রিয়াধ, 18 অগস্ট: সৌদি সুপার কাপের ফাইনালে শুরুতেই দলকে এগিয়ে দিয়েছিলেন ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ওই গোলেও জেতা হল না আল-নাসেরের ৷ নেইমারহীন আল-হিলালের কাছে 4 গোল খেয়ে মরশুমের প্রথম ট্রফি ঘরে তোলা হল না ‘রোনাল্ডো অ্যান্ড কোং’য়ের ৷ দু’টি গোল করেন প্রাক্তন নিউক্যাসল এবং ফুলহ্যামে খেলা স্ট্রাইকার আলেকজান্ডার মিত্রোভিচ ৷
44 মিনিটের মাথায় রিবাউন্ডে আসার বল জালে জড়িয়ে দিয়েছিলেন রোনাল্ডো ৷ আল-নাসেরের গোলমুখী শট বলতে ওই একটিই ৷ বাকি সময়টা খেলল আল-হিলাল ৷ লিগামেন্টের চোট সারিয়ে এখনও দলে যোগ দেননি নেইমার ৷ ব্রাজিলিয়ান তারকাকে ছাড়াই অবশ্য মাঠে ফুল ফোটাল তাঁর দল ৷ প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়ায় আল-হিলাল ৷ তাতেই আসে সাফল্য ৷
🇸🇦 Al-Hilal have now won their 5th Saudi Super Cup and remain the most decorated club in Asia, winning 70 official trophies.
— FIFA World Cup Stats (@alimo_philip) August 17, 2024
🌟 Al Hilal holds the record for the most;
🏆 Saudi Super Cup
🏆 AFC Champions League
🏆 Saudi Professional League#الهلال||#AlHilal||#SaudiSuperCup pic.twitter.com/j2iRteu7GX
55 মিনিটে গোল শোধ করে দেন সার্গেজ মিলিনকোভিচ-সাভিচ ৷ 63 মিনিটে দলকে এগিয়ে দেন আলেকজান্ডার মিত্রোভিচ ৷ ছ’মিনিটের মাথায় ফের গোল করে যান তিনি ৷ 72 মিনিটে আল-নাসেরের কফিনে শেষ পেরেক পোঁতেন জেনিথ সাঁ পিটার্সবার্গ থেকে আসা ব্রাজিলিয়ান তারকা ম্যালকম ৷ এই নিয়ে পরপর দু’বার সুপার কাপ ঘরে তুলল লিগ চ্য়াম্পিয়ন আল-হিলাল ৷
2022 বিশ্বকাপ খেলাকালীন কোনও ক্লাব ছিল না রোনাল্ডোর ৷ বিশ্বকাপের পর ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানিয়ে সৌদি আরবে চলে আসেন সিআর সেভেন ৷ আল-নাসেরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনোল্ডো ৷ 35টি গোল করে গত মরশুমে লিগ রেকর্ড গড়েছিলেন ৷ এবার ভালো ছন্দে রয়েছেন বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার ৷ এদিন তাঁর গোলেও অবশ্য ট্রফি জেতা হল না আল-নাসেরের ৷