হায়দরাবাদ, 10 জুন: আগামী মরশুমে তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে কোথায় ? সম্প্রতি বোর্ডের নেওয়া একটি চরম সিদ্ধান্তে সেই প্রশ্নই মাথাচাড়া দিয়েছে ৷ তাহলে কি আগামী মরশুম থেকে চিন্নাস্বামীতে বসে প্রিয় দলের ম্য়াচ দেখা থেকে বঞ্চিত হবেন আরসিবি ফ্যানেরা ? এমন প্রশ্ন উঁকি দিচ্ছে সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের নেওয়া একটি চরম সিদ্ধান্তে ৷ আইপিএল জয়ের সেলিব্রেশনে চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে 11 জন অনুরাগীর মৃত্যুর পর সংশ্লিষ্ট স্টেডিয়াম থেকে একাধিক ম্য়াচ সরিয়ে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷
আগামী নভেম্বরে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ৷ একমাসেরও বেশি সময়ে এদেশে দু'টি টেস্ট, তিনটি ওয়ান-ডে এবং পাঁচম্য়াচের টি-20 সিরিজ খেলবে তাঁরা ৷ তার আগে ভারতে আসবে প্রোটিয়া-এ দলও ৷ তাঁরা ভারতীয়-এ দলের বিরুদ্ধে খেলবে দু'টি মাল্টি-ডে ম্য়াচ এবং তিনটি ওয়ান-ডে ৷ প্রাথমিকভাবে তিনটি ওয়ান-ডে ম্য়াচ চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সূচি সংস্কারের পর তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজকোটে ৷ কী কারণে চিন্নাস্বামী থেকে তিনটি ম্য়াচ সরে গেল, সে বিষয়ে কোনও স্পষ্ট ধারণা মেলেনি ৷ ফলত মনে করা হচ্ছে পদপিষ্টের ঘটনায় 11 জন অনুরাগীর মৃত্যু কারণেই চিন্নাস্বামী থেকে মুখ ফেরাল বোর্ড ৷ মাল্টি-ডে ম্য়াচদু'টি অবশ্য পূর্ব নির্ধারিত সূচি মেনে হবে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ৷
চিন্নাস্বামীর ঘটনায় কর্ণাটক (স্টেট) ক্রিকেট অ্যাসোসিয়েশন দায় যে কোনওভাবেই এড়াতে পারে না, সেটা স্পষ্ট ৷ গোটা ঘটনার জেরে আদালতেও প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাঁদের ৷ ফলত বেশ খানিকটা টালমাটাল পরিস্থিতির মধ্যে কেএসসিএ ৷ এমতাবস্থায় ম্য়াচ আয়োজনের দায়িত্ব থেকে রাজ্য ক্রিকেট সংস্থাকে নিষ্কৃতি দিতেই কি এই সিদ্ধান্ত নাকি কেএসসিএ'তে মোহভঙ্গ হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ? তা অবশ্য স্পষ্ট নয় ৷ গত 4 জুন চিন্নাস্বামীতে দুর্ঘটনার পরই বোর্ডের তরফে কর্ণাটক (স্টেট) ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কাঠগড়ায় তুলে জানিয়ে দেওয়া হয়েছিল যে, গোটা ব্যবস্থাপনায় পরিকল্পনার যথেষ্ট অভাব ছিল ৷
🚨 NEWS 🚨
— BCCI (@BCCI) June 9, 2025
BCCI announces updated venues for Team India (International home season) & South Africa A Tour of India.
Details 🔽 #TeamIndia | @IDFCFIRSTBank https://t.co/vaXuFZQDRA
যদিও ম্য়াচ সরে যাওয়ার সঙ্গে দুর্ঘটনার কোনও সম্পর্ক নেই বলেই মত কেএসসিএ প্রেসিডেন্ট রঘুরাম ভাটের ৷ কিন্তু প্রশ্ন ওঠা তো শুরু হয়ে গিয়েছে ৷ সেপ্টেম্বর-নভেম্বরে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলা মহিলা বিশ্বকাপের ম্য়াচও বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা ৷ সূত্রের খবর, ম্য়াচ চিন্নাস্বামীতে আয়োজন করার ব্যাপারে আইসিসি'র সঙ্গে কথা একপ্রস্থ হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ৷ বিশ্বকাপ ম্য়াচ আয়োজন না-করার চরম কোনও সিদ্ধান্ত এখনও গ্রহণ করা হয়নি অবশ্য ৷ এমনকী আগামী বছর চিন্নাস্বামীতে আরসিবি'র ম্য়াচ খেলার বিষয়ে প্রশ্ন তুলে দেওয়া এই মুহূর্তে অর্থহীন ৷ কিন্তু প্রোটিয়া-এ দলের ম্য়াচ সরিয়ে কী বার্তা দিল বোর্ড ? ভেবে খানিক শঙ্কিত আরসিবি অনুরাগীরা ৷