ধরমশালা, 9 মার্চ: ধরমশালা, 9 মার্চ: টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিতে হবে ৷ তা আরও একবার বুঝিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ তরুণ ক্রিকেটারদের টেস্টের প্রতি আগ্রহী করতে ম্যাচ ফি-র উপর সর্বাধিক তিনগুণ 'উৎসাহ ভাতা' বাড়াল বিসিসিআই ৷ তবে, অবশ্য়ই কিছু শর্ত রয়েছে সেক্ষেত্রে ৷ আজ ধরমশালায় ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘোষণা করা হয় বোর্ডের তরফে ৷ সেই সঙ্গে বিসিসিআই সচিব জয় শাহ এনিয়ে সোশাল মিডিয়াতেও বিস্তারিত তথ্য দিয়েছেন ৷
এদিন জয় শাহ তাঁর সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন, "আমি এটা ঘোষণা করতে পেরে খুশি যে, সিনিয়র পুরুষ দলের জন্য 'টেস্ট ক্রিকেট উৎসাহ ভাতা প্রকল্প' চালু করা হচ্ছে ৷ যার লক্ষ্য আমাদের সম্মানিত ক্রীড়াবিদের আর্থিক স্বচ্ছলতা ও স্থিরতা প্রদান করা ৷ 2022-23 মরশুম থেকে শুরু হওয়া, 'টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিমে' টেস্ট ম্যাচ প্রতি বিদ্যমান 15 লক্ষ টাকার ফি-র উপর বাড়তি মূল্য হিসেবে দেওয়া হবে ৷"
বিসিসিআইয়ের ঘোষণা অনুযায়ী, যদি কোনও আন্তর্জাতিক ক্রিকেট মরশুমে ভারত মোট 9টি টেস্ট খেলে, সেখানে চার বা তার কম ম্যাচ খেলা ক্রিকেটাররা নির্ধারিত 15 লক্ষ টাকা ম্যাচ-ফি পাবেন ৷ বাড়তি 'উৎসাহ ভাতা' পাবেন না ৷ প্রথম একাদশে না থাকা ক্রিকেটাররাও 'উৎসাহ ভাতা' পাবেন ৷ সেক্ষেত্রে কোনও ক্রিকেটার চার বা তার কম টেস্ট ম্যাচে দলের সঙ্গে থাকেন, তাহলে 'উৎসাহ ভাতা'র আওতায় আসবেন না ৷
ন্যূনতম 5 বা 6 টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটার ম্যাচ ফি-সহ দ্বিগুণ 'উৎসাহ ভাতা' অর্থাৎ, 30 লক্ষ টাকা পাবে ৷ সেক্ষেত্রে সমসংখ্যক টেস্টে রিজার্ভ বেঞ্চে থাকা ক্রিকেটার 15 লক্ষ টাকা ম্যাচ প্রতি পাবেন ৷ একইভাবে 7 বা তার বেশি টেস্টে খেললে একজন ক্রিকেটার ম্যাচ ফি-সহ তিনগুণ অর্থাৎ, 45 লক্ষ টাকা পাবে ৷ আর সমসংখ্যক টেস্টে রিজার্ভ বেঞ্চে থাকলে 22.5 লক্ষ টাকা ম্যাচ প্রতি পাবেন একজন ক্রিকেটার ৷ এই হিসেবটি ন্যূনতম 9 টেস্টের আন্তর্জাতিক ক্রিকেট মরশুমের জন্য নির্ধারিত ৷
এর বেশি ম্যাচের ক্ষেত্রে ম্যাচ প্রতি সমহারে টাকার পরিমাণ বাড়বে ৷ অর্থাৎ, 10টি টেস্ট ম্যাচ বছরে খেললে একজন ক্রিকেটার সাড়ে 4 কোটি টাকা ভাতা ও ম্যাচ-ফি বাবদ পাবেন ৷ এই নিয়ম 2022-23 ক্রিকেট মরশুম থেকে লাগু করা হয়েছে ৷ উল্লেখ্য, যে সকল ক্রিকেটার টেস্টের প্রথম একাদশে খেলেন তাঁরা ম্যাচ-ফি হিসেবে 15 লক্ষ টাকা পান ৷ আর স্কোয়াডের বাকি রিজার্ভ ক্রিকেটাররা সাড় সাত লক্ষ টাকা ম্যাচ-ফি পান ৷
আরও পড়ুন: