ETV Bharat / sports

চ্যাম্পিয়ন্স ট্রফির মুখে নরম বিসিসিআই, স্ত্রী'দের একম্যাচের জন্য সঙ্গে পাবেন রোহিত-বিরাটরা - ICC CHAMPIONS TROPHY 2025

একম্যাচের জন্য শেষমেশ দুবাইয়ে প্রিয়জনদের কাছে পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির মুখে সুর নরম বোর্ডের ৷

ICC CHAMPIONS TROPHY 2025
এক ম্যাচের জন্য দুবাইয়ে যেতে পারেন ভারতীয় ক্রিকেটাররা (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 18, 2025, 5:06 PM IST

মুম্বই, 18 ফেব্রুয়ারি: বাংলাদেশ ম্য়াচ দিয়ে আগামী বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷ অভিযান শুরুর আগে নিঃসন্দেহে খানিকটা স্বস্তি ভারতীয় শিবিরে ৷ সম্প্রতি যে 10 দফা ফতোয়া জারি হয়েছে বিসিসিআই'য়ের তরফে, তারমধ্যে একটি ক্ষেত্রে কিছুটা শিথিল হল দেশের ক্রিকেট বোর্ড ৷ ক্রিকেটারদের স্ত্রী'কে (পরিবার) দুবাইয়ে যে কোনও একটি ম্য়াচ দেখার ছাড়পত্র দিতে চলেছে বিসিসিআই ৷ তবে বোর্ডের কাছে এ ব্য়াপার চূড়ান্ত অনুমোদন নিতে হবে প্রত্যেক ক্রিকেটারকে ৷

ইন্ডিয়া ট্যুডে'কে বোর্ডের এক সূত্র বলেছে, "দলের মধ্যে বোঝাপড়া বাড়ানোর প্রক্রিয়া এখনও নজরে রয়েছে ৷ তবে এরইমধ্যে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্য়াচের জন্য ক্রিকেটারদের স্ত্রী কিংবা পরিবারের অন্য সদস্যকে অনুমতি দেওয়ার ৷ এ ব্যাপারে বোর্ডের কাছে চূড়ান্ত অনুমতি নিতে হবে ক্রিকেটারদের ৷ কোন ম্য়াচে স্ত্রী-পরিবাররা হাজির থাকতে চায়, তা ক্রিকেটারদের তরফে জানাতে হবে বোর্ডকে ৷ সেই অনুরোধ অনুযায়ী মিলবে অনুমতি ৷"

বোর্ডের নয়া নিয়ম অনুযায়ী 45 দিনের কম সফরের জন্য স্ত্রী-সন্তানদের (18 বছরের কম) ক্রিকেটারদের সঙ্গে যাওয়ার কোনও অনুমতি নেই ৷ সেই ফতোয়া মেনে একমাসের কম সময়ের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ক্রিকেটার এবং কোচিং স্টাফদের স্ত্রী-পরিবারকে প্রাথমিকভাবে দুবাইয়ে যাওয়ার অনুমতি দেয়নি বোর্ড ৷ অবশ্য ক্রিকেটার এবং কোচিং স্টাফেদের অন্দরে এই সিদ্ধান্ত নিয়ে চাপা ক্ষোভ ছিল ৷ সেই ক্ষোভ বোর্ডের কানে কতটা পৌঁছেছে জানা নেই, তবে শেষমেশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সুর কিছুটা নরম করল বিসিসিআই ৷

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল তাঁদের ম্যাচগুলি খেলবে দুবাইয়ে ৷ 20 ফেব্রুয়ারি বাংলাদেশ ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু হচ্ছে ভারতের ৷ গ্রুপের বাকি দুই প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত তাঁদের ম্য়াচগুলি খেলবে যথাক্রমে 23 ফেব্রুয়ারি এবং 2 মার্চ ৷ এরপর সেমিফাইনাল এবং ফাইনালের যোগ্যতা অর্জন করলেও সেগুলি মরুদেশেই খেলবেন রোহিত-বিরাটরা ৷

আরও পড়ুন :

মুম্বই, 18 ফেব্রুয়ারি: বাংলাদেশ ম্য়াচ দিয়ে আগামী বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷ অভিযান শুরুর আগে নিঃসন্দেহে খানিকটা স্বস্তি ভারতীয় শিবিরে ৷ সম্প্রতি যে 10 দফা ফতোয়া জারি হয়েছে বিসিসিআই'য়ের তরফে, তারমধ্যে একটি ক্ষেত্রে কিছুটা শিথিল হল দেশের ক্রিকেট বোর্ড ৷ ক্রিকেটারদের স্ত্রী'কে (পরিবার) দুবাইয়ে যে কোনও একটি ম্য়াচ দেখার ছাড়পত্র দিতে চলেছে বিসিসিআই ৷ তবে বোর্ডের কাছে এ ব্য়াপার চূড়ান্ত অনুমোদন নিতে হবে প্রত্যেক ক্রিকেটারকে ৷

ইন্ডিয়া ট্যুডে'কে বোর্ডের এক সূত্র বলেছে, "দলের মধ্যে বোঝাপড়া বাড়ানোর প্রক্রিয়া এখনও নজরে রয়েছে ৷ তবে এরইমধ্যে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্য়াচের জন্য ক্রিকেটারদের স্ত্রী কিংবা পরিবারের অন্য সদস্যকে অনুমতি দেওয়ার ৷ এ ব্যাপারে বোর্ডের কাছে চূড়ান্ত অনুমতি নিতে হবে ক্রিকেটারদের ৷ কোন ম্য়াচে স্ত্রী-পরিবাররা হাজির থাকতে চায়, তা ক্রিকেটারদের তরফে জানাতে হবে বোর্ডকে ৷ সেই অনুরোধ অনুযায়ী মিলবে অনুমতি ৷"

বোর্ডের নয়া নিয়ম অনুযায়ী 45 দিনের কম সফরের জন্য স্ত্রী-সন্তানদের (18 বছরের কম) ক্রিকেটারদের সঙ্গে যাওয়ার কোনও অনুমতি নেই ৷ সেই ফতোয়া মেনে একমাসের কম সময়ের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ক্রিকেটার এবং কোচিং স্টাফদের স্ত্রী-পরিবারকে প্রাথমিকভাবে দুবাইয়ে যাওয়ার অনুমতি দেয়নি বোর্ড ৷ অবশ্য ক্রিকেটার এবং কোচিং স্টাফেদের অন্দরে এই সিদ্ধান্ত নিয়ে চাপা ক্ষোভ ছিল ৷ সেই ক্ষোভ বোর্ডের কানে কতটা পৌঁছেছে জানা নেই, তবে শেষমেশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সুর কিছুটা নরম করল বিসিসিআই ৷

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল তাঁদের ম্যাচগুলি খেলবে দুবাইয়ে ৷ 20 ফেব্রুয়ারি বাংলাদেশ ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু হচ্ছে ভারতের ৷ গ্রুপের বাকি দুই প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত তাঁদের ম্য়াচগুলি খেলবে যথাক্রমে 23 ফেব্রুয়ারি এবং 2 মার্চ ৷ এরপর সেমিফাইনাল এবং ফাইনালের যোগ্যতা অর্জন করলেও সেগুলি মরুদেশেই খেলবেন রোহিত-বিরাটরা ৷

আরও পড়ুন :

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.