বিশাখাপত্তনম, 25 মার্চ: নিলামে দলে নেওয়া প্রথমসারির চার পেসারের একজনকেও আইপিএলের শুরুতে পাচ্ছে না লখনউ সুপার জায়ান্টস । অগত্যা শেষবেলায় শার্দূল ঠাকুরকে দলে নিয়েছে তাঁরা । জোড়াতাপ্পি দেওয়া বোলিং লাইন-আপই সোমবার হিরো হতে পারত নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজির জন্য । কিন্তু হল না আশুতোষ শর্মা নামক এক ইমপ্যাক্ট ব্যাটারের জন্য । পঞ্জাব ফেরত 3.8 কোটি ক্রিকেটারের ব্যাটে আইপিএল সিজন ওপেনারে লখনউ 'বধ' করল দিল্লি । প্রাক্তন ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ঋষভ পন্ত ফিরলেন শূন্য হাতে। 210 রান তাড়া করে থ্রিলার ম্যাচে নয়া ফ্র্যাঞ্চাইজিকে এক উইকেটে জয় এনে দিলেন রেলওয়েজের আশুতোষ ।
27 কোটির পন্ত ছয় বলে খেলে শূন্য রানে ফিরলেও মিচেল মার্শ, নিকোলাস পুরানদের ব্যাটে এদিন স্কোরবোর্ডে 209 রান তোলে লখনউ । 36 বলে 72 রান করেন মার্শ । মারেন ছ'টি চার ও সমসংখ্যক ছক্কা । 30 বলে 75 রান আসে ক্যারিবিয়ান পুরানের ব্যাটে । তিনি মারেন ছ'টি চার এবং সাতটি ছক্কা । শেষদিকে ডেভিড মিলারের 19 বলে 27 রান লখনউকে আট উইকেট হারিয়ে পৌঁছে দেয় 209 রানে ।
জবাবে প্রথম ওভারেই দিল্লিকে জোড়া ধাক্কা দেন নিলামে অবিক্রিত শার্দূল । ফ্রেসার ম্যাকগার্ক, অভিষেক পোড়েলকে ফেরান তিনি । পরের ওভারে সমীর রিজভিকে আউট করেন ইমপ্যাক্ট মণিমরম সিদ্ধার্থ । সাত রানে তিন উইকেট হারানো দিল্লির জয়ের স্বপ্ন দেখেননি অতি বড় সমর্থকও । ত্রয়োদশ ওভারে 22 বলে ট্রিস্টান স্টাবস 34 রানে যখন ফেরেন দিল্লির রান তখন ছয় উইকেটে 113। এরপর শুরু আশুতোষ ম্যাজিক । তাঁর সঙ্গী হন ভিপরাজ নিগম । দ্বিতীয়জন 15 বলে 39 রানের ক্যামিও খেলে ফিরলেও শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আশুতোষ । লখনউয়ের সব হিসেব বদলে দেন তিনি ।
And he does it in 𝙎𝙏𝙔𝙇𝙀 😎
— IndianPremierLeague (@IPL) March 24, 2025
Ashutosh Sharma, take a bow! 🙇♂️
A #TATAIPL classic in Vizag 🤌
Updates ▶ https://t.co/aHUCFODDQL#DCvLSG | @DelhiCapitals pic.twitter.com/rVAfJMqfm7
31 বলে 66 রানে অপরাজিত থাকেন আইপিএলের নতুন তারা । মারেন পাঁচটি চার ও সমসংখ্যক ছক্কা । নয় উইকেট হারানো দিল্লির শেষ ওভারে দরকার ছিল ছয় রান । শাহবাজ আহমেদের দ্বিতীয় বলে সিঙ্গল নেন এগারো নম্বর ব্যাটার মোহিত শর্মা । তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন আশুতোষ । রবি বিষ্ণোই, প্রিন্স যাদবদের বেধড়ক পিটিয়ে লখনউয়ের মুখের গ্রাস কাড়েন আশুতোষ ।