ETV Bharat / sports

নীরজের সঙ্গে সম্পর্ক ছিন্ন জোড়া অলিম্পিক্স পদক দেওয়া কোচের - NEERAJ CHOPRA

NEERAJ PART WAYS WITH BARTONIETZ: বছর তিনেক আগে আরও একবার সরে দাঁড়াতে চাইলেও সেবার আটকানো সম্ভব হয়েছিল ৷ কিন্তু এবার নীরজ চোপড়ার কোচ হিসেবে পাকাপাকিভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ক্লস বার্তোনিৎজ ৷ কিন্তু কেন?

author img

By ETV Bharat Sports Team

Published : Oct 2, 2024, 3:05 PM IST

NEERAJ PART WAYS WITH BARTONIETZ
সরে দাঁড়ালেন নীরজের কোচ (IANS Photo)

নয়াদিল্লি, 2 অক্টোবর: মরশুম শেষে বড় ধাক্কা নীরজ চোপড়ার জন্য ৷ টোকিয়ো অলিম্পিক্সে সোনা এবং প্য়ারিসে রুপো এনে দেওয়া জার্মান কোচ সরে দাঁড়ালেন তাঁর প্রশিক্ষক হিসেবে ৷ তবে অন্য কিছু নয়, বয়সজনিত কারণে পরিবারের সঙ্গে থাকতেই এহেন সিদ্ধান্ত নীরজের জার্মান কোচ ক্লস বার্তোনিৎজের ৷

প্রাথমিকভাবে বায়োমেকানিক বিশেষজ্ঞ হিসেবে নীরজের দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন 76 বছর বয়সি এই জার্মান ৷ পরবর্তী সময়ে 2019 সালে জ্যাভলিন থ্রোয়ারের কোচ হিসেবে নিযুক্ত হন ক্লস ৷ অর্থাৎ, জার্মান কোচের সঙ্গে পাঁচ বছরের মধুচন্দ্রিমা শেষ হল 'গোল্ডেন বয়ে'র ৷ ভারতের অ্য়াথলেটিক্স ফেডারেশনের তরফে সরকারিভাবে বার্তোনিৎজের সরে দাঁড়ানোর বিষয়টি জানানো হয়েছে ৷ সেখানেই বলা হয়েছে পরিবারের সঙ্গে সময় কাটাতেই জার্মান কোচের এই সিদ্ধান্ত ৷ নীরজ তাঁর কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে হেঁটেছেন এমন কথা কোনও কোনও মহলে উঠলেও সেই রিপোর্ট খারিজ করেছে অ্য়াথলেটিক্স ফেডারেশন ৷

ফেডারেশনের তরফে কোচ রাধাকৃষ্ণাণ নায়ার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, "আগামী মরশুম থেকে কোচ ক্লস বার্তোনিৎজ নীরজ চোপড়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন না ৷ অক্টোবরের মাঝামাঝি তিনি দেশে ফিরছেন ৷ 76 বছর বয়সে এসে পরিবারের সঙ্গে আরও বেশি করে সময় কাটাতে চান তিনি ৷"

এর আগে 2021 সালেও দায়িত্ব ঝেড়ে ফেলে দেশে ফিরে যেতে চেয়েছিলেন এই জার্মান কোচ ৷ কিন্তু নীরজের অনুরোধে সেবার তাঁর যাওয়া আটকানো গেলেও এবার পাকাপাকিভাবে দেশে ফিরছেন তিনি ৷ বার্তোনিৎজের অধীনে জোড়া অলিম্পিক্স পদক ছাড়াও নীরজ জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ডায়মন্ড লিগ খেতাব ৷ এছাড়া জার্মান কোচের অধীনে হ্যাংঝাউ এশিয়াডেও সোনা জিতেছিলেন পানিপথের ছেলে ৷

নয়াদিল্লি, 2 অক্টোবর: মরশুম শেষে বড় ধাক্কা নীরজ চোপড়ার জন্য ৷ টোকিয়ো অলিম্পিক্সে সোনা এবং প্য়ারিসে রুপো এনে দেওয়া জার্মান কোচ সরে দাঁড়ালেন তাঁর প্রশিক্ষক হিসেবে ৷ তবে অন্য কিছু নয়, বয়সজনিত কারণে পরিবারের সঙ্গে থাকতেই এহেন সিদ্ধান্ত নীরজের জার্মান কোচ ক্লস বার্তোনিৎজের ৷

প্রাথমিকভাবে বায়োমেকানিক বিশেষজ্ঞ হিসেবে নীরজের দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন 76 বছর বয়সি এই জার্মান ৷ পরবর্তী সময়ে 2019 সালে জ্যাভলিন থ্রোয়ারের কোচ হিসেবে নিযুক্ত হন ক্লস ৷ অর্থাৎ, জার্মান কোচের সঙ্গে পাঁচ বছরের মধুচন্দ্রিমা শেষ হল 'গোল্ডেন বয়ে'র ৷ ভারতের অ্য়াথলেটিক্স ফেডারেশনের তরফে সরকারিভাবে বার্তোনিৎজের সরে দাঁড়ানোর বিষয়টি জানানো হয়েছে ৷ সেখানেই বলা হয়েছে পরিবারের সঙ্গে সময় কাটাতেই জার্মান কোচের এই সিদ্ধান্ত ৷ নীরজ তাঁর কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে হেঁটেছেন এমন কথা কোনও কোনও মহলে উঠলেও সেই রিপোর্ট খারিজ করেছে অ্য়াথলেটিক্স ফেডারেশন ৷

ফেডারেশনের তরফে কোচ রাধাকৃষ্ণাণ নায়ার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, "আগামী মরশুম থেকে কোচ ক্লস বার্তোনিৎজ নীরজ চোপড়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন না ৷ অক্টোবরের মাঝামাঝি তিনি দেশে ফিরছেন ৷ 76 বছর বয়সে এসে পরিবারের সঙ্গে আরও বেশি করে সময় কাটাতে চান তিনি ৷"

এর আগে 2021 সালেও দায়িত্ব ঝেড়ে ফেলে দেশে ফিরে যেতে চেয়েছিলেন এই জার্মান কোচ ৷ কিন্তু নীরজের অনুরোধে সেবার তাঁর যাওয়া আটকানো গেলেও এবার পাকাপাকিভাবে দেশে ফিরছেন তিনি ৷ বার্তোনিৎজের অধীনে জোড়া অলিম্পিক্স পদক ছাড়াও নীরজ জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ডায়মন্ড লিগ খেতাব ৷ এছাড়া জার্মান কোচের অধীনে হ্যাংঝাউ এশিয়াডেও সোনা জিতেছিলেন পানিপথের ছেলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.