ETV Bharat / sports

বিশ্বকাপে ব্রাজিল, সবক'টি সংস্করণে যোগ্যতা অর্জনের নজির সাম্বার দেশের - BRAZIL EARN WORLD CUP TICKET

ব্রাজিলের সঙ্গে একইদিনে বিশ্বকাপের মূলপর্বে পৌঁছল লাতিন আমেরিকার আরেক দেশ ৷

BRAZIL BEAT PARAGUAY
গোলের উচ্ছ্বাস ব্রাজিল ফুটবলারদের (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : June 11, 2025 at 3:30 PM IST

2 Min Read

সাও পাওলো, 11 জুন: দেরিতে হলেও বিশ্বকাপে কার্লো আন্সেলোত্তির ব্রাজিল ৷ ইকুয়েডরের সঙ্গে দিনকয়েক আগে ড্র করে অপেক্ষা দীর্ঘায়িত হয়েছিল সেলেকাও'য়ের ৷ যে ম্য়াচ নয়া কোচের প্রথম অ্যাসাইনমেন্টও ছিল বটে ৷ কিন্তু বুধবার প্যারাগুয়েকে হারিয়ে অপেক্ষা আর বাড়াল না ব্রাজিল ৷ ভিনিসিয়াস জুনিয়রের গোলে জিতে কানাডা-মেক্সিকো-যুক্তরাষ্ট্রের টিকিট কেটে ফেলল সাম্বার দেশ ৷

উল্লেখযোগ্য বিষয় হল, একমাত্র দেশ হিসেবে সবক'টি ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল ব্রাজিল ৷ মহাদেশের প্রথম দল হিসেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্তিনা মূলপর্বে পৌঁছে গিয়েছিল আগেই ৷ আর এদিন ব্রাজিলের সঙ্গে লাতিন আমেরিকার তৃতীয় দল হিসেবে পরের বিশ্বকাপের জায়গা পাকা করল ইকুয়েডরও ৷ পেরুর সঙ্গে ড্র করে বিশ্বকাপে প্রবেশ নিশ্চিত করল তাঁরা ৷ আরও তিন দল অপেক্ষায় সরাসরি মূলপর্বে পৌঁছনোর ৷

এদিন নয়া কোচ হিসেবে কার্লো আন্সেলোত্তিকে প্রথম জয় এনে দিলেন তাঁর দলের ফুটবলাররা ৷ বর্ষীয়ান কোচকে তাঁর জন্মদিনের উপহার দিলেন ক্লাব ফুটবলের সূত্রে তাঁর বহুদিনের শিষ্য ভিনিসিয়াস জুনিয়র ৷ ম্যাচের প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের গোলেই তিন পয়েন্ট তুলে নেয় সেলেকাও ব্রিগেড ৷ ম্য়াথিউজ কুনহার ক্রস থেকে 44 মিনিটে গোল করে যান ভিনি ৷

উরুগুয়ে এদিন ভেনেজুয়েলাকে 2-0 গোলে হারানোর পর গুরুত্ব বেড়ে গিয়েছিল এই ম্য়াচের ৷ বিশ্বকাপের মূলপর্বে পৌঁছতে ব্রাজিলের বিরুদ্ধে এদিন ড্র প্রয়োজন ছিল প্যারাগুয়ের ৷ অন্যদিকে ব্রাজিলকে তিন পয়েন্ট নিশ্চিত করতেই হত ৷ ভিনিসিয়াসের গোলে সেটাই করল আন্সেলোত্তির ছেলেরা ৷ ব্রাজিল জিতলেও এদিন অবশ্য আটকে গেল আর্জেন্তিনা ৷ কলম্বিয়ার বিরুদ্ধে 1-1 ড্র করল 'লা আলবিসেলেস্তে' ৷ লিভারপুল তারকা লুইজ দিয়াজ গোল করে কলম্বিয়াকে এগিয়ে দিলেও আর্জেন্তিনার হয়ে সমতা ফেরান থিয়াগো আলমাডা ৷

ড্র করেও 16 ম্য়াচে 35 পয়েন্ট নিয়ে শীর্ষেই গতবারের চ্যাম্পিয়নরা ৷ সমসংখ্যক ম্যাচে 25 পয়েন্ট সংগ্রহ করে বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করল ইকুয়েডর ও ব্রাজিল ৷ 24 পয়েন্ট নিয়ে যথাক্রমে চার এবং পাঁচে থাকা উরুগুয়ে ও কলম্বিয়াও মূলপর্বে প্রবেশের অপেক্ষায় ৷ 18 পয়েন্ট এবং 17 পয়েন্ট নিয়ে সরাসরি যোগ্যতা অর্জনের প্রশ্নে টিকে রয়েছে ভেনেজুয়েলা এবং বলিভিয়া ৷ ভেনেজুয়েলা এদিন হারলেও চিলিকে 2-0 গোলে হারিয়ে লাইফলাইন পেয়েছে বলিভিয়া ৷

