ETV Bharat / sports

চার দশক পর মহিলা সহ-সচিব পেল আইএফএ, দায়িত্ব নিলেন সুদেষ্ণা মুখোপাধ্যায় - Woman Assistant Secretary of IFA

Woman Assistant Secretary of IFA: চার দশক পর আইএফএ’র সহ-সচিব পদে কোনও মহিলা বসলেন ৷ কলকাতা ময়দানের পরিচিত মুখ সুদেষ্ণা মুখোপাধ্যায় সহ-সচিব হলেন ৷ আইএফএর প্রয়াত প্রাক্তন কর্তা দেবজ্যোতি ওরফে দেবু মুখোপাধ্যায়ের মেয়ে তিনি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 19, 2024, 1:23 PM IST

ETV BHARAT
চার দশক পর আইএফএ’র মহিলা সহ-সচিব সুদেষ্ণা মুখোপাধ্যায় (বাম দিকে দ্বিতীয়)৷ (নিজস্ব চিত্র)

কলকাতা, 19 জুন: আইএফএ-র প্রশাসনে নারী ক্ষমতায়ন ৷ চার দশকের কাছাকাছি সময় পরে আইএফএ সহ-সচিব পদে ফের কোনও মহিলাকে বসতে দেখা যাবে ৷ আইএফএ-র সহ-সচিব হচ্ছেন সুদেষ্ণা মুখোপাধ্যায় ৷ এর আগে প্রথম সহ-সচিব ছিলেন অসীমা পাত্র ৷ আইএফএ-র প্রয়াত প্রাক্তন সহ-সভাপতি দেবজ্যোতি মুখোপাধ্যায় (দেবু) কন্যা সুদেষ্ণা মুখোপাধ্যায় কলকাতা ময়দানের পরিচিত মুখ ৷ তিনি ক্লাব প্রশাসক হিসেবে যেমন কাজ করছেন ৷ তেমনি ম্যাচ কমিশনারের ভূমিকাও পালন করেছেন সুদেষ্ণা মুখোপাধ্যায় ৷

চার দশক পর আইএফএ’র মহিলা সহ-সচিব সুদেষ্ণা মুখোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)

সেদিক থেকে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থায় ফের সহ-সচিব পদে মহিলা প্রার্থীর নির্বাচন নারীর ক্ষমতায়নের ছবি ৷ উল্লেখ্য, আইএফএ-র নবগঠিত বোর্ডে আগের চার সহ-সচিবদের মধ্যে কেবল, রাকেশ মুন ঝা রয়েছেন ৷ যে তিনজন বাদ পড়লেন, তাঁরা হলেন নজরুল ইসলাম, সুফল গিরি এবং শুভাশিস সরকার ৷ বদলে নতুন তিন মুখ বিশ্বজিৎ ভাদুড়ি, সুদেষ্ণা মুখোপাধ্যায় এবং মহম্মদ জামাল ৷ আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছেন, কাজের ভিত্তিতে সহ-সচিব নির্বাচন করা হয়েছে ৷ যাঁরা ভালো কাজ করেছেন, তাঁদের দায়িত্বে তুলে নিয়ে আসা হয়েছে ৷

প্রথমবার সহ-সচিব নির্বাচিত হওয়ার পরে সুদেষ্ণা মুখোপাধ্যায় জানালেন, তিনি ফুটবল পরিবার থেকে উঠে এসেছেন ৷ অসীমা পাত্রকে দেখে ফুটবল প্রশাসনে আসার ইচ্ছে ছিল ৷ এর আগে কলকাতা ময়দানে সুদেষ্ণা তাঁদের নিজস্ব ক্লাব চালিয়েছেন ৷ গত আটবছর ধরে ম্যাচ কমিশনারের দায়িত্ব সামলাচ্ছেন ৷ মেয়েদের ফুটবল নিয়ে কাজ করার পাশাপাশি, তিনি কলকাতা লিগ সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রয়োজনীয়তার দিকে জোর দেওয়ার কথা বলেছেন ৷

এদিকে মঙ্গলবার আইএফএ-র গভর্নিং বডির সভায় অনুপস্থিত ছিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহমেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিরা ৷ অনুপস্থিত ছিলেন পঞ্জাব স্পোর্টসের শুভজিৎ সাহা এবং হাওড়া মানিকতলা স্পোর্টস ক্লাবের তাপস মজুমদার ৷ মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, যেকোনও বড় মিটিংয়ের আগে আটচল্লিশ ঘণ্টা কাজের দিন থাকা দরকার ৷ শনিবার চিঠি পাওয়ার পর রবিবার সাপ্তাহিক ও সোমবার ঈদের ছুটি ছিল ৷ তাই তাঁরা অনুপস্থিত থাকলেন ৷ মহমেডান স্পোর্টিং ক্লাবের আমিরুদ্দিন ববি জানিয়েছেন, ঈদের উৎসবে ব্যস্ত থাকার কারণে তাঁরা অনুপস্থিত ৷ ফলে সদস্যদের এই অনুপস্থিতিতে আইএফএ-তে বদলের ছবির মধ্যে অস্বস্তির কাঁটা তৈরি করল ৷

