ETV Bharat / sports

ঐতিহাসিক রোলা গারোঁ ফাইনালে আলকা'রাজ', মহাকাব্যিক প্রত্যাবর্তনে ধরে রাখলেন খেতাব - CARLOS ALCARAZ WINS FRENCH OPEN

রবিবাসরীয় ফিলিপ শাত্রিয়ে কোর্টে ফাইনাল হল ফাইনালের মতই ৷ এক বনাম দু'য়ের লড়াই ভাঙল 43 বছরের রেকর্ড ৷

FRENCH OPEN 2025
ট্রফিতে চুম্বন আলকারাজের (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : June 9, 2025 at 10:11 AM IST

3 Min Read

প্যারিস, 9 জুন: কার্লোস আলকারাজের হাতেই কি তাহলে লাল সুরকির কোর্টে ছড়ি ঘোরানোর অদৃশ্য ব্য়াটনটা দিয়ে গিয়েছেন অবসরে যাওয়া রাফায়েল নাদাল ? রবিবাসরীয় ফরাসি ওপেনের অবিশ্বাস্য ফাইনাল দেখে টেনিস অনুরাগীদের মনে প্রশ্ন জাগতেই পারে ৷ রোলা গারোঁয় দীর্ঘতম ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল এদিন ৷ সৌজন্যে কার্লোস আলকারাজের মহাকাব্যিক প্রত্যাবর্তন ৷ দু'সেটে পিছিয়ে পড়েও ম্য়াচে ফিরলেন ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন ৷ প্রতিদ্বন্দ্বী জ্য়ানিক সিনারের তিন-তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট রুখে খেতাব দখলে রাখলেন স্প্য়ানিয়ার্ড ৷ পাঁচ ঘণ্টা 29 মিনিটের ম্য়ারাথান ফাইনালে আলকারাজ জিতলেন 4-6, 6-7 (4), 6-4, 7-6, 7-6 (10-2) ব্যবধানে ৷

ঝুলিতে এর আগে চার-চারটি মেজর খেতাব থাকলেও ফাইনালে পিছিয়ে থেকে শুরু করার বদনাম রয়েছে আলকারাজের ৷ কিন্তু মজার ব্যাপার হল কোনও গ্র্য়ান্ড স্ল্য়ামের ফাইনালে পৌঁছে হারের নজির নাদালের দেশের তরুণ তুর্কির ঝুলিতে ছিল না ৷ এদিন সেই রেকর্ডে সিলমোহর দিয়েই বাজিমাত করে গেলেন আলকারাজ ৷ গতবছরও আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে 1-2 সেটে পিছিয়ে থেকে প্রথম রোলা গারোঁ খেতাব ঘরে তুলেছিলেন তিনি ৷

অন্য়দিকে সিনারও তিনটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালের সবক'টিতেই খেতাব জিতে ফিরেছিলেন রবিবারের আগে পর্যন্ত ৷ তাছাড়া লাল-সুরকির কোর্টে পয়লা গ্র্যান্ড স্ল্য়ামের লক্ষ্যে সিনার এদিন যেভাবে শুরু করেছিলেন, তাতে মনে হচ্ছিল নিজের রেকর্ড ধরে রেখে আলকারাজের ফাইনালে না-হারার নজির ভেঙে দেবেন বিশ্বের এক নম্বর ৷ 6-4 ব্যবধানে সহজেই প্রথম সেট জিতে নেন তিনি ৷ দ্বিতীয় সেট গড়ায় টাইব্রেকারে ৷ সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিনার দ্বিতীয় সেট 7-6 (7-4) জিতে নিলেও আলকারাজ প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়ে রাখেন ৷

CARLOS ALCARAZ WINS FRENCH OPEN
জয়ের আনন্দ আলকারাজের (AP)

