মন্ট্রিয়াল, 10 জুন: চারশো মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে গত শনিবার তৈরি করেছিলেন নয়া বিশ্বরেকর্ড ৷ দিনদু'য়েকের মাথায় একই প্রতিযোগিতার অন্য ইভেন্টে ফের নয়া বিশ্বরেকর্ড তৈরি করলেন সামার ম্যাকিনটোশ ৷ ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে এদিন বেল কানাডিয়ান সুইমিং ট্রায়ালে 200 মিটারের ব্যক্তিগত মেডলি (মেয়েদের) ইভেন্টে দশ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভেঙে দিলেন কানাডার কিশোরী সাঁতারু ৷
গতবছর প্য়ারিস অলিম্পিক্সে তিনটি ইভেন্টে সোনা জিতেছিলেন ম্যাকিনটোশ ৷ যার মধ্যে রয়েছে 200 মিটার মেডলি ইভেন্ট ৷ সেই ইভেন্টেই হাঙ্গেরির কাতিনকা হসজু'র 2015 সালের নজির ভেঙে নয়া বিশ্বরেকর্ড নিজের নামে করে নিলেন তিনি ৷ দশ বছর আগে 2:06:12 মিনিটে শেষ করে 200 মিটার মেডলি ইভেন্টে বিশ্বরেকর্ড গড়েছিলেন হসজু ৷ যা সোমবারের আগে পর্যন্ত অক্ষত ছিল ৷ এদিন নয়া বিশ্বরেকর্ড গড়ার পথে ম্য়াকিনটোশ সময় নিলেন 2:05:70 মিনিট ৷
SUMMER MCINTOSH EARNS HER SECOND WORLD RECORD AT THE CANADIAN SWIMMING TRIALS 🤯👏
— CBC Olympics (@CBCOlympics) June 10, 2025
She breaks Katinka Hosszu’s 200m individual medley world record with a time of 2:05.70. pic.twitter.com/BWe6sknnzR
2025 বেল কানাডিয়ান ট্রায়ালের প্রথমদিন অর্থাৎ, গত শনিবার পুলে ঝড় তুলে প্রথম বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছিলেন ম্যাকিনটোশ ৷ 400 মিটার ফ্রি-স্টাইল তিনি শেষ করেছিলেন 3:54:18 মিনিট সময়ে ৷ পরদিন 800 মিটার ফ্রি-স্টাইলেও নজর কেড়েছিলেন কানাডার অষ্টাদশী ৷ বিশ্বের তৃতীয় দ্রুততম হিসেবে ওই ইভেন্ট শেষ করেছিলেন ম্য়াকিনটোশ ৷ আগামী মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব অ্যাকোয়াটিকস চ্যাম্পিয়নশিপের আগে জোড়া বিশ্বরেকর্ড নিঃসন্দেহে আরও আত্মবিশ্বাস জোগাবে ৷
এ ব্য়াপারে ম্য়াকিনটোশ বলেন, "সেরা পাঁচের বাইরে গিয়ে 200 মিটার ব্যক্তিগত মেডলি ইভেন্টই আমার সবচেয়ে পছন্দের ৷ বিশ্বরেকর্ড গড়তে পেরে আমি ভীষণ খুশি আর সিঙ্গাপুর রওনা হওয়ার আগে এই রেকর্ড আমায় আরও আত্মবিশ্বাসী করে তুলবে ৷"