কলকাতা, 19 জুন: আইএফএ-র প্রশাসনে নারী ক্ষমতায়ন ৷ চার দশকের কাছাকাছি সময় পরে আইএফএ সহ-সচিব পদে ফের কোনও মহিলাকে বসতে দেখা যাবে ৷ আইএফএ-র সহ-সচিব হচ্ছেন সুদেষ্ণা মুখোপাধ্যায় ৷ এর আগে প্রথম সহ-সচিব ছিলেন অসীমা পাত্র ৷ আইএফএ-র প্রয়াত প্রাক্তন সহ-সভাপতি দেবজ্যোতি মুখোপাধ্যায় (দেবু) কন্যা সুদেষ্ণা মুখোপাধ্যায় কলকাতা ময়দানের পরিচিত মুখ ৷ তিনি ক্লাব প্রশাসক হিসেবে যেমন কাজ করছেন ৷ তেমনি ম্যাচ কমিশনারের ভূমিকাও পালন করেছেন সুদেষ্ণা মুখোপাধ্যায় ৷

চার দশক পর আইএফএ’র মহিলা সহ-সচিব সুদেষ্ণা মুখোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)

সেদিক থেকে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থায় ফের সহ-সচিব পদে মহিলা প্রার্থীর নির্বাচন নারীর ক্ষমতায়নের ছবি ৷ উল্লেখ্য, আইএফএ-র নবগঠিত বোর্ডে আগের চার সহ-সচিবদের মধ্যে কেবল, রাকেশ মুন ঝা রয়েছেন ৷ যে তিনজন বাদ পড়লেন, তাঁরা হলেন নজরুল ইসলাম, সুফল গিরি এবং শুভাশিস সরকার ৷ বদলে নতুন তিন মুখ বিশ্বজিৎ ভাদুড়ি, সুদেষ্ণা মুখোপাধ্যায় এবং মহম্মদ জামাল ৷ আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছেন, কাজের ভিত্তিতে সহ-সচিব নির্বাচন করা হয়েছে ৷ যাঁরা ভালো কাজ করেছেন, তাঁদের দায়িত্বে তুলে নিয়ে আসা হয়েছে ৷

প্রথমবার সহ-সচিব নির্বাচিত হওয়ার পরে সুদেষ্ণা মুখোপাধ্যায় জানালেন, তিনি ফুটবল পরিবার থেকে উঠে এসেছেন ৷ অসীমা পাত্রকে দেখে ফুটবল প্রশাসনে আসার ইচ্ছে ছিল ৷ এর আগে কলকাতা ময়দানে সুদেষ্ণা তাঁদের নিজস্ব ক্লাব চালিয়েছেন ৷ গত আটবছর ধরে ম্যাচ কমিশনারের দায়িত্ব সামলাচ্ছেন ৷ মেয়েদের ফুটবল নিয়ে কাজ করার পাশাপাশি, তিনি কলকাতা লিগ সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রয়োজনীয়তার দিকে জোর দেওয়ার কথা বলেছেন ৷

এদিকে মঙ্গলবার আইএফএ-র গভর্নিং বডির সভায় অনুপস্থিত ছিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহমেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিরা ৷ অনুপস্থিত ছিলেন পঞ্জাব স্পোর্টসের শুভজিৎ সাহা এবং হাওড়া মানিকতলা স্পোর্টস ক্লাবের তাপস মজুমদার ৷ মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, যেকোনও বড় মিটিংয়ের আগে আটচল্লিশ ঘণ্টা কাজের দিন থাকা দরকার ৷ শনিবার চিঠি পাওয়ার পর রবিবার সাপ্তাহিক ও সোমবার ঈদের ছুটি ছিল ৷ তাই তাঁরা অনুপস্থিত থাকলেন ৷ মহমেডান স্পোর্টিং ক্লাবের আমিরুদ্দিন ববি জানিয়েছেন, ঈদের উৎসবে ব্যস্ত থাকার কারণে তাঁরা অনুপস্থিত ৷ ফলে সদস্যদের এই অনুপস্থিতিতে আইএফএ-তে বদলের ছবির মধ্যে অস্বস্তির কাঁটা তৈরি করল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.