আরও পড়ুন:

সাও পাওলো, 11 জুন: দেরিতে হলেও বিশ্বকাপে কার্লো আন্সেলোত্তির ব্রাজিল ৷ ইকুয়েডরের সঙ্গে দিনকয়েক আগে ড্র করে অপেক্ষা দীর্ঘায়িত হয়েছিল সেলেকাও'য়ের ৷ যে ম্য়াচ নয়া কোচের প্রথম অ্যাসাইনমেন্টও ছিল বটে ৷ কিন্তু বুধবার প্যারাগুয়েকে হারিয়ে অপেক্ষা আর বাড়াল না ব্রাজিল ৷ ভিনিসিয়াস জুনিয়রের গোলে জিতে কানাডা-মেক্সিকো-যুক্তরাষ্ট্রের টিকিট কেটে ফেলল সাম্বার দেশ ৷

উল্লেখযোগ্য বিষয় হল, একমাত্র দেশ হিসেবে সবক'টি ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল ব্রাজিল ৷ মহাদেশের প্রথম দল হিসেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্তিনা মূলপর্বে পৌঁছে গিয়েছিল আগেই ৷ আর এদিন ব্রাজিলের সঙ্গে লাতিন আমেরিকার তৃতীয় দল হিসেবে পরের বিশ্বকাপের জায়গা পাকা করল ইকুয়েডরও ৷ পেরুর সঙ্গে ড্র করে বিশ্বকাপে প্রবেশ নিশ্চিত করল তাঁরা ৷ আরও তিন দল অপেক্ষায় সরাসরি মূলপর্বে পৌঁছনোর ৷

এদিন নয়া কোচ হিসেবে কার্লো আন্সেলোত্তিকে প্রথম জয় এনে দিলেন তাঁর দলের ফুটবলাররা ৷ বর্ষীয়ান কোচকে তাঁর জন্মদিনের উপহার দিলেন ক্লাব ফুটবলের সূত্রে তাঁর বহুদিনের শিষ্য ভিনিসিয়াস জুনিয়র ৷ ম্যাচের প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের গোলেই তিন পয়েন্ট তুলে নেয় সেলেকাও ব্রিগেড ৷ ম্য়াথিউজ কুনহার ক্রস থেকে 44 মিনিটে গোল করে যান ভিনি ৷

উরুগুয়ে এদিন ভেনেজুয়েলাকে 2-0 গোলে হারানোর পর গুরুত্ব বেড়ে গিয়েছিল এই ম্য়াচের ৷ বিশ্বকাপের মূলপর্বে পৌঁছতে ব্রাজিলের বিরুদ্ধে এদিন ড্র প্রয়োজন ছিল প্যারাগুয়ের ৷ অন্যদিকে ব্রাজিলকে তিন পয়েন্ট নিশ্চিত করতেই হত ৷ ভিনিসিয়াসের গোলে সেটাই করল আন্সেলোত্তির ছেলেরা ৷ ব্রাজিল জিতলেও এদিন অবশ্য আটকে গেল আর্জেন্তিনা ৷ কলম্বিয়ার বিরুদ্ধে 1-1 ড্র করল 'লা আলবিসেলেস্তে' ৷ লিভারপুল তারকা লুইজ দিয়াজ গোল করে কলম্বিয়াকে এগিয়ে দিলেও আর্জেন্তিনার হয়ে সমতা ফেরান থিয়াগো আলমাডা ৷

ড্র করেও 16 ম্য়াচে 35 পয়েন্ট নিয়ে শীর্ষেই গতবারের চ্যাম্পিয়নরা ৷ সমসংখ্যক ম্যাচে 25 পয়েন্ট সংগ্রহ করে বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করল ইকুয়েডর ও ব্রাজিল ৷ 24 পয়েন্ট নিয়ে যথাক্রমে চার এবং পাঁচে থাকা উরুগুয়ে ও কলম্বিয়াও মূলপর্বে প্রবেশের অপেক্ষায় ৷ 18 পয়েন্ট এবং 17 পয়েন্ট নিয়ে সরাসরি যোগ্যতা অর্জনের প্রশ্নে টিকে রয়েছে ভেনেজুয়েলা এবং বলিভিয়া ৷ ভেনেজুয়েলা এদিন হারলেও চিলিকে 2-0 গোলে হারিয়ে লাইফলাইন পেয়েছে বলিভিয়া ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.