তৃতীয় সেটে বাস্তবিক প্রত্যাবর্তন করেনও আলকারাজ ৷ 6-4 ব্যবধানে জিতে খেতাব ধরে রাখার আশ বাঁচিয়ে রাখেন স্প্য়ানিশ তারকা ৷ কিন্তু পরের সেটে একসময় 5-3 ব্য়বধানে এগিয়ে যান ইতালির প্রতিদ্বন্দ্বী ৷ রোলা গারোঁয় প্রথম খেতাব যখন সিনারের হ্যান্ডশেকিং দূরত্বে ঠিক তখনই ফের দুর্ধর্ষ কামব্যাক আলকারাজের ৷ যা বহুদিন গেঁথে থাকবে অনুরাগীদের মননে ৷ ফাইনাল শেষ হয়ে যেতে পারত চার ঘণ্টারও কম সময়ে ৷ কিন্তু চতুর্থ সেটে 3-5 ব্য়বধানে পিছিয়ে থাকা অবস্থায় নিজের সার্ভে সিনারের তিন-তিনটি ম্য়াচ পয়েন্ট বাঁচিয়ে টিকে যান আলকারাজ ৷ বাকিটা ইতিহাস ৷ টাইব্রেকারে চতুর্থ সেট জিতে ফাইনাল নির্ণায়ক পঞ্চম সেটে নিয়ে যান বিশ্বের দু'নম্বর ৷

সেখানে তুল্যমূল্য লড়াই শেষে শেষ হাসি হাসেন আলকারাজ ৷ পঞ্চম সেটও টাইব্রেকারে জিতে দ্বিতীয় ফরাসি ওপেন এবং কেরিয়ারের পঞ্চম মেজর জয় সম্পূর্ণ করেন আলকারাজ ৷ কিংবদন্তি বিয়ন বর্গ এবং রাফায়েল নাদালের পর তৃতীয় কনিষ্ঠ হিসেবে এই নজিরে নাম তুললেন তিনি ৷ ফিলিপ শাত্রিয়ে কোর্টে এদিন এক বনাম দু'য়ের লড়াই ভাঙল 43 বছরের রেকর্ড ৷ 1982 সালে ম্য়াটস উইলান্ডার বনাম গুইয়েরমো ভিয়াসের চার ঘণ্টা 47 মিনিটের ফাইনাল এতদিন রোলা গারোঁর ইতিহাসে ছিল দীর্ঘতম ৷

আরও পড়ুন:

প্যারিস, 9 জুন: কার্লোস আলকারাজের হাতেই কি তাহলে লাল সুরকির কোর্টে ছড়ি ঘোরানোর অদৃশ্য ব্য়াটনটা দিয়ে গিয়েছেন অবসরে যাওয়া রাফায়েল নাদাল ? রবিবাসরীয় ফরাসি ওপেনের অবিশ্বাস্য ফাইনাল দেখে টেনিস অনুরাগীদের মনে প্রশ্ন জাগতেই পারে ৷ রোলা গারোঁয় দীর্ঘতম ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল এদিন ৷ সৌজন্যে কার্লোস আলকারাজের মহাকাব্যিক প্রত্যাবর্তন ৷ দু'সেটে পিছিয়ে পড়েও ম্য়াচে ফিরলেন ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন ৷ প্রতিদ্বন্দ্বী জ্য়ানিক সিনারের তিন-তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট রুখে খেতাব দখলে রাখলেন স্প্য়ানিয়ার্ড ৷ পাঁচ ঘণ্টা 29 মিনিটের ম্য়ারাথান ফাইনালে আলকারাজ জিতলেন 4-6, 6-7 (4), 6-4, 7-6, 7-6 (10-2) ব্যবধানে ৷

