ETV Bharat / sports

প্রাক্তন কেকেআর তারকার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ - Case Against Ex KKR Player

Murder Case Filed Against Ex-KKR Player: কলকাতা নাইট রাইডার্সকে বহু ম্যাচে জিতিয়েছেন তিনি ৷ সেই তারকা ক্রিকেটারের নামেই ছাত্রদের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধরের অভিযোগে মামলা দায়ের হয়েছে ৷

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 11, 2024, 6:01 PM IST

Murder Case Filed Against Ex-KKR Player
কেকেআর তারকার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ (X Post)

ঢাকা, 11 সেপ্টেম্বর: দেশের সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটার ৷ প্রাক্তন তারকা ক্রিকেটার শুধু নন, একসময় আইসিসি ব়্যাংকিংয়ে বোলারদের তালিকায় প্রথম দশে থাকা বোলার ৷ কলকাতা নাইট রাইডার্সকে একাধিক ম্যাচে জিতিয়ে মাঠ ছেড়েছেন ৷ তাঁর বিরুদ্ধেই এবার খুনের চেষ্টার অভিযোগ ৷ ঢাকা ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে ছাত্রদের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধরের অভিযোগে মামলা দায়ের হয়েছে ।

ওই রিপোর্ট থেকে জানা গিয়েছে, দায়ের হওয়া মামলায় 1 নম্বর আসামি হিসেবে নাম রয়েছে মাশরাফি মোর্তাজার ৷ বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক প্রাক্তন অধিনায়ক । সংসদের হুইপও ছিলেন তিনি । ওই মামলাতেই নাম রয়েছে তাঁর বাবা গোলাম মোর্তাজারাও । একমাস আগে শাকিব আল হাসানের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয় । ঢাকার আদাবর থানায় দায়ের করা ওই মামলায় শাকিবের সঙ্গেই নাম রয়েছে বাংলাদেশের বিখ্যাত অভিনেতা ফিরদৌস আহমেদেরও ৷ এবার মামলা হল শাকিবের প্রাক্তন সতীর্থের নামেও ৷ মোর্তাজা ও তাঁর বাবা ছাড়াও মামলায় নাম রয়েছে আরও 88 জনের ৷

জানা গিয়েছে, কোটা আন্দোলন চলাকালীন নড়াইলে ছাত্রদের একটি মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ হয় ৷ মারধরও করা হয় মিছিলে অংশগ্রহণকারীদের । অভিযোগ, ওই মিছিলে অস্ত্র নিয়ে আক্রমণ চালান মোর্তাজা ও তাঁর বাবা-সহ আরও অনেকে ৷ ওই আসন থেকেই সংসদে গিয়েছিলেন প্রাক্তন বাংলাদেশি তারকা ৷ যদিও ছাত্র বিক্ষোভ গণবিক্ষোভে পরিণত হওয়ার পর পাশাবদল হয়েছে পড়শি দেশে ৷ ভারতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

আরও পড়ুন

ঢাকা, 11 সেপ্টেম্বর: দেশের সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটার ৷ প্রাক্তন তারকা ক্রিকেটার শুধু নন, একসময় আইসিসি ব়্যাংকিংয়ে বোলারদের তালিকায় প্রথম দশে থাকা বোলার ৷ কলকাতা নাইট রাইডার্সকে একাধিক ম্যাচে জিতিয়ে মাঠ ছেড়েছেন ৷ তাঁর বিরুদ্ধেই এবার খুনের চেষ্টার অভিযোগ ৷ ঢাকা ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে ছাত্রদের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধরের অভিযোগে মামলা দায়ের হয়েছে ।

ওই রিপোর্ট থেকে জানা গিয়েছে, দায়ের হওয়া মামলায় 1 নম্বর আসামি হিসেবে নাম রয়েছে মাশরাফি মোর্তাজার ৷ বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক প্রাক্তন অধিনায়ক । সংসদের হুইপও ছিলেন তিনি । ওই মামলাতেই নাম রয়েছে তাঁর বাবা গোলাম মোর্তাজারাও । একমাস আগে শাকিব আল হাসানের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয় । ঢাকার আদাবর থানায় দায়ের করা ওই মামলায় শাকিবের সঙ্গেই নাম রয়েছে বাংলাদেশের বিখ্যাত অভিনেতা ফিরদৌস আহমেদেরও ৷ এবার মামলা হল শাকিবের প্রাক্তন সতীর্থের নামেও ৷ মোর্তাজা ও তাঁর বাবা ছাড়াও মামলায় নাম রয়েছে আরও 88 জনের ৷

জানা গিয়েছে, কোটা আন্দোলন চলাকালীন নড়াইলে ছাত্রদের একটি মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ হয় ৷ মারধরও করা হয় মিছিলে অংশগ্রহণকারীদের । অভিযোগ, ওই মিছিলে অস্ত্র নিয়ে আক্রমণ চালান মোর্তাজা ও তাঁর বাবা-সহ আরও অনেকে ৷ ওই আসন থেকেই সংসদে গিয়েছিলেন প্রাক্তন বাংলাদেশি তারকা ৷ যদিও ছাত্র বিক্ষোভ গণবিক্ষোভে পরিণত হওয়ার পর পাশাবদল হয়েছে পড়শি দেশে ৷ ভারতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.