ৷

শনিবার থেকে শুরু হয়েছে দিল্লি প্রিমিয়ার লিগ ৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচে টস জিতে বোলিং নেন সাউথ দিল্লি সুপারস্টারসের অধিনায়ক আয়ূষ বাদোনি ৷ প্রথমে ব্যাট করে ঋষভের দল 20 ওভারে 3 উইকেট হারিয়ে 197 রান তোলে ৷ যেখানে অর্পিত রানা (59 রান), ঋষভ পন্ত (35 রান), ললিত যাদব (34 রানে অপরাজিত) এবং বংশ বেদি (47 রানে অপরাজিত) পুরানি দিল্লি-6 এর হয়ে রান করেন ৷

সেই রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল সাউথ দিল্লি সুপারস্টারস ৷ দুই ওপেনার প্রিয়াংশ আর্য (57 রান) এবং সার্থক রায় (41 রান) প্রথম উইকেটে 87 রানে পার্টনারশিপ করেন ৷ অধিনায়ক আয়ূষ বাদোনি 57 রানে ইনিংস খেলেন ৷ কিন্তু, টপ-অর্ডারের তিন ব্যাটার ফিরতেই ধসে পড়ে সাউথ দিল্লি ৷ তা সত্ত্বেও 19 ওভার শেষে সাউথ দিল্লি সুপারস্টারসের মাত্র 1 রান বাকি ছিল জিততে ৷

এই অবস্থায় পুরানি দিল্লি-6 এর অধিনায়ক ঋষভ পন্ত তাঁর বোলিং দক্ষতা দেখাতে নেমে পড়েন ৷ উইকেট কিপিং গ্লাভস খুলে সোজা বল হাতে উইকেটের উলটোদিকে চলে আসেন ৷ কিন্তু, তাঁর প্রথম বলেই সাউথ দিল্লি দলের দ্বিগবেশ রাঠি সিঙ্গল নিয়ে ম্যাচ জিতিয়ে দেন ৷ ডিপিএলের প্রথম সিজনের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করেছে ঋষভ পন্তের দল ৷ মোট 6 দলের এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.