ETV Bharat / sports

বুদাপেস্টে ফিরল বার্বাডোজের স্মৃতি, রোহিতকে নকল করে ঐতিহাসিক জয় সেলিব্রেশন গুকেশদের - FIDE CHESS OLYMPIAD 2024

D GUKESH RECREATES ROHIT SHARMA'S ICONIC CELEBRATION: বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে সোনা জিতে সেলিব্রেশনে অভিনবত্ব আনলেন ডি গুকেশ ৷ টি-20 বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মার সেলিব্রেশন নকল করলেন ভারতীয় দাবাড়ুরা ৷

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 23, 2024, 3:00 PM IST

CHESS OLYMPIAD 2024
দাবা অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন ট্রফি হাতে পুরুষ দল (AP Photo)

বুদাপেস্ট, 23 সেপ্টেম্বর: হাঙ্গেরির রাজধানীতে ভারতীয় দাবার ইতিহাস ৷ বুদাপেস্টে 45তম দাবা অলিম্পিয়াডে পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই সোনা জিতে (ওপেন ক্যাটেগরি) নজির গড়েছেন ডি গুকেশ-দিব্যা দেশমুখরা ৷ আর ঐতিহাসিক কীর্তি সেলিব্রেশেন রবিবার রোহিত শর্মার শরণাপন্ন হলেন ডি গুকেশ এবং তানিয়া সচদেব ৷ কয়েকমাস আগে বার্বাডোজে বিশ্বজয়ের পর যে কায়দায় ট্রফি তুলতে গিয়েছিলেন 'হিটম্যান', ঠিক সেই কায়দাতেই ট্রফি তুলতে এদিন পোডিয়ামে পৌঁছন ঐতিহাসিক কীর্তির দুই কারিগর ৷

2007 পর চলতি বছর রোহিত শর্মার নেতৃত্বে কুড়ি-বিশের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল ৷ 29 জুন বার্বাডোজে ফাইনাল জয়ের পর ভারত অধিনায়ক রোহিত শর্মার 'স্টপওয়াক' সেলিব্রেশন নজর কেড়েছিল ক্রিকেটবিশ্বে ৷ অনেকটা একই ধাঁচে 2022 বিশ্বজয় সেলিব্রেট করেছিলেন লিওনেল মেসিও ৷ সেই একই সেলিব্রেশন এদিন চোখে পড়ল দাবা অলিম্পিয়াডের আসরে ৷ স্টপওয়াক করেই এদিন ট্রফি পোডিয়ামে পৌঁছন গুকেশ ও তানিয়া ৷ সেইসময় তেরঙা নিয়ে পোডিয়ামে অপেক্ষা করছিলেন দলের অন্যান্যরা ৷

টানা দ্বিতীয়বার ব্যক্তিগত সোনা জিতে বুদাপেস্টে ভারতীয় পুরুষ দলের সোনা জয়ে রবিবার নেতৃত্ব দেন ডি গুকেশ ৷ দল হিসেবে গত অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতেছিল দেশের ছেলেরা ৷ এবছর অলিম্পিয়াডে 10 ম্যাচের মধ্যে 9টি'তে জয় এবং একটি ড্র নিয়ে অপরাজিত গুকেশ ৷ চেন্নাইয়ের এই দাবাড়ু ছাড়া বুদাপেস্টে ভারতীয় পুরুষ দলের সোনা জয়ের অন্যতম কারিগর অর্জুন এরিগাইসি ৷ 11টি'র মধ্যে 10টি ম্য়াচে জয় পান তিনি ৷

পুরুষ দলের পর তাঁদের পদাঙ্ক অনুসরণ করে এদিন ইতিহাসে নাম লেখায় দেশের মেয়েরাও ৷ ফাইনাল রাউন্ডে আজারবাইজানকে 3.5-0.5 পয়েন্টে পরাজিত করেন হারিকা দ্রোনাভালি, বৈশালী রমেশবাবু, তানিয়ে সচদেব, দিব্যা দেশমুখরা ৷ তবে শীর্ষস্থানের জন্য তাঁদের তাকিয়ে থাকতে হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ৷ রবিবার কাজাখস্তানকে রুখে দিয়ে (2-2) ভারতের মেয়েদের চ্যাম্পিয়নের রাস্তা সুগম করে যুক্তরাষ্ট্র ৷

