ETV Bharat / sports

জয় শাহ আইসিসি চেয়ারম্যান হতেই এই শহরে নিষিদ্ধ হল ক্রিকেট, খেললে জরিমানা 10 হাজার টাকা - City Bans Cricket

This City Bans Cricket: আইসিসি চেয়ারম্যানের চেয়ারে বসছেন জয় শাহ । আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেলেও 1 ডিসেম্বর থেকে দায়িত্ব নেবেন তিনি ৷ তিনি বিশ্বে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও, এই শহর নিষিদ্ধ ঘোষণা করল জেন্টলম্যানস গেমকে ৷ একই সঙ্গে খেলার জন্য জরিমানাও ঘোষণা করা হয়েছে ।

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 8, 2024, 7:45 AM IST

Updated : Sep 8, 2024, 7:56 AM IST

This City Bans Cricket
জয় শাহ চেয়ারম্যান হতেই এই শহরে নিষিদ্ধ ক্রিকেট (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 8 সেপ্টেম্বর: শিব ঠাকুরের আপন দেশে, আইনকানুন সর্বনেশে ! বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) সেক্রেটারি জয় শাহ সম্প্রতি আইসিসি চেয়ারম্যান হয়েছেন । পঞ্চম ভারতীয় হিসেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থায় দায়ভার সামলাবেন শাহ ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির (International Cricket Council) চেয়ারম্যান হলেও পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) জয় শাহকে সমর্থন করেনি ।

1 ডিসেম্বর থেকে আইসিসি’র দায়িত্ব নেবেন শাহ ৷ 2019 ক্রিকেট বিশ্বকাপের পর বিসিসিআইয়ের সচিব পদে বসেন জয় ৷ 2022 সালের সেপ্টেম্বরে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ফের ওই পদে বসেন তিনি ৷ তবে তাঁকে আইসিসি চেয়ারম্যান ঘোষণা করার পরেই ক্রিকেটপ্রেমিদের জন্য এল দুঃসংবাদ ৷

This City Bans Cricket
ক্রিকেট খেললে জরিমানা 10 হাজার টাকা (ইটিভি ভারত)

ইতালির মনফালকোন শহরে নিষিদ্ধ ঘোষণা করা হল ক্রিকেটকে ৷ শহরের মেয়র এই ঘোষণা করেছেন । শুধু তাই নয়, এই শহরে কেউ ক্রিকেট খেলতে গিয়ে ধরা পড়লে 100 ইউরো জরিমানাও ঘোষণা করা হয়েছে । ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় 10 হাজার টাকা ৷ মেয়র জানিয়েছেন, শহরের সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ।

তারপরেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, ক্রিকেট আদৌ কোনও সংস্কৃতির ক্ষতি করতে পারে ? ভারত-সহ বিশ্বের বহু দেশেই ক্রিকেট খেলা হয় ৷ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রও ক্রিকেটে মেতেছে ৷ আইসিসি চেয়ারম্যান হওয়ার পর বিশ্বে ক্রিকেটের প্রচারের কথা বলেছিলেন জয় শাহ । ফলে এই শহরের সিদ্ধান্তের পর সারা বিশ্বে ক্রিকেটকে তুলে ধরা কতটা সহজ হবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে ।

জানা গিয়েছে, বাংলাদেশের প্রচুর নাগরিক ওই শহরে থাকেন ৷ স্বভাবতই তাঁরা অবসর সময়ে ক্রিকেট খেলে সময় কাটান ৷ সেকারণেই এই নিষেধাজ্ঞা জারি করেছেন মেয়র ৷ 1995 সাল থেকে আইসিসি’র অ্যাসোসিয়েট মেম্বার ইতালি ৷ ফলে জয় শাহ সেদেশের শহর ক্রিকেটে নিষেধাজ্ঞা আনায়, তার প্রতিক্রিয়া দেন কি না, সেটাই এখন দেখার ।

আরও পড়ুন:

হায়দরাবাদ, 8 সেপ্টেম্বর: শিব ঠাকুরের আপন দেশে, আইনকানুন সর্বনেশে ! বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) সেক্রেটারি জয় শাহ সম্প্রতি আইসিসি চেয়ারম্যান হয়েছেন । পঞ্চম ভারতীয় হিসেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থায় দায়ভার সামলাবেন শাহ ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির (International Cricket Council) চেয়ারম্যান হলেও পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) জয় শাহকে সমর্থন করেনি ।

1 ডিসেম্বর থেকে আইসিসি’র দায়িত্ব নেবেন শাহ ৷ 2019 ক্রিকেট বিশ্বকাপের পর বিসিসিআইয়ের সচিব পদে বসেন জয় ৷ 2022 সালের সেপ্টেম্বরে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ফের ওই পদে বসেন তিনি ৷ তবে তাঁকে আইসিসি চেয়ারম্যান ঘোষণা করার পরেই ক্রিকেটপ্রেমিদের জন্য এল দুঃসংবাদ ৷

This City Bans Cricket
ক্রিকেট খেললে জরিমানা 10 হাজার টাকা (ইটিভি ভারত)

ইতালির মনফালকোন শহরে নিষিদ্ধ ঘোষণা করা হল ক্রিকেটকে ৷ শহরের মেয়র এই ঘোষণা করেছেন । শুধু তাই নয়, এই শহরে কেউ ক্রিকেট খেলতে গিয়ে ধরা পড়লে 100 ইউরো জরিমানাও ঘোষণা করা হয়েছে । ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় 10 হাজার টাকা ৷ মেয়র জানিয়েছেন, শহরের সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ।

তারপরেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, ক্রিকেট আদৌ কোনও সংস্কৃতির ক্ষতি করতে পারে ? ভারত-সহ বিশ্বের বহু দেশেই ক্রিকেট খেলা হয় ৷ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রও ক্রিকেটে মেতেছে ৷ আইসিসি চেয়ারম্যান হওয়ার পর বিশ্বে ক্রিকেটের প্রচারের কথা বলেছিলেন জয় শাহ । ফলে এই শহরের সিদ্ধান্তের পর সারা বিশ্বে ক্রিকেটকে তুলে ধরা কতটা সহজ হবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে ।

জানা গিয়েছে, বাংলাদেশের প্রচুর নাগরিক ওই শহরে থাকেন ৷ স্বভাবতই তাঁরা অবসর সময়ে ক্রিকেট খেলে সময় কাটান ৷ সেকারণেই এই নিষেধাজ্ঞা জারি করেছেন মেয়র ৷ 1995 সাল থেকে আইসিসি’র অ্যাসোসিয়েট মেম্বার ইতালি ৷ ফলে জয় শাহ সেদেশের শহর ক্রিকেটে নিষেধাজ্ঞা আনায়, তার প্রতিক্রিয়া দেন কি না, সেটাই এখন দেখার ।

আরও পড়ুন:

Last Updated : Sep 8, 2024, 7:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.