ETV Bharat / sports

লিগ ফাইনালে গণ্ডগোলের ঘটনায় দোষী ক্রিকেটারদের কড়া শাস্তি, জানালেন সিএবি প্রেসিডেন্ট - CAB LEAGUE FINAL CONTROVERSY

সূত্রের খবর, লেভেল-থ্রি পর্যায়ের অপরাধ করেছে চার ক্রিকেটার। দুই অভিযুক্ত ক্লাবকে ঘটনার কারণ দর্শাতেও বলা হয়েছে ৷

FILE PIC
ফাইল ছবি (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : June 10, 2025 at 11:28 AM IST

3 Min Read

কলকাতা, 10 জুন: ইস্টবেঙ্গলের তিন এবং ভবানীপুর ক্লাবের এক ৷ বিতর্কিত কলকাতা লিগ ফাইনালে গণ্ডগোলের ঘটনায় দোষী সাব্যস্ত দু'দলের চার ক্রিকেটার। দোষী সাব্যস্ত তিন ইস্টবেঙ্গল ক্রিকেটার সূরজ সিন্ধু জয়সওয়াল, ঋত্বিক চট্টোপাধ‌্যায়, আকাশ ঘটক এবং ভবানীপুরের শাকির হাবিব গান্ধিকে কড়া শাস্তির মুখে পড়তে হচ্ছে ৷ সোমবার ছিল অ্যাপেক্স কমিটির বৈঠক ৷ সেখানে ইস্টবেঙ্গল এবং ভবানীপুর ক্লাবের প্রতিনিধিদের পাশাপাশি বক্তব্য শোনা হয় দোষী সাব্যস্ত চার ক্রিকেটারেরও ৷ কোন পরিস্থিতিতে তাঁরা এই ধরনের আচরণ করেছেন, তা জানতে চেয়েছে সিএবি।

রাজ্য ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়ও জানিয়েছেন, শাস্তির বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৷ কিন্তু কোন ধারায় ক্রিকেটারদের শাস্তি হবে, কিংবা কী শাস্তি পাবেন তাঁরা; তা দিনদু'য়েক বাদে জানানো হবে। সূত্রের খবর, লেভেল-থ্রি পর্যায়ের অপরাধ করেছে চার ক্রিকেটার। তাঁরা তিন থেকে ছ'টি ম্যাচ নির্বাসনের শাস্তি পেতে পারেন ৷ পেসার সূরজ সিন্ধু জয়সওয়াল সর্বোচ্চ ছ'ম্যাচ নির্বাসিত হতে চলেছেন বলেই খবর ৷ বাকি তিন ক্রিকেটারকে চার থেকে পাঁচ ম্যাচের জন্য নির্বাসিত করা হতে পারে। শাস্তিপ্রাপ্ত ক্রিকেটাররা নতুন মরশুমে শাস্তির আওতায় পড়বেন। অবশ্য বেঙ্গল প্রো টি-20 লিগ শাস্তির আওতায় আসবে না।

এখানেই শেষ নয় ৷ দুই অভিযুক্ত ক্লাবকে ঘটনার কারণ দর্শাতেও বলা হয়েছে ৷ উত্তরে সন্তুষ্ট না-হলে আর্থিক জরিমানার সামনে পড়তে হতে পারে দুই ক্লাবকে ৷ আম্পায়ার এবং ম‌্যাচ রেফারির পাঠানো রিপোর্টের ভিত্তিতেই চার ক্রিকেটারকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সিএবির প্রথম ডিভিশন লিগের ফাইনাল ছিল ঘটনাবহুল। যুযুধান দুই দল ইস্টবেঙ্গল এবং ভবানীপুর একে অপরকে দোষারোপের খেলায় মাতলেও সিএবি প্রেসিডেন্ট তাঁর ক্ষোভ প্রকাশ করেছিলেন। কড়া শাস্তির ইঙ্গিতও দিয়ে রেখেছিলেন। তাই দু'দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হলেও কলকাতা লিগ ফাইনাল যেন শেষ হয়েও হল না শেষ। বৃহস্পতিবার শেষদিনে ইস্টবেঙ্গল ও ভবানীপুর দু’দলের ক্রিকেটারদের মধ‌্যে হাতাহাতি হয়। শেষ পর্যন্ত দু’দলকেই যুগ্ম জয়ী ঘোষণা করা হয় ৷

সিএবি'র লিগ ফাইনালে অশান্তি এবং তার জেরে বিতর্কের আবহে বেঙ্গল-প্রো টি-20 লিগের ঢাকে কাঠি ৷ আগামিকাল অর্থাৎ, বুধবার থেকে শুরু হচ্ছে তা ৷ উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন সুনীধি চৌহন ৷ রোহিত শর্মাকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসছেন না বলে জানিয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় ৷ উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রবেশমূল্য রাখা হলেও তা পকেটে চাপ দেবে না বলেও জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট ৷ জুন মাসে ক্রিকেট মানেই বর্ষার ভ্রূকুটি থাকে। স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় জানিয়েছেন, এই সময়ই টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দিয়েছে বোর্ড। দেশজুড়ে ছ'টি ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে। বৃষ্টি হলেও মাঠ শুকনো রাখার যাবতীয় অত্যাধুনিক বন্দোবস্ত সিএবি করে রেখেছে ৷

