হায়দরাবাদ, 12 মে: গত বুধবার টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন রোহিত শর্মা ৷ পাঁচদিন বাদে লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলিও ৷ সোমবার সোশাল মিডিয়া পোস্টে লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ৷ বোর্ডকে সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিলেন বিরাট ৷ জানা গিয়েছিল বিরাটকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা জানানো হয়েছে বোর্ডের তরফে ৷ কিন্তু সিদ্ধান্ত না বদলিয়ে টেস্ট ক্রিকেটকে আলবিদা বিরাটের ৷
ইংল্যান্ড সিরিজের দল নির্বাচনের আগেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন 30টি শতরানের মালিক। যা বিলেতে টেস্ট সিরিজ খেলতে উড়ে যাওয়ার আগে ভারতীয় দলের কাছে ধাক্কা বলেই মনে করা হচ্ছে । সোমবার ইনস্টা পোস্টে দেশকে 68টি টেস্টে নেতৃত্ব দেওয়া অধিনায়ক জানালেন, সহজ না-হলেও এই সিদ্ধান্তটা আমার কাছে সময়োপযোগী বলেই মনে হয়েছে ৷ 68টি টেস্টের মধ্যে অধিনায়ক হিসেবে 40টিতেই জয় পেয়েছেন বিরাট ৷ যা ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বাধিক জয়ের নজির ৷ গতবছর জুনে বার্বাডোজে টি-20 বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন কোহলি ।
কিছুদিনের মধ্যেই আসন্ন ইংল্যান্ড সফরের জন্য টেস্ট স্কোয়াড বেছে নেবেন নির্বাচকরা । এই সিরিজ দিয়ে আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অভিযান শুরু করছে ভারতীয় দল । তাঁর আগে বিরাটের এই ঘোষণা নির্বাচকদের যে খানিকটা চিন্তায় ফেলবে তা নিশ্চিত ৷ ইনস্টাগ্রামে অবসর ঘোষণায় বিরাট এদিন লেখেন, "চোদ্দ বছর আগে যেদিন প্রথমবার ব্য়াগি ব্লু মাথায় পরেছিলাম, ভাবিনি এতটা দূর আসতে পারব ৷ এই ফরম্য়াট আমার পরীক্ষা নিয়েছে, তৈরি করেছে এবং সর্বোপরি আমায় যা শিক্ষা দিয়েছে তা আমি আজীবন বহন করে যাব ৷" বর্ণময় টেস্ট কেরিয়ারে তিনি যা অর্জন করেছেন, সেজন্য তিনি যে খুশি বলেও ঘোষণায় জানিয়েছেন 30টি টেস্ট শতরানের মালিক ৷

কোহলি আরও লেখেন, "এই ফর্ম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না, তবে সময়টা সঠিক বলেই মনে হয়েছে আমার ৷ আমি টেস্ট ক্রিকেটে সর্বস্ব উজাড় করে দিয়েছি ৷ পাল্টা টেস্ট ক্রিকেটও আমাকে অনেককিছু ফিরিয়ে দিয়েছে যা আমি কল্পনা করিনি ৷" সাম্প্রতিক অতীতে অজিভূমে বর্ডার-গাভাসকর ট্রফিতে অবশ্য সেভাবে ছন্দে পাওয়া যায়নি বিরাট কোহলিকে । পারথে প্রথম টেস্টে তাঁর ব্যাটে শতরান এসেছিল বটে, কিন্তু পাঁচ ম্যাচে সর্বসাকুল্যে তাঁর সংগ্রহে ছিল 190 রান । সবমিলিয়ে অতীতে ব্র্যাডম্যানের দেশে ব্যাট হাতে দাপট দেখানো কোহলির সঙ্গে এই পরিসংখ্যান একেবারেই মানানসই ছিল না । তবু দেশের জার্সিতে 123 টেস্ট খেলা কোহলির ঈর্ষণীয় কেরিয়ারে 30টি শতরান সহযোগে রয়েছে 9,230 রান ।