ETV Bharat / sports

বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স দেশে অলিম্পিক্স আয়োজনের সম্ভাবনা বাড়াবে: দীপা - DEEPA MALIK

দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ নিয়ে আশাবাদী দীপা মালিক ৷ কলকাতায় এসে কী জানালেন তিনি ?

DEEPA MALIK
কলকাতায় একটি অনুষ্ঠানে দীপা মালিক (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : June 3, 2025 at 4:44 PM IST

2 Min Read

কলকাতা, 3 জুন: চলতি বছর সেপ্টেম্বরে নয়াদিল্লিতে বসছে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর ৷ এর ফলে দেশের প্যারা স্পোর্টসগুলিতে ভবিষ্যতে প্রভূত উন্নতি হবে ৷ এমনটাই ধারণা প্যারা অ্যাথলিট দীপা মালিকের। একইসঙ্গে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স আয়োজন নিয়ে আশাবাদী দীপা মালিক ৷ সম্প্রতি কলকাতায় এসে প্য়ারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ নিয়ে তাঁর আশার কথা শোনালেন ভারতীয় প্যারা অ্যাথলেটিক্সের কিংবদন্তি ৷

সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে প্যারা সুইমার রিমো সাহা, প্রাক্তন ফুটবলার আলভিটো ডি'কুনহার সঙ্গে উপস্থিত ছিলেন দীপা ৷ সেখানে কিংবদন্তি প্যারা অ্যাথলিট বলেন, "দেশের মাটিতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজন হচ্ছে। আমি প্যারা অ্যাথলিট কমিটির প্রধান থাকার সময় এই প্রতিযোগিতার জন্য বিড করেছিলাম। এই প্রতিযোগিতা আয়োজিত হলে দেশে প্যারা অলিম্পিক গেমস নিয়ে আগ্রহ বাড়বে। একশোরও বেশি দেশ থেকে বিশ্বের সেরা অ্যাথলিটরা সেখানে অংশগ্রহণ করবেন। স্বাভাবিকভাবেই এর ফলে আমাদের দেশে প্যারা অলিম্পিক্স স্পোর্টসের আরও উন্নতি হবে।"

বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সকে আগামিদিনে অলিম্পিক্স আয়োজনের ধাপ বলেও মনে করছেন দীপা ৷ অর্থাৎ, 2036 অলিম্পিক্স আয়োজনের জন্য ভারত যে বিড করেছে, সেই সম্ভাবনা আরও উসকে দেবে দেশের মাটিতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ৷ এ ব্যাপারে প্যারা অলিম্পিক্সে পদকজয়ী দেশের প্রথম মহিলা অ্য়াথলিট বলেন, "ভারত 2036 অলিম্পিক্স আয়োজন করতে চায়। প্যারা অলিম্পিক্স অলিম্পিক্সেরই একটা অংশ। ফলত অলিম্পিক্সের আগে আমাদের আরও বেশি করে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করা দরকার।"

প্যারা শট-পুটার দীপার সংযোজন, "2028 সালে জাপানে প্যারা অলিম্পিক্সের আসর বসবে ৷ আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্যারা অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করার সুযোগ রয়েছে আমাদের দেশের প্যারা অ্যাথলিটদের। এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে অনেক প্রতিভাবান অ্যাথলিটকে আমরা দেখতে পাব।" তবে প্যারা অলিম্পিক্সে ভারতের পদক জয়ের সম্ভাবনা নিয়ে মুখ খুলতে চাননি দীপা। তিনি জানান, এতে ভারতীয় অ্যাথলিটদের উপর বাড়তি চাপ পড়বে।

আরও পড়ুন:

কলকাতা, 3 জুন: চলতি বছর সেপ্টেম্বরে নয়াদিল্লিতে বসছে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর ৷ এর ফলে দেশের প্যারা স্পোর্টসগুলিতে ভবিষ্যতে প্রভূত উন্নতি হবে ৷ এমনটাই ধারণা প্যারা অ্যাথলিট দীপা মালিকের। একইসঙ্গে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স আয়োজন নিয়ে আশাবাদী দীপা মালিক ৷ সম্প্রতি কলকাতায় এসে প্য়ারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ নিয়ে তাঁর আশার কথা শোনালেন ভারতীয় প্যারা অ্যাথলেটিক্সের কিংবদন্তি ৷

সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে প্যারা সুইমার রিমো সাহা, প্রাক্তন ফুটবলার আলভিটো ডি'কুনহার সঙ্গে উপস্থিত ছিলেন দীপা ৷ সেখানে কিংবদন্তি প্যারা অ্যাথলিট বলেন, "দেশের মাটিতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজন হচ্ছে। আমি প্যারা অ্যাথলিট কমিটির প্রধান থাকার সময় এই প্রতিযোগিতার জন্য বিড করেছিলাম। এই প্রতিযোগিতা আয়োজিত হলে দেশে প্যারা অলিম্পিক গেমস নিয়ে আগ্রহ বাড়বে। একশোরও বেশি দেশ থেকে বিশ্বের সেরা অ্যাথলিটরা সেখানে অংশগ্রহণ করবেন। স্বাভাবিকভাবেই এর ফলে আমাদের দেশে প্যারা অলিম্পিক্স স্পোর্টসের আরও উন্নতি হবে।"

বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সকে আগামিদিনে অলিম্পিক্স আয়োজনের ধাপ বলেও মনে করছেন দীপা ৷ অর্থাৎ, 2036 অলিম্পিক্স আয়োজনের জন্য ভারত যে বিড করেছে, সেই সম্ভাবনা আরও উসকে দেবে দেশের মাটিতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ৷ এ ব্যাপারে প্যারা অলিম্পিক্সে পদকজয়ী দেশের প্রথম মহিলা অ্য়াথলিট বলেন, "ভারত 2036 অলিম্পিক্স আয়োজন করতে চায়। প্যারা অলিম্পিক্স অলিম্পিক্সেরই একটা অংশ। ফলত অলিম্পিক্সের আগে আমাদের আরও বেশি করে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করা দরকার।"

প্যারা শট-পুটার দীপার সংযোজন, "2028 সালে জাপানে প্যারা অলিম্পিক্সের আসর বসবে ৷ আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্যারা অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করার সুযোগ রয়েছে আমাদের দেশের প্যারা অ্যাথলিটদের। এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে অনেক প্রতিভাবান অ্যাথলিটকে আমরা দেখতে পাব।" তবে প্যারা অলিম্পিক্সে ভারতের পদক জয়ের সম্ভাবনা নিয়ে মুখ খুলতে চাননি দীপা। তিনি জানান, এতে ভারতীয় অ্যাথলিটদের উপর বাড়তি চাপ পড়বে।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.