বুদাপেস্ট, 23 সেপ্টেম্বর: হাঙ্গেরির রাজধানীতে ভারতীয় দাবার ইতিহাস ৷ বুদাপেস্টে 45তম দাবা অলিম্পিয়াডে পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই সোনা জিতে (ওপেন ক্যাটেগরি) নজির গড়েছেন ডি গুকেশ-দিব্যা দেশমুখরা ৷ আর ঐতিহাসিক কীর্তি সেলিব্রেশেন রবিবার রোহিত শর্মার শরণাপন্ন হলেন ডি গুকেশ এবং তানিয়া সচদেব ৷ কয়েকমাস আগে বার্বাডোজে বিশ্বজয়ের পর যে কায়দায় ট্রফি তুলতে গিয়েছিলেন 'হিটম্যান', ঠিক সেই কায়দাতেই ট্রফি তুলতে এদিন পোডিয়ামে পৌঁছন ঐতিহাসিক কীর্তির দুই কারিগর ৷

2007 পর চলতি বছর রোহিত শর্মার নেতৃত্বে কুড়ি-বিশের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল ৷ 29 জুন বার্বাডোজে ফাইনাল জয়ের পর ভারত অধিনায়ক রোহিত শর্মার 'স্টপওয়াক' সেলিব্রেশন নজর কেড়েছিল ক্রিকেটবিশ্বে ৷ অনেকটা একই ধাঁচে 2022 বিশ্বজয় সেলিব্রেট করেছিলেন লিওনেল মেসিও ৷ সেই একই সেলিব্রেশন এদিন চোখে পড়ল দাবা অলিম্পিয়াডের আসরে ৷ স্টপওয়াক করেই এদিন ট্রফি পোডিয়ামে পৌঁছন গুকেশ ও তানিয়া ৷ সেইসময় তেরঙা নিয়ে পোডিয়ামে অপেক্ষা করছিলেন দলের অন্যান্যরা ৷

টানা দ্বিতীয়বার ব্যক্তিগত সোনা জিতে বুদাপেস্টে ভারতীয় পুরুষ দলের সোনা জয়ে রবিবার নেতৃত্ব দেন ডি গুকেশ ৷ দল হিসেবে গত অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতেছিল দেশের ছেলেরা ৷ এবছর অলিম্পিয়াডে 10 ম্যাচের মধ্যে 9টি'তে জয় এবং একটি ড্র নিয়ে অপরাজিত গুকেশ ৷ চেন্নাইয়ের এই দাবাড়ু ছাড়া বুদাপেস্টে ভারতীয় পুরুষ দলের সোনা জয়ের অন্যতম কারিগর অর্জুন এরিগাইসি ৷ 11টি'র মধ্যে 10টি ম্য়াচে জয় পান তিনি ৷

পুরুষ দলের পর তাঁদের পদাঙ্ক অনুসরণ করে এদিন ইতিহাসে নাম লেখায় দেশের মেয়েরাও ৷ ফাইনাল রাউন্ডে আজারবাইজানকে 3.5-0.5 পয়েন্টে পরাজিত করেন হারিকা দ্রোনাভালি, বৈশালী রমেশবাবু, তানিয়ে সচদেব, দিব্যা দেশমুখরা ৷ তবে শীর্ষস্থানের জন্য তাঁদের তাকিয়ে থাকতে হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ৷ রবিবার কাজাখস্তানকে রুখে দিয়ে (2-2) ভারতের মেয়েদের চ্যাম্পিয়নের রাস্তা সুগম করে যুক্তরাষ্ট্র ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.