ETV Bharat / sports

ইউরোর ইতিহাসে সর্বাধিক, পর্তুগালের হয়ে রেকর্ড রোনাল্ডোর - UEFA Euro 2024

UEFA Euro 2024: ইউয়েফা ইউরোর মঞ্চে রেকর্ডের ফুলঝুরি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৷ ইউরোর ইতিহাসে প্রথম কোনও ফুটবলার যিনি জাতীয় দলের হয়ে 6 বার প্রতিনিধিত্ব করেছেন ৷ এমনকি পর্তুগাল ফাইনালে উঠলে আরও একটি নজির গড়বেন সিআর সেভেন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 19, 2024, 4:20 PM IST

ETV BHARAT
ইউরো কাপে সর্বাধিক 6 বার পর্তুগালের হয়ে প্রতিনিধিত্ব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (ছবি- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এক্স)

লিপজিগ (জার্মানি), 19 জুন: ইউরোপিয়ান ফুটবলে ইতিহাস তৈরি করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ প্রথম কোনও ফুটবলার যিনি 6টি ইউরো কাপে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করলেন ৷ মঙ্গলবার রাতে ইউয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপে চেক রিপাবলিকের বিরুদ্ধে পর্তুগালের জার্সিতে নামেন সিআর সেভেন ৷ আর সেই সঙ্গে 6টি ইউরো চ্যাম্পিয়নশিপে খেলার কৃতিত্ব অর্জন করলেন পর্তুগালের অধিনায়ক ৷ 2004 সালে ইউরো কাপেই প্রথমবার পর্তুগালের জার্সিতে অভিষেক হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডর ৷ প্রাক্তন ম্যান ইউ ও রিয়াল তারকা সেই সময় কিংবদন্তি লুই ফিগোর নেতৃত্বে পর্তুগাল দলে খেলেছিলেন ৷

আর 2016 সালে পর্তুগালকে প্রথম ইউরো কাপ জিতিয়েছিলেন পাঁচবারেপ ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো ৷ ইউরো চ্যাম্পিয়নশিপে পর্তুগালের জার্সিতে 208টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি ৷ যেখানে ইতিমধ্যে একাধিক রেকর্ড গড়েছেন তিনি ৷

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছ’টি ইউরো চ্যাম্পিয়নশিপে মাত্র একটি ম্যাচে খেলেননি ৷ একমাত্র 2008 ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপের শেষ ম্যাচে পর্তুগাল রোনাল্ডোকে ছাড়া সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ৷ এমনকি সবচেয়ে বেশি ইউরো চ্যাম্পিয়নশিপ ফাইনালে অংশ নেওয়া ফুটবলার তিনি ৷ 2016-র চ্যাম্পিয়ন দলের হয়ে ইউরোতে 26টি ম্যাচ খেলেছেন সিআর সেভেন ৷ ইউরো কোয়ালিফায়ার-সহ পর্তুগালের হয়ে 65টির বেশি ম্যাচ খেলেছেন ৷

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামে ৷ তিনি পর্তুগালের হয়ে ইউরোর মূল পর্বে 14টি গোল করেছেন ৷ আর কোয়ালিফায়ার-সহ মোট 50টি গোল করেছেন তিনি ৷ যা দ্বিতীয় স্থানে থাকা জলাটান ইব্রাহমভিচের থেকে পঁচিশটি বেশি ৷ ইউরোর তৃতীয় সর্বোচ্চ গোলদাতা রব্বি কেইন (23) ৷

2024 ইউরো ফাইনালে পর্তুগাল উঠলে এবং সেই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেললে, তা এক নতুন অধ্যায় তৈরি করবে ৷ সবচেয়ে বেশি বয়সে ইউরো ফাইনাল খেলা ফুটবলার হবেন তিনি ৷ ইতালির কিংবদন্তি গোলকিপার জিয়ানলুইজি বুফনকে টেক্কা দেবেন পর্তুগাল মহাতারকা ৷ উল্লেখ্য, 2021 সালে বুফনকে ছাপিয়ে সবচেয়ে বেশি ইউরো কাপ জয়ী ফুটবলার হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷

উল্লেখ্য, মঙ্গলবার রাতে চেক রিপাবলিকের বিরুদ্ধে কষ্টার্জিত ম্যাচ জিতেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে চেক রিপাবলিক 1-0 গোলে এগিয়ে যায় ৷ ম্যাচের 62 মিনিটে লুকাস প্রোভোদের গোলে এগিয়ে যায় চেক রিপাবলিক ৷ এরপর প্রতিপক্ষের সেমসাইড গোলে ম্যাচে ফেরে পর্তুগিজরা ৷ 69 মিনিটে চেক রিপাবলিকের রবিন হারানাক নিজের জালে বল জড়িয়ে দেন ৷ ম্যাচের নির্ধারিত 90 মিনিট পর্যন্ত স্কোর লাইন 1-1 ছিল ৷ ইনজুরি টাইমে 92 মিনিটে ফরওয়ার্ড ফ্রানসিসকো কনসিকাও-এর গোলে 2-1 লিড নেয় পর্তুগাল ৷ শেষমেষ 2-1 গোলে জয়ী হয় সিআর সেভেন ব্রিগেড ৷