আরও পড়ুন:

কলকাতা, 10 জুন: ইস্টবেঙ্গলের তিন এবং ভবানীপুর ক্লাবের এক ৷ বিতর্কিত কলকাতা লিগ ফাইনালে গণ্ডগোলের ঘটনায় দোষী সাব্যস্ত দু'দলের চার ক্রিকেটার। দোষী সাব্যস্ত তিন ইস্টবেঙ্গল ক্রিকেটার সূরজ সিন্ধু জয়সওয়াল, ঋত্বিক চট্টোপাধ‌্যায়, আকাশ ঘটক এবং ভবানীপুরের শাকির হাবিব গান্ধিকে কড়া শাস্তির মুখে পড়তে হচ্ছে ৷ সোমবার ছিল অ্যাপেক্স কমিটির বৈঠক ৷ সেখানে ইস্টবেঙ্গল এবং ভবানীপুর ক্লাবের প্রতিনিধিদের পাশাপাশি বক্তব্য শোনা হয় দোষী সাব্যস্ত চার ক্রিকেটারেরও ৷ কোন পরিস্থিতিতে তাঁরা এই ধরনের আচরণ করেছেন, তা জানতে চেয়েছে সিএবি।

রাজ্য ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়ও জানিয়েছেন, শাস্তির বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৷ কিন্তু কোন ধারায় ক্রিকেটারদের শাস্তি হবে, কিংবা কী শাস্তি পাবেন তাঁরা; তা দিনদু'য়েক বাদে জানানো হবে। সূত্রের খবর, লেভেল-থ্রি পর্যায়ের অপরাধ করেছে চার ক্রিকেটার। তাঁরা তিন থেকে ছ'টি ম্যাচ নির্বাসনের শাস্তি পেতে পারেন ৷ পেসার সূরজ সিন্ধু জয়সওয়াল সর্বোচ্চ ছ'ম্যাচ নির্বাসিত হতে চলেছেন বলেই খবর ৷ বাকি তিন ক্রিকেটারকে চার থেকে পাঁচ ম্যাচের জন্য নির্বাসিত করা হতে পারে। শাস্তিপ্রাপ্ত ক্রিকেটাররা নতুন মরশুমে শাস্তির আওতায় পড়বেন। অবশ্য বেঙ্গল প্রো টি-20 লিগ শাস্তির আওতায় আসবে না।

এখানেই শেষ নয় ৷ দুই অভিযুক্ত ক্লাবকে ঘটনার কারণ দর্শাতেও বলা হয়েছে ৷ উত্তরে সন্তুষ্ট না-হলে আর্থিক জরিমানার সামনে পড়তে হতে পারে দুই ক্লাবকে ৷ আম্পায়ার এবং ম‌্যাচ রেফারির পাঠানো রিপোর্টের ভিত্তিতেই চার ক্রিকেটারকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সিএবির প্রথম ডিভিশন লিগের ফাইনাল ছিল ঘটনাবহুল। যুযুধান দুই দল ইস্টবেঙ্গল এবং ভবানীপুর একে অপরকে দোষারোপের খেলায় মাতলেও সিএবি প্রেসিডেন্ট তাঁর ক্ষোভ প্রকাশ করেছিলেন। কড়া শাস্তির ইঙ্গিতও দিয়ে রেখেছিলেন। তাই দু'দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হলেও কলকাতা লিগ ফাইনাল যেন শেষ হয়েও হল না শেষ। বৃহস্পতিবার শেষদিনে ইস্টবেঙ্গল ও ভবানীপুর দু’দলের ক্রিকেটারদের মধ‌্যে হাতাহাতি হয়। শেষ পর্যন্ত দু’দলকেই যুগ্ম জয়ী ঘোষণা করা হয় ৷

সিএবি'র লিগ ফাইনালে অশান্তি এবং তার জেরে বিতর্কের আবহে বেঙ্গল-প্রো টি-20 লিগের ঢাকে কাঠি ৷ আগামিকাল অর্থাৎ, বুধবার থেকে শুরু হচ্ছে তা ৷ উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন সুনীধি চৌহন ৷ রোহিত শর্মাকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসছেন না বলে জানিয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় ৷ উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রবেশমূল্য রাখা হলেও তা পকেটে চাপ দেবে না বলেও জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট ৷ জুন মাসে ক্রিকেট মানেই বর্ষার ভ্রূকুটি থাকে। স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় জানিয়েছেন, এই সময়ই টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দিয়েছে বোর্ড। দেশজুড়ে ছ'টি ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে। বৃষ্টি হলেও মাঠ শুকনো রাখার যাবতীয় অত্যাধুনিক বন্দোবস্ত সিএবি করে রেখেছে ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.