ETV Bharat / sports

রোহিতের পর টেস্টে 'বিরাট' প্রস্থান, সোশাল মিডিয়ায় ঘোষণা কিংবদন্তির - VIRAT KOHLI RETIRES FROM TEST

রোহিতের পদাঙ্ক অনুসরণ করে লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন বিরাটও ৷ সোমবার সোশাল মিডিয়া পোস্টে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন কিংবদন্তি ৷

VIRAT KOHLI RETIRES FROM TEST CRICKET
টেস্ট ক্রিকেট থেকে সরলেন বিরাট (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : May 12, 2025 at 11:59 AM IST

3 Min Read

হায়দরাবাদ, 12 মে: গত বুধবার টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন রোহিত শর্মা ৷ পাঁচদিন বাদে লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলিও ৷ সোমবার সোশাল মিডিয়া পোস্টে লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ৷ বোর্ডকে সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিলেন বিরাট ৷ জানা গিয়েছিল বিরাটকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা জানানো হয়েছে বোর্ডের তরফে ৷ কিন্তু সিদ্ধান্ত না বদলিয়ে টেস্ট ক্রিকেটকে আলবিদা বিরাটের ৷

ইংল্যান্ড সিরিজের দল নির্বাচনের আগেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন 30টি শতরানের মালিক। যা বিলেতে টেস্ট সিরিজ খেলতে উড়ে যাওয়ার আগে ভারতীয় দলের কাছে ধাক্কা বলেই মনে করা হচ্ছে । সোমবার ইনস্টা পোস্টে দেশকে 68টি টেস্টে নেতৃত্ব দেওয়া অধিনায়ক জানালেন, সহজ না-হলেও এই সিদ্ধান্তটা আমার কাছে সময়োপযোগী বলেই মনে হয়েছে ৷ 68টি টেস্টের মধ্যে অধিনায়ক হিসেবে 40টিতেই জয় পেয়েছেন বিরাট ৷ যা ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বাধিক জয়ের নজির ৷ গতবছর জুনে বার্বাডোজে টি-20 বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন কোহলি ।

কিছুদিনের মধ্যেই আসন্ন ইংল্যান্ড সফরের জন্য টেস্ট স্কোয়াড বেছে নেবেন নির্বাচকরা । এই সিরিজ দিয়ে আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অভিযান শুরু করছে ভারতীয় দল । তাঁর আগে বিরাটের এই ঘোষণা নির্বাচকদের যে খানিকটা চিন্তায় ফেলবে তা নিশ্চিত ৷ ইনস্টাগ্রামে অবসর ঘোষণায় বিরাট এদিন লেখেন, "চোদ্দ বছর আগে যেদিন প্রথমবার ব্য়াগি ব্লু মাথায় পরেছিলাম, ভাবিনি এতটা দূর আসতে পারব ৷ এই ফরম্য়াট আমার পরীক্ষা নিয়েছে, তৈরি করেছে এবং সর্বোপরি আমায় যা শিক্ষা দিয়েছে তা আমি আজীবন বহন করে যাব ৷" বর্ণময় টেস্ট কেরিয়ারে তিনি যা অর্জন করেছেন, সেজন্য তিনি যে খুশি বলেও ঘোষণায় জানিয়েছেন 30টি টেস্ট শতরানের মালিক ৷

VIRAT KOHLI RETIRES FROM TEST CRICKET
কোহলির কেরিয়ারের সার্বিক পরিসংখ্যান (ETV Bharat)

কোহলি আরও লেখেন, "এই ফর্ম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না, তবে সময়টা সঠিক বলেই মনে হয়েছে আমার ৷ আমি টেস্ট ক্রিকেটে সর্বস্ব উজাড় করে দিয়েছি ৷ পাল্টা টেস্ট ক্রিকেটও আমাকে অনেককিছু ফিরিয়ে দিয়েছে যা আমি কল্পনা করিনি ৷" সাম্প্রতিক অতীতে অজিভূমে বর্ডার-গাভাসকর ট্রফিতে অবশ্য সেভাবে ছন্দে পাওয়া যায়নি বিরাট কোহলিকে । পারথে প্রথম টেস্টে তাঁর ব্যাটে শতরান এসেছিল বটে, কিন্তু পাঁচ ম্যাচে সর্বসাকুল্যে তাঁর সংগ্রহে ছিল 190 রান । সবমিলিয়ে অতীতে ব্র্যাডম্যানের দেশে ব্যাট হাতে দাপট দেখানো কোহলির সঙ্গে এই পরিসংখ্যান একেবারেই মানানসই ছিল না । তবু দেশের জার্সিতে 123 টেস্ট খেলা কোহলির ঈর্ষণীয় কেরিয়ারে 30টি শতরান সহযোগে রয়েছে 9,230 রান ।