লিপজিগ (জার্মানি), 19 জুন: ইউরোপিয়ান ফুটবলে ইতিহাস তৈরি করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ প্রথম কোনও ফুটবলার যিনি 6টি ইউরো কাপে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করলেন ৷ মঙ্গলবার রাতে ইউয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপে চেক রিপাবলিকের বিরুদ্ধে পর্তুগালের জার্সিতে নামেন সিআর সেভেন ৷ আর সেই সঙ্গে 6টি ইউরো চ্যাম্পিয়নশিপে খেলার কৃতিত্ব অর্জন করলেন পর্তুগালের অধিনায়ক ৷ 2004 সালে ইউরো কাপেই প্রথমবার পর্তুগালের জার্সিতে অভিষেক হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডর ৷ প্রাক্তন ম্যান ইউ ও রিয়াল তারকা সেই সময় কিংবদন্তি লুই ফিগোর নেতৃত্বে পর্তুগাল দলে খেলেছিলেন ৷

আর 2016 সালে পর্তুগালকে প্রথম ইউরো কাপ জিতিয়েছিলেন পাঁচবারেপ ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো ৷ ইউরো চ্যাম্পিয়নশিপে পর্তুগালের জার্সিতে 208টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি ৷ যেখানে ইতিমধ্যে একাধিক রেকর্ড গড়েছেন তিনি ৷

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছ’টি ইউরো চ্যাম্পিয়নশিপে মাত্র একটি ম্যাচে খেলেননি ৷ একমাত্র 2008 ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপের শেষ ম্যাচে পর্তুগাল রোনাল্ডোকে ছাড়া সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ৷ এমনকি সবচেয়ে বেশি ইউরো চ্যাম্পিয়নশিপ ফাইনালে অংশ নেওয়া ফুটবলার তিনি ৷ 2016-র চ্যাম্পিয়ন দলের হয়ে ইউরোতে 26টি ম্যাচ খেলেছেন সিআর সেভেন ৷ ইউরো কোয়ালিফায়ার-সহ পর্তুগালের হয়ে 65টির বেশি ম্যাচ খেলেছেন ৷

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামে ৷ তিনি পর্তুগালের হয়ে ইউরোর মূল পর্বে 14টি গোল করেছেন ৷ আর কোয়ালিফায়ার-সহ মোট 50টি গোল করেছেন তিনি ৷ যা দ্বিতীয় স্থানে থাকা জলাটান ইব্রাহমভিচের থেকে পঁচিশটি বেশি ৷ ইউরোর তৃতীয় সর্বোচ্চ গোলদাতা রব্বি কেইন (23) ৷

2024 ইউরো ফাইনালে পর্তুগাল উঠলে এবং সেই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেললে, তা এক নতুন অধ্যায় তৈরি করবে ৷ সবচেয়ে বেশি বয়সে ইউরো ফাইনাল খেলা ফুটবলার হবেন তিনি ৷ ইতালির কিংবদন্তি গোলকিপার জিয়ানলুইজি বুফনকে টেক্কা দেবেন পর্তুগাল মহাতারকা ৷ উল্লেখ্য, 2021 সালে বুফনকে ছাপিয়ে সবচেয়ে বেশি ইউরো কাপ জয়ী ফুটবলার হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷

উল্লেখ্য, মঙ্গলবার রাতে চেক রিপাবলিকের বিরুদ্ধে কষ্টার্জিত ম্যাচ জিতেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে চেক রিপাবলিক 1-0 গোলে এগিয়ে যায় ৷ ম্যাচের 62 মিনিটে লুকাস প্রোভোদের গোলে এগিয়ে যায় চেক রিপাবলিক ৷ এরপর প্রতিপক্ষের সেমসাইড গোলে ম্যাচে ফেরে পর্তুগিজরা ৷ 69 মিনিটে চেক রিপাবলিকের রবিন হারানাক নিজের জালে বল জড়িয়ে দেন ৷ ম্যাচের নির্ধারিত 90 মিনিট পর্যন্ত স্কোর লাইন 1-1 ছিল ৷ ইনজুরি টাইমে 92 মিনিটে ফরওয়ার্ড ফ্রানসিসকো কনসিকাও-এর গোলে 2-1 লিড নেয় পর্তুগাল ৷ শেষমেষ 2-1 গোলে জয়ী হয় সিআর সেভেন ব্রিগেড ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.