মুম্বই, 20 মার্চ: বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি এখনও প্রত্যাহার না-করলেও কোভিডকালে আনা বড়সড় নিয়ম প্রত্যাহার করে নিল বিসিসিআই ৷ বোর্ডের তরফে আইপিএলে বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হল বৃহস্পতিবার ৷ ফলত আসন্ন আইপিএল মরশুমে বলে লালা ব্যবহারের ক্ষেত্রে আর কোনও নিষেধাজ্ঞা রইল না ৷ বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের তরফে সম্মতি পাওয়ার পরেই এই সিদ্ধান্ত বোর্ডের ৷
বৃহস্পতিবার মুম্বইয়ে 'ক্যাপ্টেনস মিট' অনুষ্ঠানে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় ৷ এব্যাপারে বোর্ডের এক শীর্ষ আধিকারিক সংবাদসংস্থা পিটিআই'কে বলেন, "অবশেষে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল ৷ অধিনায়কদের মধ্যে অধিকাংশই এই পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সম্মতি জানিয়েছেন ৷ কয়েকজন আবার নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়েও সম্মতি দেন ৷ কেউ কেউ দ্বিধায় ছিলেন ৷ তবে বেশিরভাগ অধিনায়কই সমর্থন জানিয়েছেন ৷"
অতিমারিকালে দীর্ঘ কয়েকমাস বন্ধ থাকার পর ক্রিকেট যখন চালু হয়, তখন সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা এনেছিল আইসিসি ৷ পরবর্তীতে সেই নিয়ম অনুসরণ করে বিভিন্ন দেশের ক্রিকেট লিগগুলি ৷ ব্যতিক্রম ছিল না আইপিএলও ৷ এদিন বিশ্বের প্রথম মেজর ক্রিকেটিং ইভেন্ট হিসেবে তা প্রত্য়াহারের সিদ্ধান্ত নিল ইন্ডিয়ান প্রিমিয়র লিগ ৷
🚨 APPLYING SALIVA TO BALLS. 🚨
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 20, 2025
- The BCCI has lifted the ban of applying saliva on the ball in the IPL. (Bharat Sharma/PTI). pic.twitter.com/zIpuNYcrCR
দিনকে দিন ব্যাটারদের আধিপত্য বাড়ছে ক্রিকেটে ৷ তাই বোলারদের স্বার্থে বলে লালা ব্যবহারে অনুমতি দেওয়ার বিষয়ে সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় সুর চড়িয়েছিলেন মহম্মদ শামি ৷ ভারতীয় স্পিডস্টার জানান, রিভার্স স্যুইং ফিরিয়ে এনে ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে বলে লালা ব্যবহারে পুনরায় অনুমতি দেওয়া উচিত ৷ ভারতীয় পেসারকে সমর্থন জানিয়েছিলেন টিম সাউদি, ভার্নন ফিল্যান্ডাররা ৷ শামির উপলব্ধিই বিসিসিআই'য়ের সিদ্ধান্তকে ত্বরান্বিত করল বলা যায় ৷
'ক্যাপ্টেনস মিটে' এদিন আলোচনার পর আরও একটি বিষয় সামনে এসেছে ৷ আইপিএলে ওয়াইড বলের (অফস্টাম্পের বাইরে এবং উচ্চতা সম্পন্ন) ক্ষেত্রে ডিআরএস নেওয়ার বিষয়টি চালু ছিল 2023 থেকেই ৷ তবে এবার এক্ষেত্রে ব্যবহার করা হবে হক-আই এবং বল ট্র্যাকিং প্রযুক্তি ৷ সবমিলিয়ে একাধিক নয়া নিয়মের সঙ্গে অষ্টাদশ আইপিএলের ঢাকে কাঠি পড়ার অপেক্ষা ৷