ঝুলিতে এর আগে চার-চারটি মেজর খেতাব থাকলেও ফাইনালে পিছিয়ে থেকে শুরু করার বদনাম রয়েছে আলকারাজের ৷ কিন্তু মজার ব্যাপার হল কোনও গ্র্য়ান্ড স্ল্য়ামের ফাইনালে পৌঁছে হারের নজির নাদালের দেশের তরুণ তুর্কির ঝুলিতে ছিল না ৷ এদিন সেই রেকর্ডে সিলমোহর দিয়েই বাজিমাত করে গেলেন আলকারাজ ৷ গতবছরও আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে 1-2 সেটে পিছিয়ে থেকে প্রথম রোলা গারোঁ খেতাব ঘরে তুলেছিলেন তিনি ৷

অন্য়দিকে সিনারও তিনটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালের সবক'টিতেই খেতাব জিতে ফিরেছিলেন রবিবারের আগে পর্যন্ত ৷ তাছাড়া লাল-সুরকির কোর্টে পয়লা গ্র্যান্ড স্ল্য়ামের লক্ষ্যে সিনার এদিন যেভাবে শুরু করেছিলেন, তাতে মনে হচ্ছিল নিজের রেকর্ড ধরে রেখে আলকারাজের ফাইনালে না-হারার নজির ভেঙে দেবেন বিশ্বের এক নম্বর ৷ 6-4 ব্যবধানে সহজেই প্রথম সেট জিতে নেন তিনি ৷ দ্বিতীয় সেট গড়ায় টাইব্রেকারে ৷ সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিনার দ্বিতীয় সেট 7-6 (7-4) জিতে নিলেও আলকারাজ প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়ে রাখেন ৷

CARLOS ALCARAZ WINS FRENCH OPEN
জয়ের আনন্দ আলকারাজের (AP)

তৃতীয় সেটে বাস্তবিক প্রত্যাবর্তন করেনও আলকারাজ ৷ 6-4 ব্যবধানে জিতে খেতাব ধরে রাখার আশ বাঁচিয়ে রাখেন স্প্য়ানিশ তারকা ৷ কিন্তু পরের সেটে একসময় 5-3 ব্য়বধানে এগিয়ে যান ইতালির প্রতিদ্বন্দ্বী ৷ রোলা গারোঁয় প্রথম খেতাব যখন সিনারের হ্যান্ডশেকিং দূরত্বে ঠিক তখনই ফের দুর্ধর্ষ কামব্যাক আলকারাজের ৷ যা বহুদিন গেঁথে থাকবে অনুরাগীদের মননে ৷ ফাইনাল শেষ হয়ে যেতে পারত চার ঘণ্টারও কম সময়ে ৷ কিন্তু চতুর্থ সেটে 3-5 ব্য়বধানে পিছিয়ে থাকা অবস্থায় নিজের সার্ভে সিনারের তিন-তিনটি ম্য়াচ পয়েন্ট বাঁচিয়ে টিকে যান আলকারাজ ৷ বাকিটা ইতিহাস ৷ টাইব্রেকারে চতুর্থ সেট জিতে ফাইনাল নির্ণায়ক পঞ্চম সেটে নিয়ে যান বিশ্বের দু'নম্বর ৷

সেখানে তুল্যমূল্য লড়াই শেষে শেষ হাসি হাসেন আলকারাজ ৷ পঞ্চম সেটও টাইব্রেকারে জিতে দ্বিতীয় ফরাসি ওপেন এবং কেরিয়ারের পঞ্চম মেজর জয় সম্পূর্ণ করেন আলকারাজ ৷ কিংবদন্তি বিয়ন বর্গ এবং রাফায়েল নাদালের পর তৃতীয় কনিষ্ঠ হিসেবে এই নজিরে নাম তুললেন তিনি ৷ ফিলিপ শাত্রিয়ে কোর্টে এদিন এক বনাম দু'য়ের লড়াই ভাঙল 43 বছরের রেকর্ড ৷ 1982 সালে ম্য়াটস উইলান্ডার বনাম গুইয়েরমো ভিয়াসের চার ঘণ্টা 47 মিনিটের ফাইনাল এতদিন রোলা গারোঁর ইতিহাসে ছিল দীর্ঘতম ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.