আরও পড়ুন:

হায়দরাবাদ, 12 মে: গত বুধবার টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন রোহিত শর্মা ৷ পাঁচদিন বাদে লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলিও ৷ সোমবার সোশাল মিডিয়া পোস্টে লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ৷ বোর্ডকে সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিলেন বিরাট ৷ জানা গিয়েছিল বিরাটকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা জানানো হয়েছে বোর্ডের তরফে ৷ কিন্তু সিদ্ধান্ত না বদলিয়ে টেস্ট ক্রিকেটকে আলবিদা বিরাটের ৷

ইংল্যান্ড সিরিজের দল নির্বাচনের আগেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন 30টি শতরানের মালিক। যা বিলেতে টেস্ট সিরিজ খেলতে উড়ে যাওয়ার আগে ভারতীয় দলের কাছে ধাক্কা বলেই মনে করা হচ্ছে । সোমবার ইনস্টা পোস্টে দেশকে 68টি টেস্টে নেতৃত্ব দেওয়া অধিনায়ক জানালেন, সহজ না-হলেও এই সিদ্ধান্তটা আমার কাছে সময়োপযোগী বলেই মনে হয়েছে ৷ 68টি টেস্টের মধ্যে অধিনায়ক হিসেবে 40টিতেই জয় পেয়েছেন বিরাট ৷ যা ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বাধিক জয়ের নজির ৷ গতবছর জুনে বার্বাডোজে টি-20 বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন কোহলি ।

কিছুদিনের মধ্যেই আসন্ন ইংল্যান্ড সফরের জন্য টেস্ট স্কোয়াড বেছে নেবেন নির্বাচকরা । এই সিরিজ দিয়ে আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অভিযান শুরু করছে ভারতীয় দল । তাঁর আগে বিরাটের এই ঘোষণা নির্বাচকদের যে খানিকটা চিন্তায় ফেলবে তা নিশ্চিত ৷ ইনস্টাগ্রামে অবসর ঘোষণায় বিরাট এদিন লেখেন, "চোদ্দ বছর আগে যেদিন প্রথমবার ব্য়াগি ব্লু মাথায় পরেছিলাম, ভাবিনি এতটা দূর আসতে পারব ৷ এই ফরম্য়াট আমার পরীক্ষা নিয়েছে, তৈরি করেছে এবং সর্বোপরি আমায় যা শিক্ষা দিয়েছে তা আমি আজীবন বহন করে যাব ৷" বর্ণময় টেস্ট কেরিয়ারে তিনি যা অর্জন করেছেন, সেজন্য তিনি যে খুশি বলেও ঘোষণায় জানিয়েছেন 30টি টেস্ট শতরানের মালিক ৷

VIRAT KOHLI RETIRES FROM TEST CRICKET
কোহলির কেরিয়ারের সার্বিক পরিসংখ্যান (ETV Bharat)

কোহলি আরও লেখেন, "এই ফর্ম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না, তবে সময়টা সঠিক বলেই মনে হয়েছে আমার ৷ আমি টেস্ট ক্রিকেটে সর্বস্ব উজাড় করে দিয়েছি ৷ পাল্টা টেস্ট ক্রিকেটও আমাকে অনেককিছু ফিরিয়ে দিয়েছে যা আমি কল্পনা করিনি ৷" সাম্প্রতিক অতীতে অজিভূমে বর্ডার-গাভাসকর ট্রফিতে অবশ্য সেভাবে ছন্দে পাওয়া যায়নি বিরাট কোহলিকে । পারথে প্রথম টেস্টে তাঁর ব্যাটে শতরান এসেছিল বটে, কিন্তু পাঁচ ম্যাচে সর্বসাকুল্যে তাঁর সংগ্রহে ছিল 190 রান । সবমিলিয়ে অতীতে ব্র্যাডম্যানের দেশে ব্যাট হাতে দাপট দেখানো কোহলির সঙ্গে এই পরিসংখ্যান একেবারেই মানানসই ছিল না । তবু দেশের জার্সিতে 123 টেস্ট খেলা কোহলির ঈর্ষণীয় কেরিয়ারে 30টি শতরান সহযোগে রয়েছে 9,230 রান ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.